Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

জিহান আল হামাদী

১০ বছর আগে লিখেছেন

জানালায় চাতক

[  জানালায় চাতক ]

 


মেলা বসেছে! মেলা!
হরেক রঙা পাখির মেলা!
কোকিলকণ্ঠী সুর লাগছে কানে,
জোড়া শালিক প্রেমালাপে মসগুল।
এখানে ঝোপে ঝোপে শালিকের ঝাঁক।
চির বিরহিণী ময়না কাকে ডাকে এই অসময়ে?
নীলের পায়রা গুলোর অযথা ছোটাছুটি
অস্থিরতা বয়ে বেড়ায়, নীড়ে নীড়ে চিবুকের ঘ্রাণগ্রহণ।।

নীড়ের সাজে তুমিও তো ছিলে,
অস্থিতিশীল, বেওয়ারিশ আলাপনে।

এখানে অনেক পাখপাখালি
জড়সড় হয়ে আছে বসে, সবুজের মাঝে;
এক একটি গাছ যেন সুবিশাল অ্যাপার্টমেন্ট ।
ঠায় দাড়িয়ে তাদের সাজানো সংসার,
অফিসে যাওয়ার আগে টিয়ার ঠোঁট লাল করে গ্যাছে;
চড়ুই গুলো খাবারের খোঁজে আর
সিটি কর্পোরেশনের কাক গুলো সেই ভোর থেকে উধাও,
ওরা বাড়ি নেই ।
আমিও বাড়ি নেই, নিরুদ্দেশ তবু পাখা নেই ।

শালিকের দেশে তুমিও ছিলে,
আনমনে, নাগরিক নীলাচলে।

বেঁধে রাখো চিবুক ছোঁয়া মায়া ।
কলকাকলিতে আভরণশূন্যতা, ওতপ্রোত পতিয়াই;
হারাবো আমিও, মিশে একাকার প্রকৃতির প্রবোধে ।
তুমি যেন প্রপন্ন হৃদয়ে গাঁট বেঁধেছ ।
রক্তের চলাচলে, আশেকের হিমাচলে ।

পেখমের লাজে তুমিও যে ছিলে,
পরিবৃত, যাবজ্জীবন সহবাসে ।।

নিরল চোয়ালে আঁকা যে চন্দমা-
সেই তীব্র বেদনার চাতক আমি,
মরিয়া হবো বিবসনে, মহাপ্রস্থান মৌসুমে !


- জিহান আল হামাদী

Likes Comments
০ Share

Comments (4)

  • - সুমন আহমেদ

    ধন্য হব ধন্য
    রাজনীতিতে আসবে যেদিন
    মানুষ পরিচ্ছন্ন,
    দুর্নীতিতে কাড়বে না আর
    গরিবেরই অন্ন।

    রাজনীতিতে পরিচ্ছন্ন মানুষ আসুক, সে প্রত্যাশা সকলের। ছড়া ভাল লেগেছে।

    শুভ কামনা।

    • - মোহাম্মদ শেমভীল হোসেন

      আপনাকে অনেক ধন্যবাদ।

    - আলমগীর সরকার লিটন

    কবিতার ভাবনাটা বেশ-----

    • - মোহাম্মদ শেমভীল হোসেন

      আপনাকে ধন্যবাদ লিটন ভাই।
      ভাল থাকবেন সবসময়।

    - চারু মান্নান

     বাহ বেশ লাগল কবি,

    স্বপ্ন সব লুট হয়ে যায়,মাঘের কনকনে শীতে!!

    স্বপ্ন সব লুট হয়ে যায়,মাঘের কনকনে শীতে!!

    • - মোহাম্মদ শেমভীল হোসেন

      চারু ভাই, আপনার মন্তব্য আমাকে অনুপ্রানিত করবে।
      ভাল থাকবেন।