Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

পুলক বিশ্বাস

৯ বছর আগে লিখেছেন

শেষ বিকেলে


শেষ বিকেলে

ভিনরঙের সাঁঝবিকেলগুলো ভাসিয়ে দিয়েছি স্রোতের অনুকূলে
এতো অপেক্ষার পর টুকরো ঢেউয়ের আবাদ ফেলে
আর্দ্র স্তব্ধতা কিনে রেখেছি জলের দামে
কাঁটাবনে রেখে আলতো শাড়ির মৃদুশ্বাস 
কোনো চাতুরী মেনে না নিয়ে বিপদের গান মেখেছি গলায়
সৌরভের তাপ মুছেছি বিপ্রতীপ কানকথার ভিড়ে মুখ লুকিয়ে
আনমনে কেঁপে উঠেছি আলিঙ্গনের ঘোরে
এক গলা রোদ্দুরে দিবসের ভেতরকার রাতে করেছি চিৎকার
কালো মেঘেদের সাথে-ক্রন্দসী বলয়ে
অতঃপর রজনীগন্ধার বাতাসে ছড়িয়েছি চ্যাঁচামেচির গান
তথাপি সময়, রং ও জলের সমূহ ঢেউ ভোগ করে
ফিরে আসতে পারেনি পথ ছেড়ে দেয়া কুসুমিত আবেগ
বিশ্বাসের সরলরখায় যাপিত কুহকদেয়াল ভেঙে
যুগান্তরের পূজো কি তবে আপেক্ষিক ছিল, নাকি কোনো
ফ্র্যাঙ্কেনস্টাইনের সৃষ্টি অথবা নক্ষত্রখচিত কালপুরুষ সমীপে
কোজাগরী জ্যেৎস্নার মতো না বলা রাতগল্পগুলোর গলে যাওয়া দ্যাখে
আশ্চর্যের ভেতর ডুকরে ওঠা রক্তের প্রকোষ্ট
শেষ বিকেলে তোমাকেই দায়ী করে...
continue reading
Likes ১০ Comments
০ Shares

পুলক বিশ্বাস

৯ বছর আগে লিখেছেন

নদীর মোহনায়

নদী আমাকে তাড়িত করেছিল তোমার জন্যে
আবেগের প্রহসনে বৈষ্ণবীমনা আমি সমর্পিত হতে
চেয়েছিলাম তোমার অস্তিত্বের সাথে;
তুমি মোহনা থেকে অথৈ সাগরপানে হাল ঘুরিয়ে দিলে!
তোমার ঠোঁটের রাঙাছাপ দেয়া রুমাল হাতে
অনেক জল, ডুবো, আকাশযানের দৃষ্টি আকর্ষণে ব্যর্থ হয়ে
হারিয়ে গেলাম গভীর দীর্ঘশ্বাসে, দেখলাম
অতিকায় সমুদ্রের ভিতর অন্য এক সমুদ্র-
কষ্টের অতল পরমাণু চুল্লি!
 
আকণ্ঠ আঁচল পেতে স্বপ্ননয়ন মেলে এ বিমূর্তকায়া
তথাপি খোঁজে তোমায় দুর্বার লোনা জলে-
মৎস্যকন্যাদের মাঝে
অথবা কখনও মনের ভুলে দূর্বাঘাসের শীষে স্থিত
হিমশীতল কুয়াশার ঢুলুঢুলু অস্তিত্বে
যেমনটি খোঁজে সবাই প্রবর নক্ষত্রের ফোঁটা-
নির্ঝরের গানে, অমল জোছনায়
জেনে কিংবা কদাচিৎ না জেনে।
 
অস্পষ্ট ছায়া ছাড়া না পাওয়া অনেক অতৃপ্তির ভিড়ে
ঝড়োবেগে এসে হিংসার কালিমা লেপনে
কালো নিঃসঙ্গতা বইয়ে দিলে স্নায়ুবাহিকায়
 
শীর্ণ বিকেলে এটাও বা কম প্রাপ্তি কিসে!
continue reading
Likes Comments
০ Shares

পুলক বিশ্বাস

৯ বছর আগে লিখেছেন

স্বপ্নহীন শেখড়

 
অধঃপতনের স্রোত থেকে ফিরতে বলেছিলে
তাই অতিশয় ঠান্ডা জলাশয়ের চাদর ভেদ করে
গোপন অভিলাষে ডুব দিয়েছিলাম ত্রিবেণী-সংগমে
শ্বেতপদ্মের মূলরোম অব্দি
ততক্ষণে দিগন্তরেখা টেনে নিলে সিঁথিব্যাপি!
 
চপল আলোকময় যৌবন-প্লাবন
সরিয়ে দিলো তোমার আব্রুঢাকা আঁচল
স্বচ্ছ মাতাল স্রোতের গহনে
ছিঁড়ে খাবলে খেতে জ্যোৎস্নার লাবণ্য
আমি রয়ে গেলাম
সব কাল্পনিক সুখী মানুষের অসংযত ভিড়ে-
যারা আকাশ ছুঁয়ে ফেলে
মৃত্তিকার স্তনাগ্র চুমিয়ে দেয় মূহুর্তে
কোমল যুগলসন্ধিতে আত্মহারা
হয় শ্বেতপদ্মের খোঁজে!
 
নিমেষে ঋতুবদল করে তুমি জিতে গেলে;
অথচ আমি স্বপ্নহীন শেখড় থেকে
নিজেকে অতিক্রম করতে পারিনি!
continue reading
Likes Comments
০ Shares

Comments (5)

  • - রব্বানী চৌধুরী

    শেয়ার করার জন্য ধন্যবাদ,  শুভেচ্ছা জানবেন ভালো থাকবেন। আপানার ঈদ হোক আনান্দের ও সুুখের। ঈদ মোবারক।

পুলক বিশ্বাস

৯ বছর আগে লিখেছেন

কেবল ছুঁতে চাই তোমায়

অগোচরে ছুঁতে চেয়েছিলাম, হেঁয়ালি ঢঙে এড়িয়ে গেলে
বলেছিলে শুধু, কেমন আছো..?
এবার আমি এড়িয়ে গেলাম উত্তর
জিজ্ঞেসিলে, হিংসে হচ্ছে বুঝি খুব..?
অবসন্ন বিকেলে তথাপি আমি নিশ্চুপ!
 
অবাধ্য ওড়না আর  
বাতাস কেবল তোমাকে ছুঁয়ে ছুঁয়ে যায়
বলেছিলে, আছে কি তোমার রঙধনুর মতো দিগন্ত প্রসারী ডানা
ছোঁবে আমায় নিশিদিন?
শুনে আমি স্তম্ভিত-ভাবলেশহীন!
 
ঝরছে পাপড়ি, মেঘমালাও দলছুট   
আবিরমাখা লাবণ্যে খেলা করে রুপোলি রোদ্দুর
শূন্যের রেলিং ধরে ছোটাছুটি করে গৃহত্যাগী নির্ঝর  
তবু কিছুতেই পারি না
ছুঁতে, কুসুমিত অনামিকা মেহেদিবর্ণা!
 
শুনছো, আমার সবটুকু দিয়ে তোমাকে ছুঁতে চাই
শুকনো পাতার ধ্রুপদী ছন্দে-
বালিকা জোছনাগুলোর পাগলামো স্পর্শে
আহ্লাদী আচরণে                                                        
পাগল আমি। বিচঞ্চল স্নায়ুব্যাপি বিন্দু বিন্দু শিহরন!
 
ডুবোজলে আড়াল হয় মিহির, ধীরে...
এতোটাই ভালো আছি আমি, স্বপ্নচারীদের ভিড়ে!
continue reading
Likes Comments
০ Shares

Comments (0)

  • - সুলতানা সাদিয়া

    আর কয় পর্ব আছে তাহমিদ ভাই? কাল অফিসে গিয়ে আগের পর্বগুলো প্রিন্ট দিবো। ঈদের ছুটিতে পড়ার চেষ্টা থাকবে। তারপর বিস্তারিত মন্তব্য করবো।

পুলক বিশ্বাস

৯ বছর আগে লিখেছেন

স্বপ্নের স্বীকৃতি

এক থালা রঙিন আলো নিয়ে
বিকেল ঝুলে পড়েছে বাসন্তী রঙের গোধূলির দিকে
সোনালু ফুলের এলোদোল ঝুলন্ত বিকেলকে টেনে নিয়ে যায়
রাত্রির গহন প্রজাপতি বনে, অক্লেশে।
অকস্মাৎ রক্তজবার শিশিরভেজা পাপড়ি
তোমার দুই চোখের ভ্রুরেখার মধ্যিখানে সেঁটে গেলো
কাকতালীয়ভাবে, সিঁদুরের মতো
আর নয় মুহূর্তকাল অপেক্ষা, পৃথিবীর একমাত্র উপগ্রহ
তোমার বিম্বিত আদল নিয়ে মূর্ছা যায় ছায়াপথের ম্যানহোলে।
অতঃপর সূর্য চোখ খুলে আছে রোদে অবাক বিস্ময়ে
ছটফটানো প্রতিধ্বনি চারিদিক, অনির্ণেয় মহাকাশে
দিঘল ট্রাফিকজ্যাম
মিছিলের পিঠে তারাদের মিছিল
কান পাতলে শোনা যায় নক্ষত্রের বাঁধভাঙ্গা স্লোগান।
এত্তোসব অঘটনের অপার্থিব প্রান্তরে মহাকালের বিরূপ চেঁচামেচি
রক্তনহর বয়ে যায় দূরগামী বায়ুস্তরে
তথাপি নির্বাসিত জোছনার মতো অনেকগুলো অসফল সিদ্ধান্তের ভিড়ে
আমার সমস্তের মধ্যে তোমাকেই চাই
চাই কেবল স্বপ্নের স্বীকৃতি।
---------------
(সকল সুহৃদকে শুভ বিজয়া ও ঈদ মোবারক। নক্ষত্র ব্লগে আমার প্রথম লেখা। অনেক অভিজ্ঞদের ভিড়ে এই অনাহুত সবাইকে পাশে চাই)।
continue reading
Likes Comments
০ Shares