Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

ছাইফুল হুদা ছিদ্দিকী

৯ বছর আগে লিখেছেন

বৃষ্টির শীতল পরশে

গভীর রাত কালো অন্ধকার চারিদিকে সুনশান নীরবতা।
হঠাৎ বাতাসের ঝাপটা।আশে পাশের গাছগুলো দুলছে,
কখনো ডানে কখনো বামে কখনো এলোমেলো।
আজ কয়েকদিন ধরে প্রচন্ড ভ্যাপসা গরম।তাপমাত্রা অনেক বেশী।
তিনদিন হলো সাজুর স্ত্রী মিলা,ছেলে সাবাব, মেয়েরা রুমি ও ঝুমি
আর ওদের নানা বাড়ির সবাই মিলে গ্রামের বাড়িতে বেড়াতে গিয়েছে।
সাজু ও মিলার বিয়ে হয়েছে আজ আট বৎসর।
প্রতিটি বর্ষায় সাজু আর মিলা খোলা নীল আকাশের নীচে বৃষ্টিতে ভিজে।
বর্ষায় সমুদ্র সৈকতে বেড়াতে যায়।সবমিলে ওদের সুখের সংসার।
 
কাজের ছেলেটা একটু আগে বেরিয়ে গেছে।
বাসায় কেউ নেই।সাজু অফিস থেকে এসে জানালার পাশের সোফায়
হেলান দিয়ে টিভি দেখছিলো।ইদানিংকার গুম অপহরন নিয়ে টকশো।
ভ্যাপসা গরম।হঠাৎ লোডসেডিং।অনেকক্ষণ বিদ্যুৎ নাই কি আর করা।
সাজু গরমে সোফায় শুয়ে শুয়ে ভাবছিলো।একটু তন্দ্রা ভাব এলো।
 
দরজা খোলার হালকা আওয়াজ ।একটু ঠান্ডা অনুভুত হলো।
গরমে অন্যরকম ভালো লাগা অনুভুতি।ঘরে সুন্দর একটা সুবাস বয়ে গেলো।
সুবাসটি সাজুর খুব পরিচিত মনে হলো।যেন সেই প্রিয় কাঠালী চাপাঁর গন্ধ।
সাজুর বুঝতে দেরী হলোনা ওর ঘরে কে যেন এসেছে।
 
সাজু জানতে চাইলো কে তুমি এখানে?কে আমার ঘরে?
দরজাটায় আর একবার দুলে উঠে অন্য পাশে গিয়ে পড়লো।
কোন জবাব নাই অপর পক্ষের নীরবতা।
 
এবার সাজু কড়া গলায় জানতে চাইলো কে আপনি?
কথা বলছেন না কেনো? আপনার পরিচয়?
আপনি আমার ঘরে কেন?
আমি।
খুব পরিচিত মেয়েলী কন্ঠে জবাব এলো।
সাজু ভ্যাবাচাকা খেলো, ভয়ে ভয়ে জানতে চাইলো
আমি মানে কে তুমি? কে? কে?
আমার ঘরে কেন এসেছো?
আমার ঘরে কিভাবে এলে?
 
তোমার ঘরের দরজা দিয়ে এসেছি।
কিভাবে এলে?
... continue reading
Likes Comments
০ Shares

ছাইফুল হুদা ছিদ্দিকী

১০ বছর আগে লিখেছেন

আমিতো একজন।

ব্যবসায়ী বাবার আদরের ছেলেঃ
বাবা আমি পরীক্ষায় খুব ভালো পাশ করেছি ।
বাবাঃ খুব ভালো খবর।অশেষ ধন্যবাদ।
   এবার বল কেমন ভাল পাশ করেছো?
   বাংলায় কতো পেয়েছো?
   অংকে কতো? আর ইংরেজীর কি অবস্থা?
ছেলেঃবাবা কতো পেয়েছি সেটা বড় কথা নয়।
   আমি আমার ক্লাসে প্রথম হয়েছি।
বাবাঃ ও এতো আরো ভালো খবর।
   তাহলোতো তোমাদর ক্লাশের সবাইকে মিষ্টি খাওয়াতে হয়।
   ও আচ্ছা তোমার ক্লাশে ছাত্র ছাত্রীর সংখ্যা কতোজন?
ছেলেঃ ও বাবা তুমি সেটাও জাননা।
   আমাদের ক্লাশে আমি ছাড়া আর কোন ছাত্র ছাত্রী নাই।
   আমিতো একজন।
 
 
continue reading
Likes ১১ Comments
০ Shares

ছাইফুল হুদা ছিদ্দিকী

১০ বছর আগে লিখেছেন

ঠিকানাহীন

ঠিকানাহীন।
১ম জন ঃআমার বাড়ীতে তোমাদের দাওয়াত।
২য় জন ঃঅনেক ধন্যবাদ কবে?
১ম জন ঃআগামী সোমবার দুপুরে।
২য় জন ঃ
সোমবার মানে? ঐ দিন কোন বন্ধ নাই।
মানে খোলার দিন দাওয়াত?
আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা আসব।
ও হ্যা কোথায় তোমার দাওয়াত?
সেটাতো বলনি
১ম জন ঃআমাদের বাড়ীতে।
২য় জন ঃতোমাদের বাড়ীটা জানি কোথায়?
১ম জন ঃঐ বাজারের সামনে।
২য় জন ঃবাজারটা কোথায়?
১ম জন ঃবাড়ীর সামনে।
২য় জন ঃবাজার কোথায়? বাড়ী কোথায়?
১ম জন ঃ দুটোই সামনাসামনি
এবার খুজে নাও।
এভাবে আর কতদিন চলবে?
সুদিন কবে আসবে?
আসুন ব্লগে মানব বন্ধন করি দাবী একটাই
মেধা পাচার, মেধা রপ্তানী বন্ধ করতে হবে।
continue reading
Likes ১০ Comments
০ Shares

Comments (10)

  • - নীল সাধু

    স্বাহতত্ম দরবারী ভাই

     

    শাহিদুল হক ভাইকে ধন্যবাদ তিনি আপনাকে নিমন্ত্রন জানিয়েছেন বলে। আশা করছি ভালো আছেন। শুভেচ্ছা নিরন্তর।

    • - মোত্তালিব দরবারী

       

      আপনাকেও ধন্যবাদ উদ্যোগের জন্য। দাদা ছবি পোষ্ট কেমনে করব বুঝতেছি না। একটু পরামর্শ আশা করছি(সংক্ষিপ্ত হলেই হবে)।

    - লুৎফুর রহমান পাশা

    আরে দরবারী ভাই যে। সুস্বাগতম

    - মোত্তালিব দরবারী

    হঠাত করেই এসে গেলাম।

    ধন্যবাদ আপনাকে‌ও।

    Load more comments...

ছাইফুল হুদা ছিদ্দিকী

১০ বছর আগে লিখেছেন

সবার প্রিয় সহ-ব্লগার অনিন্দ্য অন্তর অপুর জন্মদিন।

আজ আমাদের সবার প্রিয় সহ-ব্লগার অনিন্দ্য অন্তর অপুর জন্মদিন।
আমি এখানে অনিন্দ্য অন্তর অপুর সম্পর্কে বিশেষ কিছু না লেখে ওনার ব্লগ থেকে সরাসরি কপি করে নিলাম এবং আজকে উনার বিশেষ দিনে আপনাদের জন্য কিছু শেয়ার করলাম।
///////////////////////////////////
পৃথিবীর পথে একজন শিক্ষানবিশ
▒▓【অনিন্দ্য】▓▒░░▒▓【 অন্তর】▓▒░░▒▓【 অপু 】▓▒░▓
জন্মঃ ৩ ডিসেম্বর। পেশাঃ পৃথিবীর পথে একজন শিক্ষানবীশ।
এমবিএ, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়।
বিবিএ, ম্যানেজমেন্ট স্ট্যাডিজ, ঢাকা বিশ্ববিদ্যালয়।
****************************************
কেন আমি অনিন্দ্য অন্তর অপু ?
আমাকে জানতে আমার HOT SEAT আড্ডা দেখুন এখানে
ফেইজবুক লিংকঃ FaceBook
E-mail: anindyaantarapu@gmail.com
▓▒▒▓【অনিন্দ্য】▓▒▒▓【 অন্তর】▓▒░░▒▓【 অপু 】▓▒▓
“আমি কবি নই, শব্দ শ্রমিক। শব্দের লাল হাতুড়ি পেটাই ভুল বোধে ভুল চেতনায়।”- রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ
মাঝে মাঝে আমার মধ্যে একটা ভূত চেপে বসে। সেই ভূতটা আমায় দিয়ে কিছু বলিয়ে নিতে চায়। আমার ভিতরে আলোড়ন তুলে আমায় তোলপাড় করে ফেলে। ভূতটা কিছুতেই বুঝতে চায়না আমার ক্ষমতা নেই যে আমি আমার ভিতরের “আমি”টাকে শব্দ দিয়ে বাইরে বের করে আনব। তবু চেষ্টা করি। ইদানিং আবিষ্কার করলাম সেই ভূতটা আর কেউ নয়। আমার বিবেক, আমার মনুষ্যত্ববোধ।
আমি এখানে অন্য কিছু বলতে এসেছি। ঠিক অন্যরকম কিছু যা আমাদের বিবেককে, আমাদের মনুষ্যত্ববোধকে একটু হলেও নাড়া দেবে। আমার লেখাগুলো আমার ভিতরের সেই ভূতের গল্প।
আমার মধ্যে দুইটা “আমি”র বাস। একটা এই আমি, সুজন সরকার। যে আর পাঁচটা সাধারণ মানুষের মত ভাবে, স্বপ্ন দেখে। আর একটা আমার অন্তর। অনিন্দ্য অন্তর অপু। যে আত্মকেন্দ্রিকতার দেয়াল ভেঙ্গে পৃথিবীটাকে অন্য চোখে দেখে, বদলে দেয়ার স্বপ্ন দেখে প্রচলিত সমাজ, প্রচলিত সব বস্তাগলা পচা নিয়ম নীতির। অপেক্ষা করছি এমন একদিনের যেদিন আমার অন্তর যে স্বপ্ন দেখে, এরকম স্বপ্ন সেদিন দেখবে অনেকেই। সেদিন সত্যি পৃথিবী বদলে যাবে।
▓▒░▒▓【অনিন্দ্য】▓▒░░▒▓【 অন্তর... continue reading
Likes ২৭ Comments
০ Shares

Comments (27)

  • - মাসুম বাদল

    শ্রদ্ধাঞ্জলি 

    - সনাতন পাঠক

    শুভ জন্মদিন বাংলাদেশে বিজ্ঞানের পথিকৃত রসায়নবিদ, গ্রন্থকার এবং শিক্ষাবিদ ড.মুহাম্মদ কুদরত-এ- খুদা।

    ধন্যবাদ আপনাকে।

    - লুব্ধক রয়

    ধন্যবাদ আপনাকে।

    বিজ্ঞানের পথিকৃত রসায়নবিদ, গ্রন্থকার এবং শিক্ষাবিদ ড.মুহাম্মদ কুদরত-এ- খুদার জন্মদিনে শুভেচ্ছা শ্রদ্ধাঞ্জলি

    Load more comments...

ছাইফুল হুদা ছিদ্দিকী

১০ বছর আগে লিখেছেন

বড় বেশী প্রয়োজন

এক ভদ্রলোক ব্যাংকে গেলেন এবং
অনুমতি নিয়ে ম্যানেজার সাহেবের রুমে গেলেন।
ম্যানেজার সাহেব জানতে চাইলেন আপনার কি চাই?
ভদ্রলোক বললেন আমি আমাদের দেশের জন্য
কিছু অতীব প্রয়োজনীয় জিনিষ আমদানী করতে চাই।
কি জিনিষ দেখি আপনার কাছে কোন ইনভয়েস আছে?
জী আছে এই দেখুন।
১) মানবিকতা              
২) সততা
৩) লাজ লজ্জা
৪) নৈতিকতা
৫) ন্যায় বিচার
৬) সামাজিকতা
৭) ভালোবাসা
৮) ভদ্রতা
৯) ওয়াদা পালন
১০) এবং গনতন্ত্র
১১)………
১২)………
১৩)……।।
১৪)??????
১৫)???????
ম্যানেজার সাহেব পরে তো হতবাক একি আপনি এসব কি লিখেছেন?
কেন কি সমস্যা?
আমাদের দেশেতো এই গুলোর এখন বড়  বেশী প্রয়োজন।
 
continue reading
Likes ১৫ Comments
০ Shares

Comments (15)

  • - সনাতন পাঠক

    শুভেচ্ছা

    • - ফেরদৌসী বেগম ( শিল্পী )

      অনেক অনেক  ধন্যবাদ আপনাকে সনাতন ভাই, জন্মদিনের শুভেচ্ছার আর শুভকামনার জন্য।

    - ব্লগ সঞ্চালক

    শুভ জন্মদিন। ধন্যবাদ আপনাকে।

    • - ফেরদৌসী বেগম ( শিল্পী )

      অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকেও সঞ্চালক ভাই, জন্মদিনের জন্য আপনার শুভেচ্ছা আর শুভকামনার জন্য।

    - ছাইফুল হুদা ছিদ্দিকী

    আমাদের জন্য দোয়া করবেন।অশেষ ধন্যবাদ শ্রদ্ধা রইল।

    • - ফেরদৌসী বেগম ( শিল্পী )

      অনেক অনেক  ধন্যবাদ আপনাকেও ছাইফুল ভাই, জন্মদিনের শুভেচ্ছার আর শুভকামনার জন্য।

    Load more comments...
Load more writings...