কিছুদিন আগেও নেইল আর্টের সাথে অনেকেই পরিচিত ছিলেন না। কিন্তু বর্তমানে এই নেইল আর্টের জনপ্রিয়তা দিনকে দিন বেড়েই চলেছে। এখন আর কেউই সোজা-শাপটা এক রঙের নেলপলিশে নখ রাঙাতে পছন্দ করেন না। নখে কিছু কারুকাজ না করা থাকলে যেনো নখের সৌন্দর্যই প্রকাশ পায় না। আর সে কারণেই অনেকে পার্লারে ছুটে যান বিভিন্ন ধরণের নেইল আর্ট করতে। কিন্তু পার্লারে গিয়ে এতো টাকা খরচ করে নেইল আর্ট করার প্রয়োজন নেই একেবারেই। বরং পার্লারে যাওয়ার সময়টুকু ব্যয় করে ঘরেই নিজের নখ নিজের মতো করে রাঙিয়ে নিতে পারেন খুব সহজেই। আর আপনার এই কাজটিকে সহজ করে দেয়ার জন্য আজ নিয়ে এলাম অপূর্ব সুন্দর দুটি নেইল আর্ট করার খুবই সহজ উপায়। চলুন তাহলে শিখে নেয়া যাক।
হাফ ফ্লাওয়ার নেইল আর্ট
যা যা লাগবে:
- দুটি কনট্রাস্ট রঙের নেইলপলিশ (এখানে সাদা কালো ব্যবহার করা হয়েছে)
- ১ টি টুথপিক
- ট্রান্সপারেন্ট নেইলপলিশ
পদ্ধতি:
- প্রথমে নখ পরিষ্কার করে নতুন করে সাদা রঙের প্রথম কোট নেইলপ্লিশ লাগান পুরো নখে।
- শুকিয়ে যাওয়ার আগেই কালো রঙের নেইল পলিশ দিয়ে নখের এক কর্নার হতে অর্ধেকটা জুড়ে আলতো করে ব্রাশ বুলিয়ে দুটি আধা গোল দাগ টানুন। একটি গাঢ় এবং একটি অপরক্তি কিছুটা হালকা করে দাগ টানবেন।
- এরপর শুকিয়ে যাওয়ার আগেই টুথপিক দিয়ে ছড়ানো অংশ থেকে টেনে এক অংশে ফুলের মতো করে টেনে ডিজাইন করে নিন ৫-৬ টি দাগ দিয়ে।
- টুথপিকটি কালো রঙের নেইলপলিশে ডুবিয়ে ফুলের পাপড়ি হয়ে আসা অংশের ঠিক উপরে ডট দিন।
- এবারে পুরোপুরি শুকিয়ে যেতে দিন এবং ভালো করে শুকিয়ে গেলে ট্রান্সপারেন্ট নেইনপলিশ দিয়ে কোট করে সিল করে দিন। ব্যস, হয়ে গেলো হাফ ফ্লাওয়ার নেইল আর্ট।
জিওমেট্রি অ্যাঙ্গেল নেইল আর্ট
যা যা লাগবে:
- নিজের পছন্দের ৩ টি নেইল পলিশ
- স্টিকার বা স্কচ টেপ
- একটি চিমটা
- ট্রান্সপারেন্ট নেইলপলিশ
পদ্ধতি:
- প্রথমে একটি স্টিকার বা স্কচ টেপ ৪৫ ডিগ্রী কোন করে কেটে নিন।
- এরপর প্রথমে নখে এক কোট নেইল পলিশ দিয়ে শুকোতে দিন। শুকিয়ে গেলে এর উপরে সাবধানে সত্যিকারটি নখে নিজের পছন্দ করে লাগিয়ে নিন।
- এরপর অপর দুটি নেইলপলিশ দিয়ে স্টিকার লাগানোর পর বিভক্ত হওয়া নখের দুই অংশ রাঙিয়ে নিন।
- তারপর চিমটা দিয়ে সাবধানে স্টিকারটি তুলে ফেলুন এবং ভালো করে শুকিয়ে যেতে দিন।
- শুকিয়ে গেলে ট্রান্সপারেন্ট নেইলপলিশ দিয়ে কোট করে সিল করে নিন।