Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.
Travel Image

ভ্রমণের প্রয়োজনীয়তা



অনেকেই ভাবেন যে, ভ্রমণ মানে সময় নষ্ট। এর চেয়ে ঘরে আরাম করতেই বেশি পছন্দ করে থাকেন। কিন্তু এই ভ্রমণের গুরুত্বও কম নয়। আসুন জেনে নেই কেন আমরা ভ্রমণ করবঃ -মানসিক চাপ, বিষণ্নতা আর উদ্বিগ্নতা ঝেড়ে ফেলতে সাহায্য করবে।

-নতুন স্থান দেখা আর নতুন নতুন মানুষের সঙ্গে পরিচয় তৈরি হওয়া। যার ফলে জীবন নিয়ে আপনার বাড়তি আগ্রহ জন্মাবে।

-একাকী ভ্রমণের পথে অচেনা কোনো সঙ্গীর সঙ্গে অল্প স্বল্প আলোচনা সামাজিক দক্ষতা বাড়াতে সাহায্য করতে পারে।

-নতুন করে উদ্যম খুঁজে পাবেন, কাজে আগ্রহ জন্মাবে।

-নিজের ওপর আত্মবিশ্বাস বাড়াতে নিজের চিন্তাগুলোকে গুছিয়ে আনতে ভ্রমণ কাজে লাগতে পারে।

-ভ্রমণে গিয়ে কীভাবে সময় কাটাবেন তা নিয়ে ভাবতে ভাবতে আপনার মনে এক নতুন উদ্দেশ্য তৈরি হবে। নিজের এই লক্ষ্য পূরণ করার সাফল্য আপনাকে যে আত্মবিশ্বাস এনে দেবে তা আপনার অন্যান্য কাজের ওপরও ইতিবাচক প্রভাব ফেলবে।

-ভ্রমণ শেষে দেখবেন বিভিন্ন পরিস্থিতিতে মনের সঙ্গে মানিয়ে নেওয়ার প্রবণতা তৈরি হয়ে যাবে।

-ভ্রমণে আপনি যে বিষয়টি শিখবেন তা হচ্ছে ধৈর্য। আপনি খেয়াল করবেন ভ্রমণে বের হওয়ার পর থেকে আপনাকে বিভিন্ন সময় প্রয়োজন অনুযায়ী অপেক্ষায় থাকতে হচ্ছে। কখনও লাইনে দাঁড়িয়ে, কখনও বা প্লেনের জন্য আবার কখনও রেস্তোরাঁয় খাবারের জন্য অপেক্ষা। এই অপেক্ষায় থাকার বিষয়টি আপনার ধৈর্য আরও বাড়িয়ে তুলবে।

-আপনি বিভিন্ন পরিস্থিতিতে কীভাবে মাথা ঠান্ডা রেখে জীবনকে উপভোগ করবেন তা সহজেই শিখতে পারবেন।