Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

দেবী প্রসাদ দাশ

৯ বছর আগে লিখেছেন

দ্বিখণ্ডিত অমানুষ

আমার একটা চোখ তোমায় দ্যাখে
আর অন্য চোখে বিষ মাখে।
আমার এক শরীর তোমার ছোঁয়ায়
অন্য শরীর পুড়ছে ধোঁয়ায়-----
আমার রাস্তা চোরাগলি, সব এলোমেলো জাল-
আমি দিবাস্বপ্নে বিভোর, আমার সবসময় অকাল।
আমার একহাত টানছ তুমি স্বপ্নের সীমানায়,
আর অন্য হাতে জীবন, ধ্বংসের অপেক্ষায়।

তোমার চোখেই আকাশ,আকাশ আমার নেই;
আমি অন্ধকারের মানুষ,থাকি অন্ধকার ঘরেই---
আমার চোখে শহর ঝাপসা, বুকে ঘামের বৃষ্টি-
আমি নিথর তোমায় পেলে, নইলে অনাসৃষ্টি।

আমার পায়ের নিচে মাটি নেই, গলানো ইস্পাত-
কেবল তুমি ছাড়া সবাই দিচ্ছে অপবাদ---
আমার সমাজ বলছে ভ্রষ্ট, জলজ্যান্ত অমানুষ-
তাই ঘুমিয়ে চলছে জীবন, কেন ফেরাও আবার হুস?
Likes Comments
০ Share

Comments (7)

  • - জাকিয়া জেসমিন যূথী

    খুব ভালো লিখেছেন। 

    ঈদের শুভেচ্ছা রইলো। পরিবার পরিজন নিয়ে সুন্দর ঈদ কাটুক। 

    • - শাহ আলম বাদশা

      ধন্যবাদ ভাল্লাগায়। ঈদে ডাকলেন না? আমার বাসদায় দাওয়াত থাকলো 

    - বাপ্পী আহমেদ

    ালো লাগলো লেখাটা। অনেক কিছু শিখলাম।

    • - শাহ আলম বাদশা

      অনেক ধন্যবাদ 

    - মাইদুল আলম সিদ্দিকী

    ঈদ মোবারক। ভালো লিখেছেন শ্রদ্ধাভাজন