Sports Image

টানা দশম জয় ব্রাজিলেরসেই বিশ্বকাপে সর্বশেষ হার নেদারল্যান্ডস এর সাথে এর পরে যেন নতুন করে শুরু ব্রাজিলের ।২য় মেয়াদে আবারো ব্রাজিল দলের কোচ হলেন স্যার দুঙ্গা ।

দুঙ্গার আগমনে ব্রাজিল দল যেন অপ্রতিদ্বন্দ্বী । নেইমার বাহিনী যেন হার ভুলেই গিয়েছে হন্ডুরাস কে ১ঃ০ গোলে হারিয়ে টানা দশম জয় তুলে নিল ব্রাজিল । কোপা আমেরিকার আগে হন্ডুরাসের সাথে এটিই শেষ ফ্রেন্ডলি ম্যাচ ছিল ব্রাজিলের তাই যাচাই বাচাই করে নেওয়ার এটিই শেষ সুযোগ ছিল কোচ দুঙ্গার ।

ইঞ্জুরি গ্রস্থ ব্রাজিল দলে প্রথম একাদশে দেখা যায় নি ব্রাজিলের পোস্টার বয় নেইমার কে । হন্ডুরাসের সাথে ম্যাচের ৩৩ মিনিটি ফিলেপে কৌটিনহো ও ফিলেপে লুইস এর কল্যাণে ব্রাজিল দলকে এগিয়ে নেন ব্রাজিলের নতুন তারকা রবার্তো ফিরমিনো ।

নেইমার কে ২য় অর্ধে মাঠে নামান কার্লোস দুঙ্গা কিন্তু আর গোল করতে পারে নি ব্রাজিল আর ওপর দিকে এই গোল শোধ দিতে না পারায় খেলাটির সমাপ্তি ঘটে ১ঃ০ গোলে ।বলাই যায় কোপার আগে ভালোই প্রস্তুতি সারল দুঙ্গা বাহিনী এবার কোপা মিশন ।