Sports Image

বন্ধুর বিদায়ে বন্ধুর বার্তামাহেলা জয়বর্ধন আর কুমার সাঙ্গাকারার বন্ধুত্ব ক্রিকেট বিশ্বে এক চমৎকার দৃষ্টান্ত। তাদের একসাথে মাঠে থাকা যেন পুরো শ্রীলঙ্কা দলের জন্য নির্ভার হয়ে থাকা। ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে মাহেলা আর সাঙ্গাকারা একসাথে একই দিনে টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছিলেন।

প্রিয় বন্ধুর ক্রিকেট থেকে বিদায়ে বন্ধুর জন্য এক ভিডিও বার্তা পাঠিয়েছে মাহেলা। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)র সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে এই ভিডিওবার্তা প্রকাশ করা হয়।

এই বার্তায় মাহেলা বলেন, ‘সাঙ্গাকারা এটা অনেক বড় যাত্রা আমাদের একসাথে। এটা আমাদের জন্য দারুণ সফর ছিল। যদিও তোমার শেষটা ভালো ছিলোনা কিন্তু তোমার রেকর্ড, তোমার অর্জনগুলোই মানুষ মনে রাখবে। আমি আমাদের সব ভালো ও খারাপ মুহূর্তগুলো অভাববোধ করি। আমরা একসাথে অনেক কিছু নিয়ে তর্ক করতাম। কে সফল হয়েছে কে হয়নি সেটা বড় কথা না আমাদের বন্ধুত্বই টিকে থাকবে সব সময়। তোমার সময়টা উপভোগ করো। ভালো থাকো।’