Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

ইকরাম হোছাইন জারিফ

১০ বছর আগে লিখেছেন

তুমি ডোবাবে আমায়

তুমি ডোবাবে একদিন আমায়
তোমার নয়ন দীঘির জলে,
তুমি সত্যিই ডোবাবে আমায়
তোমার চোখের মায়ার ছলে,
তুমি ডোবাবে গো,সত্যিই ডোবাবে
তোমার লাল অধরের আশায়
যাতে আসক্ত করেছ অতিমাত্রায় 
প্রিয়তামা,তুমি ডোবাবে আমায়,
পবনে উড়িয়ে,
তোমার অলকে জড়িয়ে,
প্রেম দরিয়ায় ।
ডোবাবে আমায়,
তুমি একদিন সত্যিই ডোবাবে ।

Likes Comments
০ Share

Comments (4)

  • - লুৎফুর রহমান পাশা

    সমকালীন কবিতা। কবিতা হিসেবে খুব ভালো। বাস্তবতা নিরীখে এই বাস্তবতা আমাকে হতাশা জাগায়।

    - শাহআজিজ

    চলমান সময় কাকেই বা আশা দিচ্ছে , দিচ্ছে একটু সময় স্বপ্ন দেখে নেবার । হিন্দুদের উপর আচম্বিত আক্রমন আমাকে একটি সুপরিকল্পিত অনাচার শুরুর আগাম সঙ্কেত দিচ্ছে ।

    - সনাতন পাঠক

    চমৎকার লিখেছেন দাদা।

    Load more comments...