Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

পলাশমিঞা

১০ বছর আগে লিখেছেন

মন!

বিমনা হলেও মন শান্তিস্বস্তি চায়।
মনে নাকি আশা থাকে। কিন্তু মন এবং আশার সাথে কখনো দেখা হয়নি। আমি কতবার তাদের সাথে দেখা করার জন্য ধেয়ানে বসেছি, কতজনকে দাওয়াত দিয়েছি। কেউ অবাক হয়ে বলেছেন, এ সব কী রে ভাই? কেউ বলেছেন দূর বোকা, আশা আর মনের সাথে দেখা করা যায় নাকি? কেউ আবার আশ্বাস দিয়ে বলেছেন, আশার আঁচল না ছেড়ে টানতে থাকো দেখা পেয়ে যাবে।
আমি অবশ্য আশার আঁচল না ছেড়ে আশাবাদী হয়েছি এই ভেবে যে আশার মুখ দেখি আর না দেখি আঁচল তো আমার হাতে আছে।

তো যাক, আসল বিষয় হলো, মনে থোড়া শান্তি চাই। কিন্তু শান্তি যে অশান্তিপুরে দেশান্তরী হয়েছে তা আমি ভুলেছিলাম।
continue reading
Likes Comments
০ Shares

Comments (3)

  • - বাংলার পাই বাপা

    ভালো লাগলো আপনার লেখা। আপনার গদ্য লেখা অনেক ভালো। চালিয়ে যান।

    • - বাংলার সক্রেটিস

      আমিও রাজবাড়ির পোলা 

    - মোঃসরোয়ার জাহান

    valo laglo................!সুপ্রিয় বন্ধু,কেমন আছেন ?মহান স্বাধীনতা দিবস লেখা প্রতিযোগিতা২০১৪ ক্যাটাগরি ১ এ আমার কবিতা “প্রিয় স্বদেশআছে,প্রতিযোগিতার জন্য।আপনাকে কবিতাটি পড়তে আমন্ত্রণ রইল।যদি ভালো লাগে তবে আপনার মূল্যবান একটি ভোট চাই।ভালো থাকবেন শুভ কামনা রইল।

     

    - মাইদুল আলম সিদ্দিকী

    বাহ! দারুণ

পলাশমিঞা

১০ বছর আগে লিখেছেন

নক্ষত্রে কিন্তু মজা হবে। কারণ নক্ষত্রে সবাই ব্লগার এবং দক্ষ!!! ধাক্কাধাক্কি চলবে না। আর ধাক্কাধাক্কি করতে হইলে পাক্কা হইত হইব। আমি কি মিত্যা কইছি?

Likes Comments

পলাশমিঞা

১০ বছর আগে লিখেছেন

আমি ব্লগার

নক্ষত্র ব্লগে আমি ব্লগিং করার জন্য এসেছি। নীল ভাই এবং পাশা ভাই আমাকে সাহায্য করেছেন, রেজ করার পর একটিভ করার সময়।
নক্ষত্র ব্লগে আমি পোস্ট দেওয়ার পর ইথারে তুফান উঠেছে। নীল ভাই এবং পাশা ভাইর ব্লগে আমি। সব্বনাশ!
একটা কথা আছে না, কানায় কান খুঁজে পায় না আর কুঁজায় কুঁজি খুঁজে না পেয়ে কুঁজড়া হয়। এই আহাল হয়েছে। 
নীল ভাইর লগে আমার সেই ছাওয়াল কালের পরিচয়। ইয়ে মানে, আমি ব্লগিং জীবনের কথা বলছি।
আমি ব্লগার। দলাদলি করি না। এ খবর সবার জানার কথা। আমি ব্লগিং প্রায় ছেড়েই দিয়েছিলাম কয়েক জনের কারণে। আমি তো গবেট বনে গেছিলাম তাদের হাঁই হুঁই দেখে।
তো যাক, ব্লগিং করে আমি কী হয়েছি বা করেছি তার প্রমাণ আমি গতকাল পোস্টে দিয়েছি।
গানটা আমি নিজে গেয়েছি, রেকড করেছি, কম্পুজিং করেছি। আমার বানান হাজারে বিজারে ভুল হয়। ব্লগিং করে আমার বানান শুদ্ধ হচ্ছে।
ব্লগে আমি তাই করি যা আমি বাস্তবে করতে পারি না। লেখার কাজ আমি ব্লগেই করি। নতুন সংলাপ বানাই।
"একটা কথা আছে না, কানায় কান খুঁজে পায় না আর কুঁজায় কুঁজি খুঁজে না পেয়ে কুঁজড়া হয়। এই আহাল হয়েছে।" 
যাদের মনে কুচিন্তা আছে দয়া করা মনকে পবিত্র করুন সবাই লাভবান হব। সফলতা আমাদের জেবেই আছে।
শুভ কামনা।
দোয়া কাম্য।
 
continue reading
Likes ১৬ Comments
০ Shares

Comments (16)

  • - সনাতন পাঠক

    যখন বিষণ্ণতায় কাঁদবে

    তোমার হৃদয় খানি

    ভোরের আলো হয়ে

    আলোকিত করব তোমায়

    শুধু তোমার চোখের

    একটু ইশারায় ।। 

     

    সুন্দর কবিতা। শুভেচ্ছা রইল।

    • - অ্যাব্স সোহেল

      ধন্যবাদ, :)

    - লুব্ধক রয়

    লেখাটি ভাল লেগেছে। ধন্যবাদ

    • - অ্যাব্স সোহেল

    - লুৎফুর রহমান পাশা

    যখন বিষণ্ণতায় কাঁদবে

    তোমার হৃদয় খানি

    ভোরের আলো হয়ে

    আলোকিত করব তোমায়

    শুধু তোমার চোখের

    এই অংশ টুকু বেশী ভালো লেগেছে

    • - অ্যাব্স সোহেল

      :) দোয়া করবেন।

    Load more comments...

পলাশমিঞা

১০ বছর আগে লিখেছেন

আমার নতুন গান

 
‘বসন্তে বসন্তে বারো মাস গত হলো, স্বপ্ন আমার স্বপ্নই রয়ে গেল বাস্তব হলো না, বসন্তে বসন্তে বারো মাস গত হলো, অকালবসন্তে স্বপ্ন দেখে স্বপ্নদর্শী হয়েছি, স্বপ্নদর্শী হয়েছি, স্বপ্নের ফেরিওয়ালা, বসন্তে বসন্তে বারো মাস গত হলো, স্বপ্ন আমার স্বপ্নই রয়ে গেল বস্তব হলো না, সজনী তুমি কবে যে ফিরে আসবে? 
 
গানের লিং
বসন্ত যায়, বরষা আসে, চৈত্রের খড়ায় মন তাতায়, নিদারুন মাঘে মন নিথর হতে চায়, বারোমাসের বারোবেলায় ভ্যাবাচ্যাকা খেয়ে আমি বোকা হয়েছি, বসন্তে বসন্তে বারো মাস গত হলো স্বপ্ন আমার স্বপ্নই রয়ে গেল বস্তব হলো না, বসন্তে বসন্তে বারো মাস গত হলো। সজনী তুমি কথা দিয়েছিলে কোনো এক বসন্তে, বারো বসন্ত চলে গেল আর কত বসন্ত অপেক্ষা করতে হবে? তুমি কবে যে ফিরে আসবে? তোমার প্রতিক্ষায় আমি পথ চেয়ে বসে আছি, বসন্তে বসন্তে বারো মাস গত হলো স্বপ্ন আমার স্বপ্নই রয়ে গেল বাস্তব হলো না, বসন্তে বসন্তে কব যে সুখ বসন্ত আসবে?’  
 
আমি আসলে বগল বাজাবার জন্য সময় পাচ্ছি না। চিন্তার কারণ নেই অদ্যই আমি শুরু করিব। আইজ গানটা হুনেন :)
continue reading
Likes ৩০ Comments
০ Shares

Comments (30)

  • - নীল সাধু

    ফুল এবং কেক দিয়া দেখি এরিয়া জ্যাম কইরা ফালাইসি!! 

     

     

    • - কামরুন নাহার ইসলাম

      হোক জ্যাম, তবুও চলতে থাকুক ---  

    • Load more relies...
    - সালাহ্‌ আদ-দীন

    প্রিয় আপির জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা। 

    - সনাতন পাঠক

    ৩৪ মিনিটে

    দুজনকেই শুভ জন্মদিন জানাই আমি।

    Load more comments...

পলাশমিঞা

১০ বছর আগে লিখেছেন

আমি আসলে একটা অলীক চরিত্র। লেখার জগতে থাকি। উড়াল দিতে চেয়ে আমি হুমড়ি খেয়ে পড়ে নক্ষত্র ব্লগে এসেছি। চিন্তার বিষয়!

Likes Comments