১৬ বছর পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে জয় তার দু’দিন পর ই আবার পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের প্রথম সিরিজ জয় পাকিস্তানের বিপক্ষে। সব কিছু যেন স্বপ্নের মতই হয়ে গেল। বাংলাদেশের স্বপ্ন জয়ের ইতিকথাটা অনেক পূরনোই বলা চলে।
পাকিস্তানের বিপক্ষে এমন অসাধারন উদ্দীপ্ত বাংলাদেশকে দেখে একটু বেশি ই যেনো খুশি পাকিস্তানের সাবেক অধিনায়ক এবং কোচ জাভেদ মিয়াঁদাদ। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের জয়ে বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নের ভুয়ূসী প্রশংসা করেন তিনি।
এএফপিকে দেয়া এক সাক্ষাৎকারে জাভেদ মিয়াঁদাদ বলেন, ‘এই বাংলাদেশ দল আর আগের বাংলাদেশ দল এক না। এখনকার বাংলাদেশ দল বিশ্বের যেকোন দলকে হারিয়ে দেয়ার ক্ষমতা রাখে। তারা খুব দ্রুতই উন্নত করছে।’
এ সময় বাংলাদেশে কোচিং করানোর অভিজ্ঞতাকে টেনে মিয়াঁদাদ বলেন, ‘আমি কিছুদিনের জন্যে হলেও বাংলাদেশে কোচিং করিয়েছে। তাদের কিছু টিপস ও দিয়েছি কিভাবে শর্টি পিচ বল খেলতে হয় এগুলো সহ ব্যাসিক ক্রিকেটীয় জ্ঞান। এখন তারা প্রতিনিয়ত উন্নতি করছে।’