উপকরণঃ
১.স্ট্রবেরি- ৪টি
২.ভ্যানিলা আইসক্রিম- ৪ স্কুপ
৩.দুধ- আধা কাপ
৪.বরফ কুচি- পরিমান মত
৫.মধু- হাফ টেবিল চামচ (বেশি মিষ্টি পছন্দ করলে চিনি দিতে পারেন নিজের পরিমান মত)
৬.ক্রিম- পরিমাণ মত
প্রণালীঃ
*বরফ কুচি ও ক্রিম বাদে উপরের সকল উপকরণ এক সাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন ভালো করে।
*ব্লেন্ড করার পর উপরে বরফ কুচি ও ক্রিম পরিবেশন করুন মজাদার “স্ট্রবেরি মিল্কশেক”।