Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.
Health Image

হৃদরোগে নারীর মৃত্যুহার বেশি




আদিকাল থেকেই প্রচলিত ছিল, হৃদরোগে পুরুষের মৃত্যুহার নারীর চেয়ে অনেক বেশি। আর তাই এক প্রকার নিশ্চিন্তেই থেকেছেন নারীরা। কিন্তু চিকিৎসা শাস্ত্রের সাম্প্রতিক একটি রিপোর্ট আগের সব ধারণাকে পাল্টে দিয়েছে। দুশ্চিন্তায় ফেলে দিয়েছে আজকের নারীদের।

গ্লোবাল হার্ট নামক জার্নালে প্রকাশিত এক রিপোর্ট অনুযায়ী, প্রতিবছর হৃদরোগে পুরুষের তুলনায় নারীর মৃত্যুহার বাড়ছে। এদিকে নারীরা পুরুষদের মতো প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা বা হৃদরোগ প্রতিকারের পর্যাপ্ত পরামর্শ পায় না। এদিকে বিশ্বস্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচএ) জানিয়েছে, গত পাঁচ বছরে নারীদের মধ্যে হৃদরোগের প্রকোপ বেড়ে গিয়েছে ৩০০ গুণ! তাদের হিসেব মতে, স্তন ক্যান্সারে যত নারী মারা যাচ্ছেন, তার ছ’গুণেরও বেশি নারীর মৃত্যুর কারণ হচ্ছে হৃদরোগ।

নতুন এই তথ্য উন্নয়নশীল বিশ্বের চিকিৎসকদের খুব বেশি চিন্তিত করে দিয়েছে। ইতিমধ্যে স্তন ক্যান্সার প্রতিরোধে সচেতনতা সৃষ্টি হয়েছে। অনেকটা প্রতিরোধ এবং প্রতিকার করা সম্ভবও হয়েছে। অবহেলিত থেকে গেছে মেয়েদের হৃদরোগে আক্রান্ত হওয়ার বিষয়টি।