Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.
Beauty Image

ছেলেদের চুলের যত্নে টিপস



*ভালো মানের শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহার করুন। তবে খেয়াল রাখবেন চুল ধোয়ার পরও যেন চুলে শ্যাম্পু কিংবা কন্ডিশনার লেগে না থাকে।

*বেশি বেশি ফলমূল, শাকসবজি ও পানি খান।

*চুলে আরামদায়ক কোনো কাট দিন।

*চুল শুকাতে হেয়ার ড্রায়ার ব্যবহার করবেন না।

*রোদে বের হলে অবশ্যই ছাতা কিংবা ক্যাপ ব্যবহার করুন।

*খুশকি ও চুল পড়া দূর করতে হেয়ার মাস্ক ব্যবহার করতে পারেন।

*সপ্তাহে একদিন- ১ টেবিল চামচ বাটা মেহেদির সঙ্গে ২ টেবিল চামচ টক দই মিশিয়ে চুলে লাগিয়ে ২০ মিনিট পর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন।

*সপ্তাহে দুইদিন- ১ টেবিল চামচ লেবুর রসের সঙ্গে ১ টেবিল চামচ মেথির গুঁড়া ও ১ টেবিল চামচ টক দই মিশিয়ে চুলে লাগিয়ে ১৫ থেকে ২০ মিনিট পর শ্যাম্পু করে ধুয়ে ফেলুন।

*সপ্তাহে একদিন- ডিমের সাদা অংশের সঙ্গে ১ টেবিল চামচ আমলকির রস ও ১ টেবিল চামচ মেহেদি বাটা মিশিয়ে চুলে লাগিয়ে ২৫ থেকে ৩০ মিনিট পর শ্যাম্পু করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন।