Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

লীলাবতী পরী

১০ বছর আগে লিখেছেন

রানুর চিঠি (প্রতিযোগিতা)

তারিখঃ ২২ শে সেপ্টেম্বর ১৯৭১
প্রিয়তম আমার
আমি ঠিক জানিনা এই চিঠি তোমার হাতে পৌছাবে কিনা। যতটা অনিশ্চিত হয়ে তোমাকে লিখছি তারে চেয়ে বেশী ভয় আর উতকণ্ঠা কাজ করছে। আজ কতদিন তোমাকে দেখিনা। জানিনা কবে দেখতে পারবো। তবোও অপেক্ষায় আছি একদিন তুমি ফিরে আসবেই।
সব শেষ খবর পেয়েছিলাম তোমার সাথে যুদ্ধে যাওয়া আর কেউ ফিরে আসেনি যাদের সবাই সমুখ যুদ্ধো শহীদ হয়েছে, তারা শহীদ হয়েছে পাকিস্থাণী বর্বরদের হাতে, তখন আমি তোমার আশা ছেড়েই দিয়েছিলাম। কিন্তু আমার মনে এইটুকু ভরসা ছিল তুমি তোমার সন্তানের জন্য দেশ শত্রু মুক্ত করতে গিয়েছো এবং তুমি তা করে তবে ফিরবে। আমি তো তোমাকে জানি তুমি তোমার সন্তানকে দেয়া কথা ফেলতে পারবেনা। আজ বারেক ভাইয়ের জানলাম তুমি বেচে আচো। তিনি আবার কাল ভোরের আলো ফুটে উঠার আগে চলে যাবেন।
এমন এক জায়গায় বসে লিখছি যেখানে হাজার হাজার মানুষের বাস। কেউ বলে শরনার্থী শিবির। এখানে সবাই সবাইকে কতনা আপন করে ধরে রেখেছে। হাজার যুবক বৃদ্ধ তাদের জীবন বাজী রেখে যুদ্ধে যাচ্ছে। আমি তাদের দেখি। ওরা যতবার জয় বাংলা বলে শ্লোগান দিয়ে উঠে, আমিও তাদের সাথে গলা মেলাই তত বারই আমার গর্ভের সন্তান হাত পা ছুড়া ছুড়ি করে। আমি স্পস্ট বুঝতে পারি সে আমার সাথে বজ্র মুষ্ঠী তোলে। পাঁচ মাস গত হয়েছে তোমাকে দেখিনা। অনেক মানুষ দেখি আর সেই মানুষের ভীড়ে আমি তোমাকেই খুজে ফিরি। কেউ কারো খবর নিয়ে এলেই ছুটে যাই তুমি কবে আসবে।
আর কয়েক মাসের মধ্যেই আমাদের সন্তান পৃথিবীর আলো দেখবে। তুমি বলেছিলে মেয়ে হবে। আমি বলেছিলাম ছেলে হবে। ইদানিং নিজের ভেতরে বড় সাড়া পাই। কেবলই মনে হয় আমি তোমার সুর্য... continue reading
Likes Comments
০ Shares

Comments (6)

  • - লুৎফুর রহমান পাশা

    কবিতারা আজকাল বড় বেয়ারা হয়ে গেছে।

    কবে যে ঘরে ফিরবে

    • - মোকসেদুল ইসলাম

      তা তো জানি ভাই।

    - আলমগীর সরকার লিটন

    সুন্দর

    • - মোকসেদুল ইসলাম

      ধন্যবাদ

    - বাংলার পাই বাপা

    খুব ভালো লাগলো। শুভ কামনা রইল।

    • - মোকসেদুল ইসলাম

      ধন্যবাদ

লীলাবতী পরী

১০ বছর আগে লিখেছেন

ইচ্ছা

জাগো জাগো কবি জাগো
ঘুমিও না আর।
কেঁদে রজনী পোহাই সজনী 
যেন রাত্রী হাজার।
তুমি ছাড়া কোমল প্রান
বাচে কি করে বল আর?
কবিতার নায়িকা হতে চাই না
হতে চাই কবির কাধের ঝুলি।
যাতে আজীবন সযত্নে থাকবে 
তোমার কবিতা গুলি।।
continue reading
Likes Comments
০ Shares

Comments (8)

  • - মাসুম বাদল

    চমৎকার লিখেছেন। খুব খুব ভাললাগা...

     

    অফুরন্ত শুভেচ্ছা 

    • - রোদের ছায়া

      অসংখ্য ধন্যবাদ আপনাকে ।

    - সেলিনা ইসলাম

    বেশ ভাল লাগল বিলাস বহুল কবিতা 

    • - রোদের ছায়া

      অসংখ্য ধন্যবাদ সেলিনা আপু। কেমন আছেন ?

    - কামাল উদ্দিন

     আমার পছন্দ ভ্রমণ বিলাস

    • - রোদের ছায়া

      আপনি যে ভ্রমন বিলাসি সেটা আপনার পোস্টগুলো  দেখেই বোঝা যায় । অনেক ধন্যবাদ সময় দেবার জন্য। 

       

    Load more comments...

লীলাবতী পরী

১০ বছর আগে লিখেছেন

চিঠিঃ প্রিয় বুবু আমার

প্রিয় বুবু আমার,
কেমন আছিস জানিনা। কাগজে বুকে কলমের আচড়ে আকা নকশী কাথার নকশা একে তোর সমীপে পাঠিয়ে দিলাম। উত্তরে জানিয়ে দিস তুই ভাল আছিস। সময়ের ব্যবধানে বদলে গেছে অনেক কিছুই। আমি আর আগের সেই পিচুটি নেই। বেড়ে গেছি অনেক। বেড়েছে মানুষের চলার গতি। তবে বাড়েনি পৃথিবীর আকার। সেই সাথে সময়। বাড়েনি সুর্যের আকার। চন্দ্র এখনো আগের মতই আছে। আর তুই আমার কাছে নেই, চলে গেছিস অতল তলের শহরে না ফেরার দেশে বুকের ভিতর এই তৃষ্ণা আর হাহাকার এত টুকু কমেনি বুকের ভিতর দিন দিন বট বৃক্ষের আকার ধারন করেই চলেছে। এই বেদনার ভার একার আমার, শুধুই আমার, এর রেশ কিংবা শেষ ছায়া টুকুও অনুভব করার সাধ্য কারো নেই।

চারিপাশে কেউ নেই। নিরব নিথর চারিধার। উপরে চকচকে কালো রাতের আকাশ। চন্দ্র সে কবে গতি সুত্রের কবলে হারিয়ে গেছে তার হিসেব কখনো রাখিনি এমনই এক রাতে তোর কাছে কাগজের বুকে কলমের কালিতে বেদনা ভরা বুকের উত্তাপের খাক টুকু লিখে যাচ্ছি তখন তুই আমার কাছে থেকে সময়ের ব্যবধানে যোজন যোজন দুরে। পৃথিবী যখন বদলেছে পাল্লা দিয়ে। যন্ত্র দানবেরা ছুটে গেছে গ্রহ থেকে গ্রহান্তরে। মানুষ খুজে পেয়েছে অতল তলের ঠিকানা। বিজ্ঞানের যাত্রায় মানুষ ধরে আনছে সাগর তলের রঙ্গীন মাছ থেকে শুরু করে তুলে আনছে পৃথিবীর পেটের ভেতরের যত অলংকার, বাদ যায়নি মানুষের শরীরের ক্ষুদ্রাতি ক্ষুদ্র কোষান্তরের ভেতরের লুকানো ভাইরাস কিংবা পরজীবি কোন জীবানু ঠিক তখনো বিধাতার অলীক ক্ষমতার অসীম নিদর্শনে মানুষ খুজে পায়নি তার মানবিকতা, মানবতা আর মানুষ হবার মুল মন্ত্র টুকু। নইলে পৃথিবী বিচরিত মানুষের প্রয়োজন থাকতো কিন্তু লোভ থাকতোনা। নিজেদের সচেতন দাবী করে অচেতনতায় কারো জীবন... continue reading
Likes Comments
০ Shares

Comments (6)

  • - রোদের ছায়া

    অসাধারণ জাস্ট অসাধারণ । বইমেলা নিয়ে এতো সুন্দর ছড়া আগে পড়েছি কিনা মনে পড়ছে না । অনেক শুভেচ্ছা । প্রিয়তে নিচ্ছি । 

    ( হ্নদ= হৃদ আর কেনে =কিনে  এমন হতে পারে)

    • - বালুচর

      ভাল লেগেছে জেনে ভাল লাগলো । জ্বী সংশোধন করেছি । কিন্তু ওখানে কিভাবে করতে হয় আমার জানা নেই । শুভেচ্ছা নিন ।

    - পিপীলিকা

    ছড়ায় ছড়ায় বইমেলার আমেজ ফুটাইয়া তুলছেন। বইয়ের কথাও কইছেন। ভালো লাগলো বালুচর ভাই। 

    • - বালুচর

      পিপীলিকা ভাই, মন্তব্য ভাল লাগলো ।

      শুভেচ্ছা সতত ।

    - মোঃসরোয়ার জাহান

    khub valo laglo

    • - বালুচর

      ধন্যবাদ আপনাকে ।

    Load more comments...

লীলাবতী পরী

১০ বছর আগে লিখেছেন

শিশুতোষ গল্পঃ ঝুনঝুনি ও ছাগলছানা

ছোট্ট বন্ধুরা আমি তোমাদের কে ঝুনঝুনি আর ছাগলছানার গল্প বলব। তোমরা মনোযোগ দিয়ে শুনবে।
এক ছিল ছোট্টমনি। তার নাম ঝুনঝুনি। তার মা বাবা তাকে খুব ভালবাসে। ঝুনঝুনিও তার মা-বাবাকে অনেক ভালবাসে। প্রতিদিন সকালে ঝুনঝুনি তার বাবার সাথে হাটতে বের হয়।
তখন শীতকাল। চারিদিকে কুয়াশা। কি শীত! যাকে বলে হাড় কাপানো শীত। একদিন ঝুনঝুনি শীতের জামাপরে তার বাবার সাথে হাটতে বের হলো| শীতের দিন তাই তার বন্ধুরা এখন আর সকালে মাঠে আসেনা। তার একটাও খেলার সাথী নেই। তাই ঝুনঝুনির মন ভীষন খারাপ। এরপর কি হলো জানো? হঠাৎ দেখেতে পেল একটি ছাগল ছানা| শীতে কেমন যেন কাবু হয়ে আছে। ঝুনঝুনির খুব মায়া হলো। আশে পাশে কাউকে না দেখতে পেয়ে দৌড়ে গেল ছাগল ছানাটির কাছে| 
ঝুনঝুনি : ছাগলছানা ছাগলছানা ও-ও ছাগলছানা। কথা বলছনা কেন??
এই বলে ছাগলছানার মাথায় হাত রাখল ঝুনঝুনি। মাথা নাড়ল ছাগলছানা।
- মেএএ
- ওমা তোমি কাদছ কেন? তোমার কি শীত লাগছে। তোমার কি শীতের কাপড় নেই??
ছাগলছানা মাথা নাড়ে। ঝুনঝুনি বুঝল ছাগলছানার শীত লাগছে। গলা জড়িয়ে আদর করতে লাগল।
এদিকে ঝুনঝুনিকে খুজতে লাগল তার বাবা। এসে দেখে সে ছাগল ছানা গলা জড়িয়ে আদর করছে। ঝুনঝুনি তার বাবাকে বলল বাবা,বাবা আমি ছাগলছানাটাকে বাসায় নিব। বাবা বললেন তা কি করে হয়?? ঝুনঝুনি বায়না ছাড়েনা। শেষে কি হলো জানো।
বাবা ঝুনঝুনির সাথে ছাগলছানাটিকেও বাসায় নিয়ে আসল। ঝুনঝুনি ছাগলছানাকে একটা মোটা কাপড় জড়িয়ে দিল। খাবার খেতে দিল আর অনেক আদর করল। ছাগলছানা আনন্দে তার ছোট্ট লেজ নাড়ে। ঝুনঝুনির খুশি যেন আর ধরেনা।
ঝুনঝুনি আর ছাগল ছানার সুখে দিন কাটতে লাগল | ঝুনঝুনি খেলার সাথী পেল ছাগলছানাটা অনেক আদর যত্ন পেতে লাগল।ঝুনঝুনি... continue reading
Likes Comments
০ Shares

Comments (8)

  • - ধ্রুব তারা

    কি সুন্দর আছিল

    • - সনাতন পাঠক

      জ্বী দাদা

    - সুখেন্দু বিশ্বাস

    এই মহা নায়িকার সুস্থতা কামনা করছি।

    তার অভিনীত ভালো লাগার একটি গান

     

     

    (কে তুমি আমারে ডাকো)

     

    • - সনাতন পাঠক

      ধন্যবাদ।

    - লুব্ধক রয়

    • - সনাতন পাঠক

    Load more comments...

লীলাবতী পরী

১০ বছর আগে লিখেছেন

লীলাবতীর রেসিপিঃ আজকের রান্নাঃ বিস্কুট

                     উপকরনঃ
১. ময়দা-২৫০ গ্রাম
২. চিনি-২০০ গ্রাম
৩. ডিম - ২ টা
৪. কালিজিরা - এক চিমটি
৫.লবন ও তেল পরিমান মত
প্রস্তুত প্রনালীঃ
১. ডিম ভাল করে ফেটিয়ে নিন।
২. চিনি, লবন, কালিজিরা এবং চার চামচ তেল ভাল করে গুলিয়ে নিন। লক্ষ্য রাখবেন চিনি যেন ভালভাবে গুলে যায়।
৩. এবার ময়দা ঢালুন। ভালকরে মাখিয়ে মন্ড তৈরী করুন।
৪. এবার ছাচে দিয়ে বিস্কুট তৈরী করুন। চাইলে হাতে আকৃতি দিতে পারেন,পছন্দমত নকশাও করতে পারেন।
৫. এবার গরম তেলে ভাজুন এবং খয়েরী রং হলে উঠিয়ে নিন। গরম পরিবেশন করুন। রেখে দিতে চাইলে এয়ার টাইট টিনে রাখুন। continue reading
Likes Comments
০ Shares

Comments (4)

  • - লুৎফুর রহমান পাশা

      ঘরে, বাহিরে, ট্রেনে, বাসে, চায়ের দোকানে

                                   প্রতিটি আড্ডার বন্ধু

                          কবিতার, গানের, সকালের, বিকেলের বন্ধু

    আমাদের বন্ধু মন্টু  আজ গুলিবিদ্ধ এক মায়ের সন্তান ।

     

    মন্টু আমাদের বন্ধু

    - আহমেদ ইশতিয়াক

    সত্যিই মন্টু আমাদের বন্ধু... আবার মনে হচ্ছে আমরা প্রত্যেকেই একেকজন মন্টু।

    চমৎকার একটা কবিতা পড়লাম ভাই। অনেক শুভেচ্ছা রইলো...

    - ঘাস ফুল

    কবিতার বিষয়বস্তু খুব ভালো লাগলো লিপু। এতো সুন্দর একটা প্লটের ওপর লিখেছেন, অথচ একটু গুছিয়ে লেখার অভাবে আর শব্দ চয়নে অবহেলার কারণে কবিতাটি অনেকটা সাদামাটা হয়ে গেছে। বিষয়বস্তুটা ঠিক রেখে আরও একটু গুছিয়ে নিলে, শব্দ চয়নে আরও একটু কারিশমা দেখালে আর পাশাপাশি কিছু উপমা বা রূপক ব্যবহার করলে এটা নির্ঘাত একটা দুর্দান্ত কবিতা হবে। বাকী সব ঠিক আছে। আর আমার কাছে ভালোও লেগেছে। ভালো থাকুন সতত। অবিরাম শুভেচ্ছা রইলো লিপু। 

    Load more comments...
Load more writings...