Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.
Technology Image

ইবে’র নামকরনের ইতিহাস



জনপ্রিয় ই-কমার্স সাইট ইবে’র নামকরন নিয়ে অনেকের মনেই আছে প্রশ্ন। ‘ইবে’ বলতে আসলে কি বোঝায়? অনেকেই মনে করেন ইবে মানে ‘ইলেক্ট্রনিক বে’। কিন্তু সত্যিই কি তাই?

খ্যাতনামা নিউ ইয়র্ক ম্যাগাজিনে ইবে প্রতিষ্ঠাতা পিয়েরে অমিড্যারকে নিয়ে একটি প্রতিবেদন রয়েছে যেখানে এই বিষয়ে আছে বিস্তারিত তথ্য।

তিনি ebay.com ডোমেইনটি যখন কেনেন, তখন ওয়েবসাইটটি পরিপূর্ণ ছিল ইবোলা সম্পর্কিত নানা তথ্য দিয়েই। আর সেসময় ইবোলার মতো বড় কোন বিপর্যয় কিভাবে কাটিয়ে উঠতে হবে, এই বিষয়ে তিনি মোটামুটি অন্ধকারে ছিলেন।
আর তাই ‘ইবোলা’ শব্দের জন্যই ‘ebay’ নামটির প্রথমে ‘e’ ব্যবহার করেছিলেন তিনি। সাথে উপকূলীয় অঞ্চল বোঝাতে ‘bay’।

নিউ ইয়র্ক ম্যাগাজিনের প্রতিবেদক অ্যান্ড্রু রাইস তার প্রতিবেদনে উল্লেখ করেন, “১৯৯৫ সালে তার প্রথম প্রতিষ্ঠান জেনারেল ম্যাজিক যখন আর্থিক দুরবস্থায় নিমজ্জিত হয়, তখন তিনি একটি সাধারণ নিলাম সেবা চালু করেন এবং এর লিংক যুক্ত করেন তার ebay.com ওয়েবসাইটে। পরবর্তীতে তিনি একজন কোম্পানি প্রেসিডেন্ট নিয়োগ করেন যার প্রথম সিদ্ধান্তই ছিল ebay.com থেকে ইবোলা সম্পর্কিত কনটেন্ট অপসারণ করা। তবে অনেক ভিজিটর থাকায় এ নিয়ে কিছুটা আপত্তি তুলেছিলেন অমিড্যার।