Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.
Health Image

গমের রসে মুক্তি থ্যালাসেমিয়া



থ্যালাসেমিয়া থেকে মুক্তি মিলবে গমের রসে! ভারতীয় দৈনিকে কলকাতা২৪ এক খবরে জানিয়েছে, সাম্প্রতিক এক গবেষণায় এমনই তথ্য মিলেছে বলে দাবি করা হয়েছে।

ক্যনসার বিশেষজ্ঞরা জানিয়েছেন, গমের রসে শরীরে জমে থাকা অতিরিক্ত লোহা বেরিয়ে যায়। ফলে থ্যালাসেমিয়া আক্রান্তদের ঘন ঘন রক্ত বদলের প্রয়োজন পড়ে না। সাধারণত, থ্যালাসেমিয়ায় আক্রান্তদের নিয়মিত রক্ত বদলের প্রয়োজন৷ গমের রস সেক্ষেত্রে বিশেষ উপকারী বলে জানানো হয়েছে৷ ক্যানসার বিশেষজ্ঞ আশিস মুখোপাধ্যায় জানিয়েছেন, আটশো থ্যালাসেমিকের উপর গবেষণায় জানা গিয়েছে, গমের রস উপকারী৷ শরীরে রক্ত কমে যাওয়ার পাশাপাশি অন্যান্য উপসর্গ হিসেবে কিডনি, ফুসফুসেও অনেক বেশি হারে বেড়ে যেতে থাকে লোহার পরিমাণ৷

এই মাত্রা অত্যধিক হয়ে পড়লে, আক্রান্তের মৃত্যুর আশঙ্কাও এড়ানো যায় না৷ কিন্তু, জমে থাকা ওই লোহাকেই শরীর থেকে বের করে দেয় গমের রস৷ তার জন্য, বার বার রক্ত বদলেরও প্রয়োজন কমে যায়৷