Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

ইকরাম হোছাইন জারিফ

১০ বছর আগে লিখেছেন

শেষ রাতের চিঠি

১।
ইদানিং সকালটা কড়া রোদে জ্বলজ্বল করে,সকালের রোদটা আজকে একটু বেশি মনে হচ্ছে রেজা সাহেবের,কাঠের হাতলের ছাতাটার কাল কাপড়ের ছানিতে বেশ বড়সড় একটা ফুটো দিয়ে রোদ মাথার তালু ছুঁয়ে দিচ্ছে । ছাতার ফুটোটা জাহানারা বেগমকে সেলাই করতে বলেছিলেন রেজা সাহেব,কিন্তু তিনি তা করেন নি ।উল্টো বলেছেন-“এসব ছেঁড়া ফাটা জিনিস পত্তর ব্যবহারের দিন শেষ,ছেলে এখন ভাল চাকরি করে,এবার চিঠি পাঠালে নতুন একটা কেনার টাকা দিতে বলব।এ-জমানায় কেউ চিঠি লেখে?স্কাইপে দুনিয়াদারী সব দেখা যায়,পাশের বাড়ির ফারজানা খাতুনের ছেলে বিদেশ থেকে ল্যাপ্টপ পাঠিয়েছে,ইন্টারনেট কানেকশান আছে ।কত সুন্দর দেখা হয় ছেলেটার সাথে,আর আমাদের ছেলেটা লেখে চিঠি,এবার চিঠির জবাবই দিবো না।” জাহানারা বেগমের কথাগুলো ভাবতে ভাবতে রেজা সাহেব হেঁটে চলেন ডাকঘরের দিকে,ছেলের চিঠি আনতে ।
 
২।
-চিঠি এনেছেন?-হুম।-কই?দেনতো পড়ি ।-নাও।
 
আম্মা,কেমন আছেন?ভাল থাকতেই হবে,খারাপ থাকা চলবে না।এই যে এখন হাসছেন,এভাবেই হাসবেন।আমি এখন এমন জায়গায় চাকরি পেয়েছি যেখানে ছুটিই দেয় না,কোন ভাবেই যোগাযোগের সুযোগ নেই।তবুও চুরি করে চিঠি লিখি।আশা করি রাগ করবেন না,দোয়া করবেন ।আস-সালামু-আলাইকুম।।
 
-এই ৩-৪ লাইন চিঠির জন্যেই একমাস অপেক্ষা করি! এবার আর জবাব দিবো না।আর শুনেন,এবার থেকে আপনি আর চিঠি আনতেও যাবেন না ।
 
রেজা সাহেব একটু হাসেন ।সেই হাসির অর্থ আবিষ্কার করা আর সদ্য নিখোঁজ হওয়া মালেশিয়ান বিমানের ঠিকানা আবিষ্কার করা একই পর্যায়ে বললে অত্যুক্তি হবে না ।জাহানারা বেগম যদিও বলেছেন আর চিঠির জবাব দেবেন না তারপরও তিনি ঝটপট চিঠির জবাব লিখে ফেললেন।এবং সাথে সাথেই রেজা সাহেবকে পাঠালেন চিঠি পাঠিয়ে দিতে।
 
৩।
রাত ৩টা ,জাহানার বেগম তাহাজ্জুদের সালাত আদায় করছেন । রেজা সাহেব তাঁর ছেলের টেবিলের পাশে চেয়ারে বসে কি যেন লিখছেন,তাঁর চোখ বেয়ে... continue reading
Likes Comments
০ Shares

Comments (3)

ইকরাম হোছাইন জারিফ

১০ বছর আগে লিখেছেন

সখ্যতা

 
সিগারেটের সঙ্গ ছাড়তে বলেছিলে,
বলেছিলে-রাতের সাথে সখ্যতা না রাখতে,
দিন বিমুখ না হতে ।
তাইতো করেছিলাম 
বিনিময়ে কী পেলাম?
আমার সব সঙগী ছিনে যাওয়া,
নিসঙ্গতাকে মেনে নেওয়া-
একটা জীবন?
এতই কি সহজ ভেবেছো?
আমাকে সঙ্গীহীন করা,
শুধু কি তোমার এই ধরা?
আবার হয়েছে সখ্যতা
রাতের সাথে,সিগারেটের সাথে,
কবিতায় পেয়েছে পূর্ণতা ।
continue reading
Likes Comments
০ Shares

Comments (1)

  • - সুখেন্দু বিশ্বাস

    গিন্নীকে গিয়ে জানাব। তার জানা থাকলে ভালো। ব্ল্যাক হেডস মুক্ত সুন্দর একটা মুখ সামনে থাকলে ভালোই হয় তাই না?  

     

    ধন্যবাদ আপনাকে। শুভেচ্ছা রইলো।  

    • - চড়ূই পাখি

      হি হি আসলেই তাই।

    - লুৎফুর রহমান পাশা

    আমরা এই পোস্ট থেকে জানতে পারলাম ব্লাক হেডস হইলে মুখে কি কি মাখতে হবে?

    ১। ডিম

    ২। টুথপেষ্ট

    ৩। মটর ডাল

    ৪। চাউলের গুড়া

    ৫। লেবুর রস

    ৬। চিনি

    ৭। লবন

    ৮। টকদই

    ৯। বরিক পাউডার

    ১০। তরমুজ

    ১১। পাকা পেপে

    সবই হৈল খাওয়ার জিনিস। সৌন্দর্যের জন্য খাওয়ার জিনিস মুখে মাখতে হবে? আচ্ছা তা হয় গেল। কিন্তু এইসব খাবারে যে ভেজাল আছে তার পার্শ্ব প্রতিক্রিয়া কি হবে?

    • - চড়ূই পাখি

      এখানে আছে লেবু, ডাল, চাল, চিনি, লবণ, এগুলো তো চাইলেই ভেজাল ছাড়া পাওয়া যেতে পারে, তবে হ্যা, টুথপেস্ট  কিন্তু খাবারের মধ্যে পরে না। আসলেই মজার, খেতে েতে সুন্দর হওয়া, হি হি।। 

    - নীল সাধু

    ধন্যবাদ।

ইকরাম হোছাইন জারিফ

১০ বছর আগে লিখেছেন

বিদ্রোহী চুম্বন

যেদিন বলবে আর ভালোবাসো না আমাকে-
যেদিন আমার বিদ্রোহী হবে আমার ঠোঁটদ্বয়,
একটা বিদ্রোহী চুম্বনে আটাকাবো তোমাকে,
হোক যত বদনাম,লাগুক যত ভয় ।
যেদিন বলবে তোমার বিয়ে,অন্য কারো সাথে
সেদিন সেজো তুমি,ঠোঁট রাঙিও রক্তের রঙে,
পোড়ো একটা লাল শাড়ী,মেখো রজনী গন্ধার খুশবু গা-তে
আমি আসবো,ভাঙ্গবো বিয়ে বিদ্রোহী হয়ে তোমার ঠোঁট চুমে ।
যেতে পারবে না তুমি
বিদ্রোহী হয়ে তোমার ঠোঁটে
একটা বিদ্রোহী চুম্বনে
তোমাকে আটকে রাখবো আমি ।
continue reading
Likes ১৩ Comments
০ Shares

Comments (13)

  • - কামাল উদ্দিন

    • - আলভী

    - কামাল উদ্দিন

    - কামাল উদ্দিন

    • - আলভী

    Load more comments...

ইকরাম হোছাইন জারিফ

১০ বছর আগে লিখেছেন

তুমি ডোবাবে আমায়

তুমি ডোবাবে একদিন আমায়
তোমার নয়ন দীঘির জলে,
তুমি সত্যিই ডোবাবে আমায়
তোমার চোখের মায়ার ছলে,
তুমি ডোবাবে গো,সত্যিই ডোবাবে
তোমার লাল অধরের আশায়
যাতে আসক্ত করেছ অতিমাত্রায় 
প্রিয়তামা,তুমি ডোবাবে আমায়,
পবনে উড়িয়ে,
তোমার অলকে জড়িয়ে,
প্রেম দরিয়ায় ।
ডোবাবে আমায়,
তুমি একদিন সত্যিই ডোবাবে ।
continue reading
Likes Comments
০ Shares

Comments (4)

  • - লুৎফুর রহমান পাশা

    সমকালীন কবিতা। কবিতা হিসেবে খুব ভালো। বাস্তবতা নিরীখে এই বাস্তবতা আমাকে হতাশা জাগায়।

    - শাহআজিজ

    চলমান সময় কাকেই বা আশা দিচ্ছে , দিচ্ছে একটু সময় স্বপ্ন দেখে নেবার । হিন্দুদের উপর আচম্বিত আক্রমন আমাকে একটি সুপরিকল্পিত অনাচার শুরুর আগাম সঙ্কেত দিচ্ছে ।

    - সনাতন পাঠক

    চমৎকার লিখেছেন দাদা।

    Load more comments...