Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

পুলক বিশ্বাস

৯ বছর আগে লিখেছেন

স্বপ্নের স্বীকৃতি

এক থালা রঙিন আলো নিয়ে
বিকেল ঝুলে পড়েছে বাসন্তী রঙের গোধূলির দিকে
সোনালু ফুলের এলোদোল ঝুলন্ত বিকেলকে টেনে নিয়ে যায়
রাত্রির গহন প্রজাপতি বনে, অক্লেশে।

অকস্মাৎ রক্তজবার শিশিরভেজা পাপড়ি
তোমার দুই চোখের ভ্রুরেখার মধ্যিখানে সেঁটে গেলো
কাকতালীয়ভাবে, সিঁদুরের মতো
আর নয় মুহূর্তকাল অপেক্ষা, পৃথিবীর একমাত্র উপগ্রহ
তোমার বিম্বিত আদল নিয়ে মূর্ছা যায় ছায়াপথের ম্যানহোলে।

অতঃপর সূর্য চোখ খুলে আছে রোদে অবাক বিস্ময়ে
ছটফটানো প্রতিধ্বনি চারিদিক, অনির্ণেয় মহাকাশে
দিঘল ট্রাফিকজ্যাম
মিছিলের পিঠে তারাদের মিছিল
কান পাতলে শোনা যায় নক্ষত্রের বাঁধভাঙ্গা স্লোগান।

এত্তোসব অঘটনের অপার্থিব প্রান্তরে মহাকালের বিরূপ চেঁচামেচি
রক্তনহর বয়ে যায় দূরগামী বায়ুস্তরে
তথাপি নির্বাসিত জোছনার মতো অনেকগুলো অসফল সিদ্ধান্তের ভিড়ে
আমার সমস্তের মধ্যে তোমাকেই চাই
চাই কেবল স্বপ্নের স্বীকৃতি।
---------------

(সকল সুহৃদকে শুভ বিজয়া ও ঈদ মোবারক। নক্ষত্র ব্লগে আমার প্রথম লেখা। অনেক অভিজ্ঞদের ভিড়ে এই অনাহুত সবাইকে পাশে চাই)।

Likes Comments
০ Share