চাইনিজ খাবার তৈরিতে অপরিহার্য একটি উপাদান হচ্ছে কর্ণফ্লাওয়ার। শুধু চাইনিজ কেন, যে কোন খাবার মুচমুচে করতেও কর্ণফ্লাওয়ারের জুড়ি মেলা ভার। তবে শুধু কি খাবারেই লাগে এই বস্তু? না, বরং বেকিং সোডার মত এই কর্ণফ্লাওয়ারেরও আছে হরেক রকমের ব্যবহার। চলুন, আজ জেনে নিই রান্নাবান্না ছাড়াও কর্ণফ্লাওয়ার দিয়ে যা যা করতে পারেন আপনি।
১) কার্পেটে তেল বা গ্রীজের দাগ লেগেছে? কর্ণফ্লাওয়ার ছিটিয়ে নিন, তারপর রাখুন ৩০ মিনিট। ভ্যাকুয়াম ক্লিন করে নিন ভা ভেজা কাপড় দিয়ে মুছে নিন।
২) কর্ণফ্লাওয়ার ও পানির পেস্ট তৈরি করে রোদে পড়া ত্বকে লাগিয়ে দিন। জ্বালা পোড়া তো কমবেই, রোদে পোড়া ভাবও সেরে যাবে।
৩) পোকার কামড়ে খুব জ্বলুনি? এখানেও কাজে আসবে কর্ণফ্লাওয়ার ও পানির পেস্ট।
৪) জুতার বাজে গন্ধ দূর করতে কর্ণফ্লাওয়ার জুতার মাঝে ছিটিয়ে সাড়া রাত রাখুন, সকালে ঝেড়ে ফেলুন। গন্ধ গায়েব!
৫) কাপড়ে মাড় দেয়ার জন্য পানির সাথে কর্ণফ্লাওয়ার গুলিয়ে সেটা গরম করুন। আর একটু ঘন হলে ব্যবহার করুন মাড় হিসাবে।
৭) চামড়ার তৈরির যে কোন কিছু থেকে তেলের দাগ তুলতে কর্ণফ্লাওয়ার দারুণ কার্যকর। কর্ণফ্লাওয়ার দাগের ওপরে ছিটিয়ে সারারাত রাখুন, সকালে ভেজা কাপড় দিয়ে মুছে নিন।
৮) ঘামের গন্ধ দূর করার জন্য ডিওডোরেনট পাউডার ব্যবহার করেন? কর্ণফ্লাওয়ার নিন, এতে কয়েক ফোঁটা প্রিয় এসেনশিয়াল অয়েল মিশিয়ে দিন। ব্যস, তৈরি আপনার পাউডার।
৯) কাঠের আসবাব থেকে যে কোন দাগ তুলতে ও ঝকঝকে করে তুলতে সমান সমান পানি ও কর্ণফ্লাওয়ার মিশ্রণ দিয়ে মুছে নিন।
১০) মেঝে পরিষ্কার করার সময় কর্ণফ্লাওয়ার ছিটিয়ে দিন। তারপর মুছে নিন। ঝকঝকে হয়ে উঠবে।
১১) ডায়াপার পরে বাচ্চার নিতম্বে র্যাশ হয়েছে? কর্ণফ্লাওয়ার ও পানির মিশ্রণ বাচ্চার নিতম্বে লাগান কিংবা পানির সাথে কর্ণফ্লাওয়ার মিশিয়ে বাচ্চাকে কিছুক্ষণ বসিয়ে রাঝুন। র্যাশের জ্বলুনি কমবে ও সেরে যেতে সহায়তা করবে।
১২) বগল খুব ঘামে? কর্ণফ্লাওয়ার ছিটিয়ে পোশাক পড়ুন, ঘাম কম শুষে নেবে।
১৩) আপনার প্রিয় উইনডো ক্লিনারের মাঝে ১ চামচ কর্ণফ্লাওয়ার মিশিয়ে রাখুন। তারপর সেটা দিয়েই জানালা পরিষ্কার করুন। হয়ে উঠবে মনের মত ঝকঝকে।
১৪) রূপার তৈরি যে কোন জিনিস নতুনের মত করে তুলতে কর্ণফ্লাওয়ার ও পানির মিশ্রণের মাঝে ডুবিয়ে রাখুন। তারপর পরিষ্কার করে নিন।
১৫) ফ্রিজের মাঝে বাজে গন্ধ? বাটিতে করে একটুখানি কর্ণফ্লাওয়ার ফ্রিজে রেখে দিন।