Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

পলাশমিঞা

১০ বছর আগে লিখেছেন

আমার নতুন গান

 

‘বসন্তে বসন্তে বারো মাস গত হলো, স্বপ্ন আমার স্বপ্নই রয়ে গেল বাস্তব হলো না, বসন্তে বসন্তে বারো মাস গত হলো, অকালবসন্তে স্বপ্ন দেখে স্বপ্নদর্শী হয়েছি, স্বপ্নদর্শী হয়েছি, স্বপ্নের ফেরিওয়ালা, বসন্তে বসন্তে বারো মাস গত হলো, স্বপ্ন আমার স্বপ্নই রয়ে গেল বস্তব হলো না, সজনী তুমি কবে যে ফিরে আসবে? 

 

গানের লিং

বসন্ত যায়, বরষা আসে, চৈত্রের খড়ায় মন তাতায়, নিদারুন মাঘে মন নিথর হতে চায়, বারোমাসের বারোবেলায় ভ্যাবাচ্যাকা খেয়ে আমি বোকা হয়েছি, বসন্তে বসন্তে বারো মাস গত হলো স্বপ্ন আমার স্বপ্নই রয়ে গেল বস্তব হলো না, বসন্তে বসন্তে বারো মাস গত হলো। সজনী তুমি কথা দিয়েছিলে কোনো এক বসন্তে, বারো বসন্ত চলে গেল আর কত বসন্ত অপেক্ষা করতে হবে? তুমি কবে যে ফিরে আসবে? তোমার প্রতিক্ষায় আমি পথ চেয়ে বসে আছি, বসন্তে বসন্তে বারো মাস গত হলো স্বপ্ন আমার স্বপ্নই রয়ে গেল বাস্তব হলো না, বসন্তে বসন্তে কব যে সুখ বসন্ত আসবে?’  

 

আমি আসলে বগল বাজাবার জন্য সময় পাচ্ছি না। চিন্তার কারণ নেই অদ্যই আমি শুরু করিব। আইজ গানটা হুনেন :)

Likes ৩০ Comments
০ Share

Comments (30)

  • - নীল সাধু

    ফুল এবং কেক দিয়া দেখি এরিয়া জ্যাম কইরা ফালাইসি!! 

     

     

    • - কামরুন নাহার ইসলাম

      হোক জ্যাম, তবুও চলতে থাকুক ---  

    • Load more relies...
    - সালাহ্‌ আদ-দীন

    প্রিয় আপির জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা। 

    - সনাতন পাঠক

    ৩৪ মিনিটে

    দুজনকেই শুভ জন্মদিন জানাই আমি।

    Load more comments...