Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

ইকরাম হোছাইন জারিফ

১০ বছর আগে লিখেছেন

সখ্যতা

 

সিগারেটের সঙ্গ ছাড়তে বলেছিলে,
বলেছিলে-রাতের সাথে সখ্যতা না রাখতে,
দিন বিমুখ না হতে ।
তাইতো করেছিলাম 
বিনিময়ে কী পেলাম?
আমার সব সঙগী ছিনে যাওয়া,
নিসঙ্গতাকে মেনে নেওয়া-
একটা জীবন?
এতই কি সহজ ভেবেছো?
আমাকে সঙ্গীহীন করা,
শুধু কি তোমার এই ধরা?
আবার হয়েছে সখ্যতা
রাতের সাথে,সিগারেটের সাথে,
কবিতায় পেয়েছে পূর্ণতা ।

Likes Comments
০ Share

Comments (1)

  • - সুখেন্দু বিশ্বাস

    গিন্নীকে গিয়ে জানাব। তার জানা থাকলে ভালো। ব্ল্যাক হেডস মুক্ত সুন্দর একটা মুখ সামনে থাকলে ভালোই হয় তাই না?  

     

    ধন্যবাদ আপনাকে। শুভেচ্ছা রইলো।  

    • - চড়ূই পাখি

      হি হি আসলেই তাই।

    - লুৎফুর রহমান পাশা

    আমরা এই পোস্ট থেকে জানতে পারলাম ব্লাক হেডস হইলে মুখে কি কি মাখতে হবে?

    ১। ডিম

    ২। টুথপেষ্ট

    ৩। মটর ডাল

    ৪। চাউলের গুড়া

    ৫। লেবুর রস

    ৬। চিনি

    ৭। লবন

    ৮। টকদই

    ৯। বরিক পাউডার

    ১০। তরমুজ

    ১১। পাকা পেপে

    সবই হৈল খাওয়ার জিনিস। সৌন্দর্যের জন্য খাওয়ার জিনিস মুখে মাখতে হবে? আচ্ছা তা হয় গেল। কিন্তু এইসব খাবারে যে ভেজাল আছে তার পার্শ্ব প্রতিক্রিয়া কি হবে?

    • - চড়ূই পাখি

      এখানে আছে লেবু, ডাল, চাল, চিনি, লবণ, এগুলো তো চাইলেই ভেজাল ছাড়া পাওয়া যেতে পারে, তবে হ্যা, টুথপেস্ট  কিন্তু খাবারের মধ্যে পরে না। আসলেই মজার, খেতে েতে সুন্দর হওয়া, হি হি।। 

    - নীল সাধু

    ধন্যবাদ।