দেশি হোক বা ওয়েস্টার্ন পোশাক সবকিছুর সাথেই মানিয়ে যাবে এই চুলের সাজ। আর সময় লাগবে খুবই কম। কোঁকড়া হোক বা সোজা, যে কোন চুলেই করতে পারবেন আর তাক লাগিয়ে দিতে পারবেন সবাইকে।
*হেয়ার স্প্রে ও রাবার ব্যান্ড নিন।
*এবার প্রথমেই সিঁথি করে নিন। সাইডে বা মাঝে, যেখানে ভালো লাগে করতে পারেন।
*এরপর দুপাশ থেকে দুটি ফ্রেঞ্চ বেণী করে নিন। বেশ টাইট করে বেণী করবেন। একটু হেয়ার স্প্রে ছিটিয়ে দিন জায়গায় ধরে রাখতে।
*এবার দুটি বেণী একত্রে ধরে বাকি চুলগুলো নিয়ে ফিশটেইল বেণী করে নিন।
*হাত দিয়ে বেণী আলগা করে নিন। সামান্য স্প্রে ছিটিয়ে দিন।
*ব্যাস, তৈরি আপনার হেয়ার স্টাইল। এবার এতে পুঁতি, ফুল বা যে কোন কিছু ব্যবহার করতে পারেন।
ভিডিও লিংক- https://www.youtube.com/watch?v=8bEpL3KCNSU