Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

জিহান আল হামাদী

১০ বছর আগে লিখেছেন

সবচেয়ে অসুন্দর মানুষের প্রতি

[ সবচেয়ে অসুন্দর মানুষের প্রতি ]

অসুন্দর বলে ডাগর চোখ মেলে
আয়নায় দ্যাখো না মুখোশী রূপ,
অন্যের রূপেরঘটায় আত্মিক বেদনা ভেসে ওঠে
ঠোঁটে, গ্রীবায়, চন্দনী হাসিতে।
তারা অসুন্দর বলে দাবি করে গোপনে;
অথচ বোঝে না-
ঈশ্বরের কাছে অসুন্দর বলে কিছু নেই।
কালো-সাদায় অসুন্দরতা নয়,
স্রেফ পাওয়া যায় মানুষের পরিচয়। 
সবচেয়ে অসুন্দর মানুষের মায়ের কাছে
জানা নেই অসুন্দরের ডাক টিকিট,
মায়েরা তাই অশ্রু ভেজা খাম দেখেই
চিনে নেয় সন্তানের সৌন্দর্যরূপ।।
পৃথিবীর সবচেয়ে অসুন্দর ছেলেটির চোখেও
থাকে স্বপ্নিল আকাশমণি মেঘ,
সেও ভালোবাসতে জানে, কাঁদতে জানে।
জানে প্রেমিকার হাসি দেখার জন্য
উজার করে দিতে সমস্ত পৃথিবীপৃষ্ঠাংশ।।
আর পৃথিবীর সবচেয়ে অসুন্দর মেয়েটি!
তার কোলেই জন্ম নেয় সুন্দরতার শ্রেষ্ঠত্ব,
তার পদতলে নুয়ে থাকে সমগ্র পৃথিবী,
সুন্দর ঘুমোয় অসুন্দরের স্তন্যপান করে।।
মানুষ তুমি, এই সৌন্দর্য তোমার।
রূপেরমোহ সৌন্দর্যতত্ত্ব বিরোধী,
পশু-পাখিরা নানা রঙা হয়, কালো-সাদা হয়।
সবচেয়ে অসুন্দর মানুষের রং হয় মনুষত্ব,
যেমন হয় সুন্দরতম মানুষের রং। 

- জিহান আল হামাদী
continue reading
Likes Comments
০ Shares

Comments (4)

  • - সুখেন্দু বিশ্বাস

    প্রথম পোস্টের জন্য অভিনন্দন ভাই রিঙ্কু।

     

    শুভকামনা সতত।  

    • - রিংকু রাহী

      তবে হোক এ কামনাই...শুভ

    - আলমগীর সরকার লিটন

    কবিতার ভাবনাময় বেশ--------

    • - রিংকু রাহী

      ভাবনা হোক আরও...বুকের ভেতর

    - চারু মান্নান

    কবিকে মাঘের শুভেচ্ছা,,,,কবিতার গভীরতায় সেচ্ছায় ডুব সাঁতার,,,,

    • - রিংকু রাহী

      শুভেচ্ছা হৃদয়ে মেখে নিলাম...

জিহান আল হামাদী

১০ বছর আগে লিখেছেন

যদি লাশ হয়ে যাই

যদি লাশ হয়ে যাই
.................................................................................
যদি আজ না ফিরে আসি 
গলা কেটে ফেলে দেয়া হয় রাস্তার মাঝে 
লাশ কাঁটা ঘরে ভিড় করে তারুণ্যর শতদল- 
তাদের বলে দিও, তাদের জায়গা এখানে নয়; 
রাজপথে, আন্দোলনে, মিছিলে, স্লোগানের দাবিতে 
যদি লাশ হয়ে যাই ।। 
যদি রাত কেটে যায়, তবু না খুঁজে পাও 
তবে কেঁদো না কেউ, 
কান্নার সময় অনেক আছে, যুদ্ধের সময় নেই; 
মৃত্যু যেন শক্তিতে পরিণত হয়, 
অশ্রু তে নয়, অশ্রু মানুষকে দুর্বল করে দেয় 
দুর্বল হলে স্বাধীনতা অর্জিত হয় না, 
গলা কাঁটা যাবে তো শুধু আমার, স্রেফ একজন মানুষের 
মানবতার মস্তক যেন আকাশ ছুঁয়ে যায় ।। 
যদি দুপুর পেরিয়ে যায়, তবু না ফিরে আসি 
শুধু জেনে রেখো, লাশ কাঁটা ঘরে দিব্যি শুয়ে আছি, 
হয়তো কবর দেবে একটু পরেই 
কিন্তু, দাবি না পেলে আমার মুক্তি হবে না- 
মুক্তি এনে দাও; মুক্তি এনে দিও আমায় 
যদি লাশ হয়ে যাই, যদি আজ না ফিরে আসি ।। 
যদি সাঁঝ পেরিয়ে যায় 
নিথর দেহে মাতম ছড়ায় রাজ্যের রাজনীতি 
তবে জেনে রেখো, কান পেতে শুনে নাও 
রাজনীতি বুঝি না, স্বাধীনতা বুঝি; 
কাঠের কফিনেও যেন খুঁজে পাই স্বাধীনতার গন্ধ 
আমার জানাজায় গোলাপজল নয় 
লক্ষ মানুষের সংগ্রামী ঘাম চাই, স্লোগান চাই, 
যদি লাশ হয়ে যাই- 
কেউ তাকে চুপিচুপি বলে দিও, 
বড্ড বেশি ভালবেসে ফেলেছিলাম তাকে, বড্ড বেশিই; 
যদি লাশ হয়ে যাই 
যদি আজ না ফিরে আসি ।। 
- জিহান আল হামাদী
continue reading
Likes Comments
০ Shares

Comments (8)

  • - আলমগীর সরকার লিটন

    কবিতা ভাল লাগলো কিন্তু

    কবিতার নামে কেমন লাগছে--

    - চারু মান্নান

    বেশ লাগল কবি,,,

    - সুমন আহমেদ

    ভাবনার আব্রু নাই কোন। মুখোশে ঢেকে রাখি
    কদাকার মুখ, সুভাষনে মুছে দেই কালো অভিমান।

    সত্যিই যেন তাই! শুভ কামনা প্রিয় কে এম রাকিব।

জিহান আল হামাদী

১০ বছর আগে লিখেছেন

বোবা পঙক্তি ! নিরক্ষর অনুভূতি !

[ বোবা পঙক্তি ! নিরক্ষর অনুভূতি ! ]
 
রাত,
তোমার বুকের কলঙ্ক ছুঁয়ে
নিষিদ্ধ হওয়া হয় না ।
ভুলে গ্যাছো রাত,
স্ট্রীট-ল্যাম্পের স্বাদ !
ভুলেছি আমি, বয়ঃসন্ধি অপরাধ !
রাত; প্রিয় সুখশূন্যতার রাত-
তোমার উন্নত-নিটোল ভ্রমরে
বেঁচে থাকা হয় না, ক্লান্তি শয্যাশয়ী;
অ্যামেচার যুগ বিদায় দিয়েছি-
স্লিপিং ট্যাবলেটে খুঁজে পাওয়া এক ভিন্ন রাত ।
রাত, আমার কষ্টখরার রাত-
আলিঙ্গনের নেশায় শরীর মিশিয়ে
নির্ঘুম থাকা হয় না ।
দুঃখ শুধাই না, মেঘের সাথে পরকীয়া দেখে;
এখন বুঝি, কষ্ট হরেক রকম ।
বালিশ আর পুর্নিমায় অশ্রু মোছা যায় না ।
টিনএজার সকাল পাড়ি দিয়ে
অ্যাডাল্ট সন্ধ্যায় হেঁটেছি,
ইমোশন মানে বুঝি-ইলেকট্রিক মোশন;
কবিতা মানে-বোবা পঙক্তি ! নিরক্ষর অনুভূতি !
ইতি,
তোমার ইতিকথা ।
 
-       জিহান আল হামাদী
continue reading
Likes Comments
০ Shares

Comments (0)

  • - চারু মান্নান

    বেশ লাগল ,,

    • - আবদুল আহাদ তানভীর

      ধন্যবাদ।

জিহান আল হামাদী

১০ বছর আগে লিখেছেন

জানালায় চাতক

[  জানালায় চাতক ]
 

মেলা বসেছে! মেলা!
হরেক রঙা পাখির মেলা!
কোকিলকণ্ঠী সুর লাগছে কানে,
জোড়া শালিক প্রেমালাপে মসগুল।
এখানে ঝোপে ঝোপে শালিকের ঝাঁক।
চির বিরহিণী ময়না কাকে ডাকে এই অসময়ে?
নীলের পায়রা গুলোর অযথা ছোটাছুটি
অস্থিরতা বয়ে বেড়ায়, নীড়ে নীড়ে চিবুকের ঘ্রাণগ্রহণ।।
নীড়ের সাজে তুমিও তো ছিলে,
অস্থিতিশীল, বেওয়ারিশ আলাপনে।
এখানে অনেক পাখপাখালি
জড়সড় হয়ে আছে বসে, সবুজের মাঝে;
এক একটি গাছ যেন সুবিশাল অ্যাপার্টমেন্ট ।
ঠায় দাড়িয়ে তাদের সাজানো সংসার,
অফিসে যাওয়ার আগে টিয়ার ঠোঁট লাল করে গ্যাছে;
চড়ুই গুলো খাবারের খোঁজে আর
সিটি কর্পোরেশনের কাক গুলো সেই ভোর থেকে উধাও,
ওরা বাড়ি নেই ।
আমিও বাড়ি নেই, নিরুদ্দেশ তবু পাখা নেই ।
শালিকের দেশে তুমিও ছিলে,
আনমনে, নাগরিক নীলাচলে।
বেঁধে রাখো চিবুক ছোঁয়া মায়া ।
কলকাকলিতে আভরণশূন্যতা, ওতপ্রোত পতিয়াই;
হারাবো আমিও, মিশে একাকার প্রকৃতির প্রবোধে ।
তুমি যেন প্রপন্ন হৃদয়ে গাঁট বেঁধেছ ।
রক্তের চলাচলে, আশেকের হিমাচলে ।
পেখমের লাজে তুমিও যে ছিলে,
পরিবৃত, যাবজ্জীবন সহবাসে ।।
নিরল চোয়ালে আঁকা যে চন্দমা-
সেই তীব্র বেদনার চাতক আমি,
মরিয়া হবো বিবসনে, মহাপ্রস্থান মৌসুমে !

- জিহান আল হামাদী
continue reading
Likes Comments
০ Shares

Comments (4)

  • - সুমন আহমেদ

    ধন্য হব ধন্য
    রাজনীতিতে আসবে যেদিন
    মানুষ পরিচ্ছন্ন,
    দুর্নীতিতে কাড়বে না আর
    গরিবেরই অন্ন।

    রাজনীতিতে পরিচ্ছন্ন মানুষ আসুক, সে প্রত্যাশা সকলের। ছড়া ভাল লেগেছে।

    শুভ কামনা।

    • - মোহাম্মদ শেমভীল হোসেন

      আপনাকে অনেক ধন্যবাদ।

    - আলমগীর সরকার লিটন

    কবিতার ভাবনাটা বেশ-----

    • - মোহাম্মদ শেমভীল হোসেন

      আপনাকে ধন্যবাদ লিটন ভাই।
      ভাল থাকবেন সবসময়।

    - চারু মান্নান

     বাহ বেশ লাগল কবি,

    স্বপ্ন সব লুট হয়ে যায়,মাঘের কনকনে শীতে!!

    স্বপ্ন সব লুট হয়ে যায়,মাঘের কনকনে শীতে!!

    • - মোহাম্মদ শেমভীল হোসেন

      চারু ভাই, আপনার মন্তব্য আমাকে অনুপ্রানিত করবে।
      ভাল থাকবেন।

জিহান আল হামাদী

১০ বছর আগে লিখেছেন

সেভাবে ভালোবাসি না তোমাকে - পাবলো নেরুদা

 সেভাবে ভালোবাসি না তোমাকে 
- পাবলো নেরুদা
অনুবাদঃ জিহান আল হামাদী
 
 
সেভাবে ভালোবাসি না তোমাকে,
যেন তুমি ছিলে লোনা গোলাপ অথবা পোখরাজ
অথবা ছুটে আসা কোন কার্নেশানের তীর;
ভালোবাসি, ভালোবাসাময় নিঃসন্দেহের আঁধারের মত
গোপনে, ছায়া ও আত্মার মাঝামাঝি ।
সেভাবে ভালোবাসি, যেন ফুল হয়নি পুস্ফটিত
কিন্তু বয়ে নিয়ে চলেছে লুকায়িত ফুলের আলোক
তোমার নিশ্চিত ভালোবাসার সুষম সুরভীকে ধন্যবাদ,
যার জন্ম ধরণীতে, বসবাস আমার শরীরের নিরালোকে ।
তোমাকে ভালোবাসি না জেনে; কিভাবে, কখন অথবা কোথায়
ভালোবাসি সমান্তরাল, দুর্বোধ্যতা ও অহংকার ব্যতীত,
তাই তোমাকে ভালোবাসি কারণ
অন্য কোন পথ জানা নেই আমার ।
অপেক্ষা এর: যেখানে আমার অস্তিত্ব নেই, নেই তোমারও
খুব কাছে, যেন তোমার যে হাত আমার বুকে, তা আমারই হাত
খুব কাছে, যেন তোমার বন্ধ চোখে আমি ঘুমিয়ে যাই ।।
 
 
continue reading
Likes Comments
০ Shares

Comments (8)

  • - কে এম রাকিব

    গল্পের শুরুটা বেশ ভাল হয়েছে। কবিতা দেখেই পড়া শুরু করেছি। পাগলটার কর্মকান্ড দেখে মনে হয়েছে পাগলটা আসলে পাগল না। কিংবা বলা যায় 'জাতে মাতাল তালে ঠিক' টাইপ পাগল। গল্পের মাঝের অংশ (স্ত্রীর সাথে রাগ করে লিলির কাছে যাওয়া, মদ খাওয়া, সময় কাটানো, ঠোটে গালে লিপস্টিকের দাগ লাগা ইত্যাদি) বেশ গতানুগতিক।

    শেষে চমক দিয়েছেন। পাগল টা বিশ্বাসের সুযোগ নেয়। যদিও বলেছেন 'শয়তানের মত' সে হাসি দেয়। তবুও আমার কেন যেন পাগলটার জন্যও খারাপ লাগে। যার নাই, সে যারা আছে তাকে যে ঈর্ষা করে এটাই মূলত গল্পের সারাংশ বলে মনে হয়।

    ভাল লাগল 'জীবমন্দির'।
    শুভকামনা রইল রাজীব নূর খান।

    - চারু মান্নান

     বাহ বেশ লাগল,

    স্বপ্ন সব লুট হয়ে যায়,মাঘের কনকনে শীতে!!