Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

পুলক বিশ্বাস

৯ বছর আগে লিখেছেন

নদীর মোহনায়

নদী আমাকে তাড়িত করেছিল তোমার জন্যে

আবেগের প্রহসনে বৈষ্ণবীমনা আমি সমর্পিত হতে

চেয়েছিলাম তোমার অস্তিত্বের সাথে;

তুমি মোহনা থেকে অথৈ সাগরপানে হাল ঘুরিয়ে দিলে!

তোমার ঠোঁটের রাঙাছাপ দেয়া রুমাল হাতে

অনেক জল, ডুবো, আকাশযানের দৃষ্টি আকর্ষণে ব্যর্থ হয়ে

হারিয়ে গেলাম গভীর দীর্ঘশ্বাসে, দেখলাম

অতিকায় সমুদ্রের ভিতর অন্য এক সমুদ্র-

কষ্টের অতল পরমাণু চুল্লি!

 

আকণ্ঠ আঁচল পেতে স্বপ্ননয়ন মেলে এ বিমূর্তকায়া

তথাপি খোঁজে তোমায় দুর্বার লোনা জলে-

মৎস্যকন্যাদের মাঝে

অথবা কখনও মনের ভুলে দূর্বাঘাসের শীষে স্থিত

হিমশীতল কুয়াশার ঢুলুঢুলু অস্তিত্বে

যেমনটি খোঁজে সবাই প্রবর নক্ষত্রের ফোঁটা-

নির্ঝরের গানে, অমল জোছনায়

জেনে কিংবা কদাচিৎ না জেনে।

 

অস্পষ্ট ছায়া ছাড়া না পাওয়া অনেক অতৃপ্তির ভিড়ে

ঝড়োবেগে এসে হিংসার কালিমা লেপনে

কালো নিঃসঙ্গতা বইয়ে দিলে স্নায়ুবাহিকায়

 

শীর্ণ বিকেলে এটাও বা কম প্রাপ্তি কিসে!

Likes Comments
০ Share