Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.
Beauty Image

ঘরোয়া উপায়ে চুল ঝলমলে করুন।

আজকে এমন একটা বিষয় আপনাদের জানাবো জেনে আপনি হয়ত অবাক ই হবেন । ঘরোয়া উপাদনে আপনি আপনার চুলকে ঝলমলে করে তুলতে পারেন।

নারকেল তেল: প্রাকৃতিক ভাবে চুল স্ট্রেইট এবং ঝলমলে করতে নারবেল তেলের জুড়ি নেই। সপ্তাহে অন্তত ১ দিন নারকেল তেলের সাথে লেবু মিশিয়ে চুলে রাগান । ১ ঘন্টা পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

ডিম: ডিমের সাদা অংশের সাথে লেবু মিশিয়ে চুলে লাগিয়ে ১৫-২০ মিনিট পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। উপকার পাবেন।

পাখা কলা: পাকা কলা চটকে নারকেল তেলের সাঘে মিিিশয়ে ব্যবহার করলে চুলের উজ্জলতা বৃদ্ধিপায়

এলোভেরা: এলোভেরার রসের সাথে নারকেল তেল ও লেবু মিশিয়ে ব্যবহার করলে উপকার পাবেন আশা করি।



নিয়মিত আপডে পেতে চোখ রাখুন আমাদের পোর্টালে।