Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

ছাইফুল হুদা ছিদ্দিকী

১০ বছর আগে লিখেছেন

সবার প্রিয় সহ-ব্লগার অনিন্দ্য অন্তর অপুর জন্মদিন।

আজ আমাদের সবার প্রিয় সহ-ব্লগার অনিন্দ্য অন্তর অপুর জন্মদিন।

আমি এখানে অনিন্দ্য অন্তর অপুর সম্পর্কে বিশেষ কিছু না লেখে ওনার ব্লগ থেকে সরাসরি কপি করে নিলাম এবং আজকে উনার বিশেষ দিনে আপনাদের জন্য কিছু শেয়ার করলাম।
///////////////////////////////////
পৃথিবীর পথে একজন শিক্ষানবিশ
▒▓【অনিন্দ্য】▓▒░░▒▓【 অন্তর】▓▒░░▒▓【 অপু 】▓▒░▓
জন্মঃ ৩ ডিসেম্বর। পেশাঃ পৃথিবীর পথে একজন শিক্ষানবীশ।
এমবিএ, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়।
বিবিএ, ম্যানেজমেন্ট স্ট্যাডিজ, ঢাকা বিশ্ববিদ্যালয়।
****************************************
কেন আমি অনিন্দ্য অন্তর অপু ?
আমাকে জানতে আমার HOT SEAT আড্ডা দেখুন এখানে
ফেইজবুক লিংকঃ FaceBook
E-mail: anindyaantarapu@gmail.com
▓▒▒▓【অনিন্দ্য】▓▒▒▓【 অন্তর】▓▒░░▒▓【 অপু 】▓▒▓

“আমি কবি নই, শব্দ শ্রমিক। শব্দের লাল হাতুড়ি পেটাই ভুল বোধে ভুল চেতনায়।”- রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ

মাঝে মাঝে আমার মধ্যে একটা ভূত চেপে বসে। সেই ভূতটা আমায় দিয়ে কিছু বলিয়ে নিতে চায়। আমার ভিতরে আলোড়ন তুলে আমায় তোলপাড় করে ফেলে। ভূতটা কিছুতেই বুঝতে চায়না আমার ক্ষমতা নেই যে আমি আমার ভিতরের “আমি”টাকে শব্দ দিয়ে বাইরে বের করে আনব। তবু চেষ্টা করি। ইদানিং আবিষ্কার করলাম সেই ভূতটা আর কেউ নয়। আমার বিবেক, আমার মনুষ্যত্ববোধ।

আমি এখানে অন্য কিছু বলতে এসেছি। ঠিক অন্যরকম কিছু যা আমাদের বিবেককে, আমাদের মনুষ্যত্ববোধকে একটু হলেও নাড়া দেবে। আমার লেখাগুলো আমার ভিতরের সেই ভূতের গল্প।

আমার মধ্যে দুইটা “আমি”র বাস। একটা এই আমি, সুজন সরকার। যে আর পাঁচটা সাধারণ মানুষের মত ভাবে, স্বপ্ন দেখে। আর একটা আমার অন্তর। অনিন্দ্য অন্তর অপু। যে আত্মকেন্দ্রিকতার দেয়াল ভেঙ্গে পৃথিবীটাকে অন্য চোখে দেখে, বদলে দেয়ার স্বপ্ন দেখে প্রচলিত সমাজ, প্রচলিত সব বস্তাগলা পচা নিয়ম নীতির। অপেক্ষা করছি এমন একদিনের যেদিন আমার অন্তর যে স্বপ্ন দেখে, এরকম স্বপ্ন সেদিন দেখবে অনেকেই। সেদিন সত্যি পৃথিবী বদলে যাবে।
▓▒░▒▓【অনিন্দ্য】▓▒░░▒▓【 অন্তর 】▓▒░░▒▓【 অপু 】▓▒░▓


সম্পাদিত লিটল ম্যাগাজিনঃ

প্রকাশিত বইঃ একঝাঁক জোনাক


আমার লেখা গল্প এবং অন্যান্য

প্রকাশিত গল্পঃ
বুক পকেটে একটা ছবি
তুমি আমায় বিয়ে করবে?
ফেরা
ওরাও মানুষ
বউ পিটানির গল্প
নববধূকে লেখা চিঠি
তানিয়ার একদিন
মেয়েদের দিকে তাকানো পাপ


কবিতাঃ
ফিরে আয় অনিন্দিতা
ফুল ফুটতে দাও
ফিরিয়ে দে হারানো রোদ্দুর
জন্ম মৃত্যু বিয়ে
বিয়ের কার্ড
দেবতা নয়, মানুষ করে দাও
ঈশ্বর দেবতাদের সরাও
মেয়ে একটু দাড়াও
অচেনা পাপে রক্তাক্ত আমি
একটা কথা
প্রেমের প্রস্তাব
একাল আর সেকালের প্রস্থান
পৃথিবীর বুকে আঁচড়
পাচ্ছি আমি সুখ
কনে দেখা
শ্রাদ্ধ আসরে পিতা পুত্র
কেনা সুখ, বিলানো সুখ
যৌতুক
বিয়ের প্রস্তাব
লজ্জা তিলক
বার্থ ডে ট্রিট
অস্ফূট অভিশাপ
/////////////////////

শুভ জন্মদিন।
শুভ জন্মদিন।
শুভ জন্মদিন।

Likes ২৭ Comments
০ Share

Comments (27)

  • - মাসুম বাদল

    শ্রদ্ধাঞ্জলি 

    - সনাতন পাঠক

    শুভ জন্মদিন বাংলাদেশে বিজ্ঞানের পথিকৃত রসায়নবিদ, গ্রন্থকার এবং শিক্ষাবিদ ড.মুহাম্মদ কুদরত-এ- খুদা।

    ধন্যবাদ আপনাকে।

    - লুব্ধক রয়

    ধন্যবাদ আপনাকে।

    বিজ্ঞানের পথিকৃত রসায়নবিদ, গ্রন্থকার এবং শিক্ষাবিদ ড.মুহাম্মদ কুদরত-এ- খুদার জন্মদিনে শুভেচ্ছা শ্রদ্ধাঞ্জলি

    Load more comments...