Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

পুলক বিশ্বাস

৯ বছর আগে লিখেছেন

স্বপ্নহীন শেখড়

 

অধঃপতনের স্রোত থেকে ফিরতে বলেছিলে

তাই অতিশয় ঠান্ডা জলাশয়ের চাদর ভেদ করে

গোপন অভিলাষে ডুব দিয়েছিলাম ত্রিবেণী-সংগমে

শ্বেতপদ্মের মূলরোম অব্দি

ততক্ষণে দিগন্তরেখা টেনে নিলে সিঁথিব্যাপি!

 

চপল আলোকময় যৌবন-প্লাবন

সরিয়ে দিলো তোমার আব্রুঢাকা আঁচল

স্বচ্ছ মাতাল স্রোতের গহনে

ছিঁড়ে খাবলে খেতে জ্যোৎস্নার লাবণ্য

আমি রয়ে গেলাম

সব কাল্পনিক সুখী মানুষের অসংযত ভিড়ে-

যারা আকাশ ছুঁয়ে ফেলে

মৃত্তিকার স্তনাগ্র চুমিয়ে দেয় মূহুর্তে

কোমল যুগলসন্ধিতে আত্মহারা

হয় শ্বেতপদ্মের খোঁজে!

 

নিমেষে ঋতুবদল করে তুমি জিতে গেলে;

অথচ আমি স্বপ্নহীন শেখড় থেকে

নিজেকে অতিক্রম করতে পারিনি!

Likes Comments
০ Share

Comments (5)

  • - রব্বানী চৌধুরী

    শেয়ার করার জন্য ধন্যবাদ,  শুভেচ্ছা জানবেন ভালো থাকবেন। আপানার ঈদ হোক আনান্দের ও সুুখের। ঈদ মোবারক।