Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

দেবী প্রসাদ দাশ

৮ বছর আগে লিখেছেন

তোমাকে

দু-এক ফোঁটা বৃষ্টি পড়লে-
তোমার কথা মনে পড়ে। 
ভেজা গাছের পাতার মত তখন আমি আত্মহারা,
ঝড়ো বাতাস,মেঘের সাথে উড়ে বেড়াই; 
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়ে-  তোমার চুলে মুক্তো ঝরাই।   
আবছা আল-অন্ধকারে
 হঠাৎ যেন শিউরে উঠে তোমার কথা মনে পড়ে। 
তখন আমার উপশিরায়,রক্তধারায় তোমারই স্রোত;
অমানিশায়, পাথর ঠুকে আলো জালাই- 
আমরা দুজন অবসরে। 
মধ্যরাতে চুপিসারে---
আধোঘুমে হঠাৎ ভীষণ তোমার কথা মনে পড়ে।
Devil continue reading
Likes Comments
০ Shares

Comments (0)

  • - আলমগীর সরকার লিটন

    সুন্দর লাগল মান্নান দা

    কিন্তু আপনার পদচারণ দেখা যায় না কেন ?

দেবী প্রসাদ দাশ

৯ বছর আগে লিখেছেন

অভিশাপ

সবাই হারিয়ে গেছে সাদা মেঘগুলো নিয়ে।
হলুদ চাদরে ঢাকা সবুজ গাছের দল-
নিয়ে এলো রংবদল; একই আকাশের নিচে
এখনও তো চারপাশ সাজানো আগের মত;
তবুও চাদের আলো ক্ষতবিক্ষত
শহরের অলিগলি, আনাচে কানাচে;
সাদা মেঘ চুরি করে সবাই পালিয়ে গেছে। আঙুলের ফাঁকে ছাইরং, পোড়া ঠোঁট তবু
চুমু আঁকে মাখন শরীরে।
যদিও বাঁচার নেশা ফুসফুস ছিঁড়ে
আগেই ফুরিয়ে গেছে বাতাসের ভিড়ে।
অন্ধকার আরও বেশি কালো মনে হয়-
পূর্ণিমার ঝলসানো আলোর মিছিলে;
পৃথিবীটা আজও হাঁটে একই রাস্তায়,
পাগলের মত সেও কাঁদে আর হাসে।
আকাশটা শুধু আজ বড়ই ফ্যাকাসে,
সাদা মেঘ চুরি করে-
সবাই হারিয়ে গেছে।DDevil
continue reading
Likes Comments
০ Shares

Comments (4)

  • - বিষ পিঁপড়ে / <u>তাইবুল ইসলাম</u>

    অনেক মনোযোগ দিয়ে পড়লাম 

    বেশ ভালো লেখা 

    - চারু মান্নান

    bishoi Kub jotil,,,,,,,,,,,,,,

দেবী প্রসাদ দাশ

৯ বছর আগে লিখেছেন

কেন দ্যাখা হলো

কেন দ্যাখা হলো তোমার আমার?
বেশতো একা ছিলাম নীরবে।
তুমি জানোনা তো আমি নেই আমার-
একদিন ঠিকই আমায় হারাবে।
আর আমার যন্ত্রণা, সেতো কাঁদতে জানেনা
এই চার দেয়ালে গুমরে শেষ হবে।

লক্ষ্যহীন আশার চাদরে, চাপা পড়ে থাকে কত খামখেয়াল-
শিশিরে ভিজে ওঠে রাত, লাগাম টেনে ধরে সেই চার দেয়াল।
বিস্ফোড়নের মতো, ভালবাসা যত-
অন্ধকারে হারিয়ে যায় এভাবে !
তবু আমার ইচ্ছেরা, বাঁধ ভাঙতে জানেনা
যেন পাথর হয়ে রয়ে গ্যাছে শৈশবে।

অবিরাম মোহের রংমশাল, আগুন জ্বেলে রাখে আমার দু চোখে-
ক্লান্ত মন থমকে দাড়ায়, ভুলতে পারিনা যে আমি তোমাকে।
গোলকধাঁধায় ঢাকা, আমার সীমারেখা-
তোমায় নিয়ে হারিয়ে যায় এভাবে !
তবু আমার ইচ্ছেরা, বাঁধ ভাঙতে জানেনা
যেন পাথর হয়ে রয়ে গ্যাছে শৈশবে।DDevil continue reading
Likes Comments
০ Shares

দেবী প্রসাদ দাশ

৯ বছর আগে লিখেছেন

দ্বিখণ্ডিত অমানুষ

আমার একটা চোখ তোমায় দ্যাখে
আর অন্য চোখে বিষ মাখে।
আমার এক শরীর তোমার ছোঁয়ায়
অন্য শরীর পুড়ছে ধোঁয়ায়-----
আমার রাস্তা চোরাগলি, সব এলোমেলো জাল-
আমি দিবাস্বপ্নে বিভোর, আমার সবসময় অকাল।
আমার একহাত টানছ তুমি স্বপ্নের সীমানায়,
আর অন্য হাতে জীবন, ধ্বংসের অপেক্ষায়।

তোমার চোখেই আকাশ,আকাশ আমার নেই;
আমি অন্ধকারের মানুষ,থাকি অন্ধকার ঘরেই---
আমার চোখে শহর ঝাপসা, বুকে ঘামের বৃষ্টি-
আমি নিথর তোমায় পেলে, নইলে অনাসৃষ্টি।

আমার পায়ের নিচে মাটি নেই, গলানো ইস্পাত-
কেবল তুমি ছাড়া সবাই দিচ্ছে অপবাদ---
আমার সমাজ বলছে ভ্রষ্ট, জলজ্যান্ত অমানুষ-
তাই ঘুমিয়ে চলছে জীবন, কেন ফেরাও আবার হুস? continue reading
Likes Comments
০ Shares

Comments (7)

  • - জাকিয়া জেসমিন যূথী

    খুব ভালো লিখেছেন। 

    ঈদের শুভেচ্ছা রইলো। পরিবার পরিজন নিয়ে সুন্দর ঈদ কাটুক। 

    • - শাহ আলম বাদশা

      ধন্যবাদ ভাল্লাগায়। ঈদে ডাকলেন না? আমার বাসদায় দাওয়াত থাকলো 

    - বাপ্পী আহমেদ

    ালো লাগলো লেখাটা। অনেক কিছু শিখলাম।

    • - শাহ আলম বাদশা

      অনেক ধন্যবাদ 

    - মাইদুল আলম সিদ্দিকী

    ঈদ মোবারক। ভালো লিখেছেন শ্রদ্ধাভাজন

দেবী প্রসাদ দাশ

৯ বছর আগে লিখেছেন

কোন নাম নেই

ক্লাস Eight এ বৃত্তি পরীক্ষার আগে ছড়া দুটো লিখেছিলাম। সবাই Final পরীক্ষা দিয়ে তখন ছুটি কাটাচ্ছে। আর আমাকে জোর করে পড়ানো হচ্ছে। এখন আবার সেই একই অবস্থা...
''কেমন পড়া??''
**************************
সাজেশন আর প্রশ্নে মোড়া
জুনিয়রের বৃত্তি গাইড।
স্যার বলে'' ওই বিটলে ছোঁড়া-
পড় নইলে দেব টাইট !''
তাইতো আহার নিদ্রা ভুলে,
পড়ছি বসে দিবা নাইট।
একবার বাড়ি, আর স্কুলে-
করছি যমের সাথে ফাইট।
বাঁদরামি সব বাতিল হল,
শুধু পড়া পড়া খেলা??
রাগে দুঃখে এই ছড়াটা,
লিখে দিলাম সন্ধেবেলা।

''বলীর পাঁঠা''
*****************************
বাপ যদিবা ছাড়ে,
তবু মায়ের কাছে পাইনে ছাড়া।
ইট চাপিয়ে ঘাড়ে-
স্যার কানটি ধরে দিচ্ছে মোড়া??
বলছে ছুঁচো, পাজি,
ওরে বজ্জাতের গুরু হাড় মিটমিটে???
চামড়া তুলে আজি
তোর ডুগডুগি বাজাবো পিঠে??
হাড়িকাঠ আর খড়গো,
মধ্যে আমি ছাত্র বলীর পাঁঠা??
মুঠোয় আনতে স্বর্গ !
আমায় শীল- নোড়াতে হচ্ছে বাটা। continue reading
Likes Comments
০ Shares

Comments (0)

  • - আলমগীর সরকার লিটন

    বর্ষার গান বেশ লাগল

Load more writings...