Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

প্রলয় সাহা

৮ বছর আগে লিখেছেন

মুখোমুখি

: মায়া
- বলো প্রদীপ।
: ভালোবাসার রং কি?
- ভালোবাসার রং? নীল।
: নীল কেন? দুঃখ দিই বলে?
- মোটেই না। নীল আকাশে চিঠি দাও বলে।
: কিন্তু, চিঠির লেখা গুলোতো কালো?
- তাতে কি? চিঠি তো আর অঞ্জন না?
: তুমি কি অঞ্জন দিতে ভালোবাসো না?
- বাসি তো ।তাইতো অঞ্জন লাগিয়ে তোমায় দেখি ।
: কেন ?গগলস্ লাগিয়ে তো দেখতে পারো।
- উহু, একদম না। তুমি যে আমার চোখের কালো ছাই।
: তাই বুঝি?
- হ্যাঁ তাই।
: মায়া
- বলো প্রদীপ,
: তুমি কি আমায় নিয়ে স্বপ্ন দেখো ?
- হ্যাঁ দেখি।
: কি স্বপ্ন দেখো আমায় নিয়ে?
- ওই পর্বতের সানুতে বাসা বাঁধবো দু'জনে।
: কি যে বলো? তা কি হয়!
- হবে না কেনো, যেমনটি মেঘ বাসা বাঁধে।
: মেঘ? মেঘতো বৃষ্টি হযে ঝরে পড়ে।
- হ্যাঁ পড়ে,আমরাও ঝরবো শত প্রেমিক-প্রেমিকার বুক ছুঁবো।
: বুক কোনো?চোখও তো ছুঁতে পারো ?
- না, তা কেনো? আমরা কি বেদনার জল নাকি?
: মায়া, তুমি লাল টিপ কেন পরো?
- তুমি আমার সূর্য বলে।
: আমি সূর্য কেনো?
- আমাকে আলো দাও বলে।
: মায়া , তুমি পাখি ভালোবাসো ?
- হ্যাঁ বাসি ।কেনো বলোতো ?
: তুমি আমার পাখি বলে।
- তাই বুঝি?
: হ্যাঁ তাই। উড়ে উড়ে কথা বলো বলে ,
- কি বলি!
: ভালোবাসি ভালোবাসি ভালোবাসি।।
উত্‍সর্গ : পূর্ণেন্দু পত্রী ।
continue reading
Likes Comments
০ Shares

প্রলয় সাহা

৮ বছর আগে লিখেছেন

উঠোন চোখ

এক আকাশ বৃষ্টি হলে
তুমি ভাববে আমার কথা
জানালার দ্বারে বসে দেখবে,
ভিজে যাচ্ছে সব ভালো লাগা।
তোমার সব ভালো লাগাগুলো
তোমার মত ভিজতে ভালোবাসে
স্বপ্নকে বাস্তব হতে দেখে,
দেখে না শুধু আমায়
আমার ইচ্ছে, উঠোন চোখ হয়ে গেলেও
আমাকে তুমি বৃষ্টির দেবতা ছাড়া-
কিছুই ভাববে না, তা আমার ঢের জানা... continue reading
Likes Comments
০ Shares

প্রলয় সাহা

৮ বছর আগে লিখেছেন

একুশে ফেব্রুয়ারি-21 February


একুশে ফেব্রুয়ারি জাতির ঐতিহ্যময় ও গৌরবের ভাষা আন্দোলন।এর মূল্যবোধ এবং স্বাধীনতার উপর তার প্রকৃষ্ট প্রভাব অনস্বীকার্য। কেবল তাই-ই  নয় ভাষার জন্য আন্দোলন করে এরূপ জীবন উৎসর্গ বিশ্বের ইতিহাসে বিরল।
একুশে ফেব্রুয়ারি অর্থাৎ ভাষা আন্দোলন বাংলাদেশের জনগনের গৌরবজ্জ্বল একটিদিন।এটি আমাদের কাছে ঐতিহ্যময় শহীদ দিবস।
বিগত একদশক ধরে এই দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবেও সুপরিচিত সারাবিশ্বে।
জাতিসংঘের ইউনেস্কো কর্তৃক ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষনাকরায় বাঙালি জাতির জন্য এই দিনটি এক গর্ব বয়ে এনেছে সুনিশ্চিত ভাবেই।
১৯৫২সালের এই দিনে (৮ফাল্গুন, ১৩৫৯) বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলনরত ছাত্রদের ওপর পুলিশের গুলিবর্ষণে কয়েকজন দেশপ্রেমিক তরুণ ভাষার জন্য শহীদ হন। তাই এদিনটি শহীদ দিবস হিসেবে চিহ্নিত হয়ে আছে মহান মহীমায়।
যদিও এর শুরুটা হয় ১৯৪৭ সাল থেকে। ১৯৪৭ সালের সেপ্টেম্বর মাসে উর্দুকেই একমাত্র রাষ্ট্রভাষা হিসাবে ঘোষণা দেওয়া হয়। সে থেকে বিভিন্ন আন্দোলনের পরিক্রমা থেকে তা গড়াতে গড়াতে ১৯৫২ সালের ২৬শে জানুয়ারি The Basic Principles Committee of the Constituent Assembly of Pakistan পুনরায় উর্দুকেই একমাত্র রাষ্ট্রভাষা হিসাবে এ্যাসেম্বলীতে চূড়ান্ত নির্দেশনা প্রদান করা হয়।২৭শে জানুয়ারি ঢাকা সফররত পাকিস্তানের তৎকালীন গভর্ণর জেনারেল খাজা নাজিমুদ্দিন পল্টন ময়দানের সমাবেশে ঘোষণা করেন কেবল মাত্র উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। সাথে সাথে সমাবেশস্থলে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। শ্লোগান ওঠে "রাষ্ট্রভাষা বাংলা চাই"। এই বক্তব্য সমগ্র পূর্ব-পাকিস্তানে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে।২৮শে জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। এই সমাবেশ থেকে নাজিমুদ্দিনের বক্তব্য প্রত্যাখ্যান করা ছাড়াও পূর্ব-পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং মন্ত্রীপরিষদকে পশ্চিম পাকস্তানের হাতের পুতুল হিসাবে অভিহিত করা হয়।৩০শে জানুয়ারি খাজা নাজিমুদ্দিনের বক্তব্য ভাষা আন্দোলনকে নতুন মাত্রা দান করে। ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের ডাকে ঢাকা... continue reading
Likes Comments
০ Shares

Comments (2)

  • - তামান্না তাবাসসুম

    শুভকামনা। 

    • - এ.টি. নূর শেখ লিটা

      ধন্যবাদ :)

প্রলয় সাহা

৮ বছর আগে লিখেছেন

অন্য কোনদিন বলবো

প্রথম দেখায় অঞ্জলি
কে তুমি জানিনা!
প্রয়োজন সময়ের ইশতেহার
চোখে , মুখে অতন্দ্রিত।
ঈশ্বরে ঘোর বিশ্বাসী
সৃষ্টি ভালো লাগে,
কর্মাকর্ম প্রতিনিয়ত সৃষ্টিশীলতা
ক্ষমতার উচ্চতা পাহাড় সমান
বুক ভেদ করে গড়ে ওঠে
সম্পর্কের টানটান উত্তেজনা।
ভালোবাসাতে চুক্তি নয়;
যুক্তি একে অপরের টানে
স্মৃতির মিলন কালো রাস্তায়
শিরা উপশিরায় চাক।
বুক ভাষায় কথাগুলো জমা থাক্
নাড়ি, নক্ষত্র ঘেটে নিই আগে
ভাবনার কুঁড়েঘরে নীহার ঝরুক
স্তর পরুক অবাক অনুরণন
ইচ্ছের কথা একটা-ই
অন্য কোনদিন বলবো, আজ নয়।। continue reading
Likes Comments
০ Shares

Comments (0)

  • - গোখরা নাগ

    বাহ... !!!

প্রলয় সাহা

৮ বছর আগে লিখেছেন

মধ্যবিত্ত (প্রতিযোগিতা/২০১৬, ক্যাটাগরী-১, ৩য় পর্ব)

আমার সকালটা শুরু কথার ব্যথায়
তা নিয়ে বের হয়ে যাওয়াটা আমার দৈনন্দিন চরিত্র
হেঁটে চলি মরা গাছের বাকল বিছানো খসখসে রাস্তায়;
মরে যায় আশা, হয় শুষ্ক কাঠ-
আমি তাকিয়ে থাকি আকাশের দিকে,
একবুক তৃষ্ণা মাটি চিনে না।
গল্প করে না বন্ধুর জলাশয়ের সাথে,
মাথার উপর শূন্যতাকে ঈশ্বর ভাবে,
ডেকে বলে, দাও হে আমার বরের দেবতা-
বেশী না মধ্যবিত্ত চাওয়া-পাওয়ার মত বৃষ্টি।
নেমে এসো স্থলভাগে, ভাসাও তোমার মেঘ শরীর
কোমল আদরে ভিজাও আমার চোখ-
জানান দাও বৈরাগী শীতের আবেগী ধ্বনি।
বেলা-অবেলায় যান্ত্রিকতায় বেদনার সুর
যা অবিরাম বাজে আমার কানে, ছড়িয়ে পরে সারা অঙ্গে,
মাতাল-কামুক-গোপন ধ্যান নৃত্য করুক আমার মস্তিষ্কে।
ঘ্রাণে মিশে যাক লীলাময় বিষ সুখ
কষ্টের দীর্ঘশ্বাসে বারংবার ডাক আসুক প্রেমিকার।
আমি আর মানুষ না নামে মাত্র গোত্র বিশেষ
চিনতে পারবে,চিনতে হলে হাত বাড়াও সেই বৃক্ষের দিকে,
যে বৃক্ষের রন্ধে-রন্ধে লেখা আছে, এক অপ্রিয় আয়ুশ্মান অভিশাপের নাম-
আর তা হলো, আমি বেঁচে থাকতে মধ্যবিত্ত অক্সিজেন গ্রহন করি। continue reading
Likes Comments
০ Shares

Comments (0)

  • - মাসুম বাদল

    দারুন...!!! 

    • - mursalin hossen musa

      thank

    - মেঘা নওশীন

    চমৎকার...

    - প্রলয় সাহা

    বাহ্‌ 

Load more writings...