Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

জিহান আল হামাদী

১০ বছর আগে লিখেছেন

বোবা পঙক্তি ! নিরক্ষর অনুভূতি !

[ বোবা পঙক্তি ! নিরক্ষর অনুভূতি ! ]

 

রাত,
তোমার বুকের কলঙ্ক ছুঁয়ে
নিষিদ্ধ হওয়া হয় না ।
ভুলে গ্যাছো রাত,
স্ট্রীট-ল্যাম্পের স্বাদ !
ভুলেছি আমি, বয়ঃসন্ধি অপরাধ !

রাত; প্রিয় সুখশূন্যতার রাত-
তোমার উন্নত-নিটোল ভ্রমরে
বেঁচে থাকা হয় না, ক্লান্তি শয্যাশয়ী;
অ্যামেচার যুগ বিদায় দিয়েছি-
স্লিপিং ট্যাবলেটে খুঁজে পাওয়া এক ভিন্ন রাত ।

রাত, আমার কষ্টখরার রাত-
আলিঙ্গনের নেশায় শরীর মিশিয়ে
নির্ঘুম থাকা হয় না ।
দুঃখ শুধাই না, মেঘের সাথে পরকীয়া দেখে;
এখন বুঝি, কষ্ট হরেক রকম ।
বালিশ আর পুর্নিমায় অশ্রু মোছা যায় না ।
টিনএজার সকাল পাড়ি দিয়ে
অ্যাডাল্ট সন্ধ্যায় হেঁটেছি,
ইমোশন মানে বুঝি-ইলেকট্রিক মোশন;
কবিতা মানে-বোবা পঙক্তি ! নিরক্ষর অনুভূতি !

ইতি,
তোমার ইতিকথা ।

 

-       জিহান আল হামাদী

Likes Comments
০ Share

Comments (0)

  • - চারু মান্নান

    বেশ লাগল ,,

    • - আবদুল আহাদ তানভীর

      ধন্যবাদ।