Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.
Lifestyle Image

ফেলনা প্লাস্টিক বোতল দিয়ে তৈরি করুন নান্দনিক ফ্লাওয়ার পট



অনেকগুলো খালি প্লাস্টিকের বোতল জমে আছে ঘরে, ভাবছেন ফেলে দেবেন? এই ফেলনা প্লাস্টিকের বোতল দিয়ে কিন্তু তৈরি করা যায় দারুণ সব কাজের জিনিস। যেমন ধরুন, ফেলনা বোতল দিয়ে খুব সহজেই কিন্তু আপনি তৈরি করে ফেলতে পারবেন আকর্ষণীয় ফ্লাওয়ার পট। দেখতে এত চমৎকার হবে যে কেউ বুঝতেই পারবেন না এটা আসলে ফেলনা প্লাস্টিক বোতল। কীভাবে করবেন? চলুন, জেনে নিই।


যা যা লাগবে:
প্লাস্টিক এর বোতল,
কালার প্রিন্ট পেপার বা কাগজ
সাজাবার জন্য ফিতা, পুঁতি, গাম ইত্যাদি
আইকা বা ভালো আঠা
রশি

পদ্ধতি :
-বোতলটি কেটে নিন মাঝ বরাবর। এক্ষেত্রে কাঁচি বেশ ভালো কাজে আসবে। সমান করে কাটুন। দুপাশে রসি ঝোলানোর জন্য দুটি ফুটো করতে পারেন।
-এরপর একটি ব্রাশ দিয়ে বোতলের গায়ে ভালো করে আঠা মাখান।
-এবার কাগজ বা কাপড়টি সাইজ মত কেটে খুব সাবধানে বোতলের গায়ে জড়িয়ে নিন। নিচের অংশ গুলো ভালো মত মুড়ে দিন।
-ওপরের দিয়ে সুন্দর দেখাতে কোণাটা ভিন্ন রঙের কাগজ বা ফিতা দিয়ে মুড়ে দিন। পুঁতি, পাথর, রঙিন কাগজ দিয়ে নানান রকম নকশাও করে দিতে পারেন।
-ব্যাস, তৈরি আপনার ফ্লাওয়ার পট। এতে আবার সাজাতে পারেন প্লাস্টিক ফুল, মাটি ভরে ভেতরে লাগাতে পারেন ছোট্ট গাছ।
-আর যদি পটটি ঝুলিয়ে দিতে চান, তাহলে দুপাশে ফুটো করে রশি বা ফিতা লাগিয়ে নিন। এরপর সুন্দর করে ঝিলিয়ে রাখুন ব্যালকনিতে।