Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.
Beauty Image

স্বাভাবিক ত্বকের জন্য হলুদ ও মুলতানি মাটির মাস্ক



*একটি বাটিতে গোলাপজল ১ টেবিল চামচ, মধু ১ টেবিল চামচ, হলুদের গুঁড়া ১\২ টেবিল চামচ, মুলতানি মাটি ১ টেবিল চামচ নিয়ে নিন।
*এবারসব উপাদান একসাথে ভালোভাবে পেস্ট আকারে মিশান।
*এখন এই পেস্ট আপনার মুখে ও গলায় আলতো হাতে ভালোভাবে লাগিয়ে ১৫ থেকে ২০ মিনিট অপেক্ষা করুন।
*মুখ ধোয়ার জন্য ঠাণ্ডা পরিষ্কার পানি ব্যবহার করুন।
...এটি স্বাভাবিক ত্বকের জন্য সবচেয়ে ভালো মাস্ক। মুলতানি মাটি আর হলুদের গুঁড়া ত্বকের বিভিন্ন দাগ তুলে ফেলে আর মধু ও গোলাপ জল ত্বকের ময়েশ্চারাইজার ধরে রাখে ও ত্বক হাইড্রেটেড রাখে।