Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

দেবী প্রসাদ দাশ

৯ বছর আগে লিখেছেন

কোন নাম নেই

ক্লাস Eight এ বৃত্তি পরীক্ষার আগে ছড়া দুটো লিখেছিলাম। সবাই Final পরীক্ষা দিয়ে তখন ছুটি কাটাচ্ছে। আর আমাকে জোর করে পড়ানো হচ্ছে। এখন আবার সেই একই অবস্থা...
''কেমন পড়া??''
**************************
সাজেশন আর প্রশ্নে মোড়া
জুনিয়রের বৃত্তি গাইড।
স্যার বলে'' ওই বিটলে ছোঁড়া-
পড় নইলে দেব টাইট !''
তাইতো আহার নিদ্রা ভুলে,
পড়ছি বসে দিবা নাইট।
একবার বাড়ি, আর স্কুলে-
করছি যমের সাথে ফাইট।
বাঁদরামি সব বাতিল হল,
শুধু পড়া পড়া খেলা??
রাগে দুঃখে এই ছড়াটা,
লিখে দিলাম সন্ধেবেলা।

''বলীর পাঁঠা''
*****************************
বাপ যদিবা ছাড়ে,
তবু মায়ের কাছে পাইনে ছাড়া।
ইট চাপিয়ে ঘাড়ে-
স্যার কানটি ধরে দিচ্ছে মোড়া??
বলছে ছুঁচো, পাজি,
ওরে বজ্জাতের গুরু হাড় মিটমিটে???
চামড়া তুলে আজি
তোর ডুগডুগি বাজাবো পিঠে??
হাড়িকাঠ আর খড়গো,
মধ্যে আমি ছাত্র বলীর পাঁঠা??
মুঠোয় আনতে স্বর্গ !
আমায় শীল- নোড়াতে হচ্ছে বাটা।
Likes Comments
০ Share

Comments (0)

  • - আলমগীর সরকার লিটন

    বর্ষার গান বেশ লাগল