Nokkhotro Banner

নীল সাধু

৫ বছর আগে লিখেছেন

সন্ধ্যা নামতেই ঘাটে স্নান শেষ করে কুর্চি; মুছে ফেলে দোহালার সকল স্পর্শ!

১।
আশ্বিনের দুপুরে জল-ধোয়া নদীর নির্লিপ্ত জলে
উদভ্রান্ত আবেগে
কুর্চির যে ছায়া ভেসেছিল
তার সবটুকুই মায়া ছিল! আকুল সায়রে ভেসে যায় ভিনদেশী দোহালা ফুল!!

সন্ধ্যা নামতেই ঘাটে স্নান শেষ করে কুর্চি; মুছে ফেলে দোহালার সকল স্পর্শ!

২।
নদীর কাছে যাবে?
কেন!! নদীর জল দেখতে ইচ্ছে করছে?
নাহ!
তবে?
আশ্বিনের নদী তোমাকে দেখতে চেয়েছে!

কুর্চি আমার হাত ছুঁয়ে বসে থাকে! আমাদের মাঝে খুব নীরবে নদীটি কুলকুল করে বয়ে যায়! ফিসফিস স্বরে কাশফুলেরা আমাদের কথা কইতে থাকে।

আমি নদীকে কথা... continue reading

৭৩৬
ব্লগের গতিশীল/ট্রেন্ডিং বিভাগসমূহ