Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

লীলাবতী পরী

১০ বছর আগে লিখেছেন

শিশুতোষ গল্পঃ ঝুনঝুনি ও ছাগলছানা

ছোট্ট বন্ধুরা আমি তোমাদের কে ঝুনঝুনি আর ছাগলছানার গল্প বলব। তোমরা মনোযোগ দিয়ে শুনবে।
এক ছিল ছোট্টমনি। তার নাম ঝুনঝুনি। তার মা বাবা তাকে খুব ভালবাসে। ঝুনঝুনিও তার মা-বাবাকে অনেক ভালবাসে। প্রতিদিন সকালে ঝুনঝুনি তার বাবার সাথে হাটতে বের হয়।

তখন শীতকাল। চারিদিকে কুয়াশা। কি শীত! যাকে বলে হাড় কাপানো শীত। একদিন ঝুনঝুনি শীতের জামাপরে তার বাবার সাথে হাটতে বের হলো| শীতের দিন তাই তার বন্ধুরা এখন আর সকালে মাঠে আসেনা। তার একটাও খেলার সাথী নেই। তাই ঝুনঝুনির মন ভীষন খারাপ। এরপর কি হলো জানো? হঠাৎ দেখেতে পেল একটি ছাগল ছানা| শীতে কেমন যেন কাবু হয়ে আছে। ঝুনঝুনির খুব মায়া হলো। আশে পাশে কাউকে না দেখতে পেয়ে দৌড়ে গেল ছাগল ছানাটির কাছে| 

ঝুনঝুনি : ছাগলছানা ছাগলছানা ও-ও ছাগলছানা। কথা বলছনা কেন??
এই বলে ছাগলছানার মাথায় হাত রাখল ঝুনঝুনি। মাথা নাড়ল ছাগলছানা।
- মেএএ
- ওমা তোমি কাদছ কেন? তোমার কি শীত লাগছে। তোমার কি শীতের কাপড় নেই??
ছাগলছানা মাথা নাড়ে। ঝুনঝুনি বুঝল ছাগলছানার শীত লাগছে। গলা জড়িয়ে আদর করতে লাগল।

এদিকে ঝুনঝুনিকে খুজতে লাগল তার বাবা। এসে দেখে সে ছাগল ছানা গলা জড়িয়ে আদর করছে। ঝুনঝুনি তার বাবাকে বলল বাবা,বাবা আমি ছাগলছানাটাকে বাসায় নিব। বাবা বললেন তা কি করে হয়?? ঝুনঝুনি বায়না ছাড়েনা। শেষে কি হলো জানো।
বাবা ঝুনঝুনির সাথে ছাগলছানাটিকেও বাসায় নিয়ে আসল। ঝুনঝুনি ছাগলছানাকে একটা মোটা কাপড় জড়িয়ে দিল। খাবার খেতে দিল আর অনেক আদর করল। ছাগলছানা আনন্দে তার ছোট্ট লেজ নাড়ে। ঝুনঝুনির খুশি যেন আর ধরেনা।

ঝুনঝুনি আর ছাগল ছানার সুখে দিন কাটতে লাগল | ঝুনঝুনি খেলার সাথী পেল ছাগলছানাটা অনেক আদর যত্ন পেতে লাগল।ঝুনঝুনি বাসায় একা থাকা ভুলে গেছে | আর এদিকে ছাগলছানা দিনে দিনে অনেক বড় হল। একসময় ছাগলটা আরো দুটো ছাগলছানা জন্ম দিল। বাচ্চা দুটি আনন্দে লেজ নাড়ে আর দুধ খায়। ঝুনঝুনিরও আনন্দে দিন কাটাতে লাগল।
ছোট সোনামণিরা আমার গল্প শেষ| তোমাদের আরেকদিন নতুন একটা গল্প শোনাবো।

Likes Comments
০ Share

Comments (8)

  • - ধ্রুব তারা

    কি সুন্দর আছিল

    • - সনাতন পাঠক

      জ্বী দাদা

    - সুখেন্দু বিশ্বাস

    এই মহা নায়িকার সুস্থতা কামনা করছি।

    তার অভিনীত ভালো লাগার একটি গান

     

     

    (কে তুমি আমারে ডাকো)

     

    • - সনাতন পাঠক

      ধন্যবাদ।

    - লুব্ধক রয়

    • - সনাতন পাঠক

    Load more comments...