Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.
Sports Image

ক্যারিয়ারের সবচেয়ে স্মরনীয় মুহূর্ত



১৩, ৫, ০, ৫ -শেষ চার ইনিংসে তার সংগ্রিহীত রান ! সে নিজেও জানে – দল হারুক অথবা জিতুক, সমর্থকরা তার ব্যাটে রান দেখতে না পেলে কতটা হতাশ হয়। যেদিন তার ব্যাট হাসে না সেদিন অনেকেই তখন বলে উঠে – “তামিম খেলা পারে না, তামিমের ধৈর্য নাই”

নিজের ১৫০ তম ওয়ানডে ম্যাচ, জিতলেই সিরিজ জয়, তার উপর নিজের চিরচেনা শহর চট্টগ্রামের সেই পরিচিত মুখগুলোর সামনে খেলতে নামা – স্বভাবতই মানসিক একটা চাপ মনের মধ্যে থাকবেই। এমনিতেই ঘরের মাঠ চট্টগ্রামে তামিম তেমন ভালো পারফর্মেন্স দর্শকদের উপহার দিতে পারে না – এমন একটা প্রবাদ অনেকদিন ধরেই চলে আসছে।

সেই তামিম ইকবাল, যে কিনা আমাদের দেশসেরা ওপেনার গতকালের ম্যাচে আস্থা এবং ধৈর্য এর সাথে ৭৭ বলে ৬১ রান অপরাজিত থেকে ম্যাচ শেষ করে মাঠ ছেড়েছেন। সেই সাথে নিজের ক্যারিয়ারে অর্জন করেছেন আরো একটি রেকর্ড – ওয়ানডেতে বাংলাদেশী ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বেশী হাফ সেঞ্চুরি এখন তামিমের দখলে (৩১টি)

সাউথ আফ্রিকার বিপক্ষে ১ম বারের মতো সিরিজ জয়, নিজ শহরে ১৫০ তম ম্যাচে ৫০+ রান করে অপরাজিত থাকা – তামিমের ব্যাটিং ক্যারিয়ারে এরচেয়ে স্মরনীয় মুহূর্ত আর কিবা হতে পারে।