Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.
Sports Image

অতিরিক্ত রান দিয়ে রেকর্ড গড়ল ইংল্যান্ড



ইংল্যান্ড ক্রিকেট দল লর্ডস টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে এক ইনিংসে ৬৭ রান অতিরিক্ত দিয়ে অনন্য রেকর্ড গড়েছেন। ইংল্যান্ড ক্রিকেট দল তাদের নিজের মাটিতে এক ইনিংসে সবচেয়ে অতিরিক্ত রান দিয়ে নতুন রেকর্ড তৈরি করেছে।

ইংল্যান্ড লর্ডস টেস্টে তাদের প্রথম ইনিংসে সবকয়টি উইকেট হারিয়ে ৩৮৯ রান করেন। জবাবে নিউজিল্যান্ড তাদের প্রথম ইনিংসে ৫২৩ রান তুলতে অলআউট হয়ে যায়। সফরকারী দলের ৩য় সর্বোচ্চ রানের স্কোর ছিল অতিরিক্ত রানের কল্যাণে। আর এই অতিরিক্ত রান দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় অবদান রাখেন ইংলিশ উইকেট রক্ষক জোস বার্টলার। বিপক্ষ দলের স্কোর বোর্ডে অতিরিক্ত ৬৭ রানের মধ্যে মূল্যবান ২৬টি রান যোগ করেন জোস বার্টলার।

এরআগে ইংল্যান্ডের মাটিতে সর্বাধিক অতিরিক্ত রান দেওয়ার রেকর্ডটি ছিল ওয়েস্ট ইন্ডিজের দখলে। ১৯৯৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে ম্যানচেষ্টারে ৬৪টি অতিরিক্ত রান দিয়েছিল ক্যারবীয়ান বোলাররা। ইংল্যান্ড এক ইনিংসে ৭৪ রান দিয়ে ইংলিশদের পক্ষে সর্বাধিক অতিরিক্ত রান দেওয়ার রেকর্ড গড়েন। ২০০৯ সালে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এক ইনিংসে রেকর্ড ৭৪ রান দিয়েছিলেন ব্রড, অ্যান্ডারসনরা।

টেস্ট ক্রিকেটে ইতিহাসে এক ইনিংসে সর্বাধিক অতিরিক্ত রান দেওয়ার রেকর্ড এখন পর্যন্ত নিজেদের করে রেখেছে ভারতীয় ক্রিকেট দল। ভারত পাকিস্তানের বিপক্ষে ২০০৭ সালে ব্যাঙ্গালুরুতে সবচেয়ে বেশি অতিরিক্ত খাতে ৭৬ রান দিয়ে রেকর্ড করেন, যা এখনও অটুট রয়েছে।