Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

মোঃ খালিদ উমর

৯ বছর আগে লিখেছেন

এবার বই মেলায় আমার ৩টি বই

মম চিত্তে নিতি নৃত্যে
বিবর্ণ মেঘের বাকল সরিয়ে নষ্ট আঁধারে ধবধবে জোৎস্নার মতো হৃদয়ের যত লুকানো ভালবাসা একদিন আলোকিত করে হৃদয়ের মানুষ হৃদয়ে ফিরে আসে।
লেখক তার উপন্যাসের শিরোনামে সুন্দর শব্দ চয়ন করেছেন। মমচিত্তে নিতি নৃত্যে। ভালবাসা নিয়ে যখন মানুষ অ-রুচির অন্ধকারে আচছন্ন, ঠিক তখনই উপযুক্ত সময়ে লেখক ভালবাসা এবং জীবনের যুদ্ধ নিয়ে সৃষ্টি করেছেন সুন্দর একটি গল্প "নির্বাক বসন্ত"। প্রেম-বিচেছদের কুয়াশায় আচছন্ন মানুষের চোখ। কিন্তু এমন কোন চোখ আর মন আছে কি, যে একমাত্র একজনের জন্যে অশ্রু -শ্রাবণ বর্ষণ করে? এই গল্পে একটা বিশেষ বৈশিষ্ট্য এই যে, এই গল্পে লেখক চলার পথে এক জীবনে কতটা যুদ্ধ করতে হয় সে শুধু নিজের জন্য পরিবার এবং মনের মানুষটির জন্যেও তা ফুটিয়ে তুলেছেন। আসলে ভালবাসা এমনই হতে হয়। যে প্রেমিকা তার মনের মানুষের জন্য ভালোবাসা উজাড় করে দিতে পারে রূপে-গুণে-জ্ঞানে আর ভালবাসা দিয়ে। লেখক তার গল্পে লিখেছেন তার দুটি লাইন আমার হৃদয়কে প্রলম্ভিত করেছে, তিনি লিখেছেন, আকাশে চন্দ্র সূর্য এবং অগণিত তারকা অসংখ্য বার উদয় হয়ে আবার অস্ত গেছে, অনেক প্রতীক্ষার দুঃসহ লগ্ন পেরিয়ে গেছে দূর মহা সাগরের ওপাড়ে। নিরুর জীবনের অনেক গুলি নির্বাক বসন্ত কাউকে না জানিয়ে নিরুর চোখের নোনা জল বয়ে নিয়ে গেছে সেই কোন অচেনা সুদূর নীল জলের নীল মহাসাগরের অতলে যে সাগরে তার নিশাত ঘুরে বেড়ায়। আমি লেখকের অনেক গল্প এবং কবিতা পড়েছি প্রতিটি লেখাই আমাকে মুগ্ধ করেছে। আমিনুল ইসলাম, এডমিন, বন্ধু ব্লগ
বইয়ের নামঃ মম চিত্তে নিতি নৃত্যে
লেখকঃ মোহাম্মদ খালিদ উমর
প্রকাশকঃ নওরোজ সাহিত্য সম্ভার
প্রচ্ছদঃ সৈয়দ ওয়াহিদুজ্জামান
মূল্যঃ ২৫০ টাকা (২০%-২৫% কমিশন)
বইয়ের ধরণঃ উপন্যাস
প্রাপ্তিস্থানঃ
১। নওরোজ সাহিত্য সম্ভার, ৪৬ পি কে রায় রোড, বাংলা বাজার,... continue reading
Likes Comments
০ Shares

Comments (2)

  • - তাহমিদুর রহমান

    নক্ষত্র ব্লগে নিয়মিত লিখছেন দেখে ভাল লাগছে দাদা। দেখা হলে কথা হবে। ভাল থাকুন। শুভ ব্লগিং। 

    - আলমগীর সরকার লিটন

    জ্বি দাদা অবশ্যই

    সুন্দর মন্তব্য করার জন্য

    শুভেচ্ছা রইল- ভাল থাকুন

মোঃ খালিদ উমর

১০ বছর আগে লিখেছেন

সোনালী আহ্বান

বরষ পরে আবার এসেছ বৈশাখ
সোনার তরী বেয়ে
স্বাগতম, স্বাগতম হে নতুন
তোমায় বরণ করি ভালবেসে।
 
প্রভাতী তারার মালা গলায় পরে
সুখের পায়রা হয়ে চঞ্চল পায়ে
এনেছ আবার দূরন্ত মৌসুমী ঝড়
কাঠ ফাটা তৃষা
চাতকীর চেয়ে থাকা আকাশে।
 
মেঘে মেঘে ঢালো বারিধারা
সাজাতে সুখের ধরনী
হৃদয়ে সঞ্চারো আশা
দ্বীপ জ্বালো সোনার বরনী।
 
শূন্যতার অভিশাপ করে উন্মোচন
এসো আবার নতুন করে
ফুলে ফুলে ভরে দাও তৃষিত ভালবাসা
মুছে দাও বেদনা কান্না
তোমার মধুর আহ্বানে।
 
continue reading
Likes Comments
০ Shares

Comments (1)

  • - কেতন শেখ

    অনেক পছন্দের লেখা হয়ে থাকবে। জয় হোক।

    • - মুন জারিন আলম

      যতই হানাহানি হোক না

      বিবেক অলস বিছানায় শুয়ে থাকে না ।

      উঠে পড়ে লেগে যায়

      “তাকে” আয়ুধ ভেবে ।।

      বাহ চমৎকার।

    • Load more relies...
    - তৌফিক মাসুদ

     ভালো লাগল কবিতার কথাগুলো। শুভকামনা। 

    • - প্রলয় সাহা

      অনেক ধন্যবাদ দাদা

    - রোদের ছায়া

    বাহ ভিন্ন ধারান লেখনী। খুব ভালো লাগলো কবিতিকা।

    • - প্রলয় সাহা

      ধন্যবাদ

মোঃ খালিদ উমর

১০ বছর আগে লিখেছেন

ফাল্গুনের গান

জল ঝরাইয়া মায়ের চোখে
শিমুল ফুলের কলি
কেন সাজাইলা ফাগুনেরে
রক্তে রাঙ্গা তুলি।।
এই মাসেতে গান থামাইল
সবুজ বনের পাখি
পথ হারাইল পায়রা গুলি
মেইলা সজল আঁখি
রফিক শফিক ছালাম বরকত
নিজে হইল বলি।।
গুলির মুখে শহীদ হইল
কত সোনার চান
কেহ বলে আল্লা রসুল
কেউবা ভগবান
যাদের কথায় গাইল যে গান
দোয়েল শ্যামা বুলবুলি।।
continue reading
Likes Comments
০ Shares

Comments (2)

  • - আজিম হোসেন আকাশ

    শুভ কামনা রইল।

মোঃ খালিদ উমর

১০ বছর আগে লিখেছেন

সুরের মেলা

 
যদি আমায় ভুলে যাও তুমি
ভুলো না আমার এ গান
ঘুম ভাঙ্গা রাতে এ গান গেয়ে
জুড়িয়ো তোমার প্রাণ।।
 
যদি নিশীথে জাগে মনে
শিয়ের দীপ জ্বেলে বাতায়নে
খুঁজো আমায় তারার মিছিলে
রাত জাগা পাখি হয়তোবা
শোনাবে আমারই গান।।
 
বিকেলে মিষ্টি রোদে বসে
দৃষ্টি মেলে দিও দূর গগনে
কখনো খুঁজে সন্ধ্যায় সেই
উদাস নদীর তীরে আমারই সুরে
শুনো পাখির গান।।
continue reading
Likes Comments
০ Shares

Comments (1)

  • - ঘাস ফুল

    কেন মারা হল, সেটা জানা গেলো না। তবে যুবকটির মধ্যে কোন অতৃপ্তি ছিল না মনে হয়। জীবনে আদর, ভালোবাসা, সোহাগ সবই পেয়েছে। তাই বুঝি মৃত্যুর পরও মুগ্ধ দৃষ্টিতেই চেয়েছিল। 

    যুবকটির অন্যায় বলতে বড় ভাইয়ের সাথে বেয়াদবির কথা বলা হয়েছে শুধু। কিন্তু কীভাবে এই বেয়াদবি করলো বা তা আদৌ কোন বেয়াদবি কিনা সেটাও জানি না। তবে শুধু বেয়াদবির জন্য মানুষের জীবন যারা নেয়, তারা আর যাই হোক, মানুষ না। কোন মানুষেরই অন্য কোন মানুষের প্রাণ নেবার অধিকার নাই, তা সে যত বড় অন্যায়ই করুক। আইন আছে, আদালত আছে। অন্যায়কারীকে আইনের কাঠগড়ায় দাড়া করানো উচিৎ, মেরে ফেলা নয়। 

    আপনার লেখনী খুব ভালো হয়েছে। ধারাবর্ণনা বেশ সাবলীল। পড়তে খুব ভালো লেগেছে। গল্পটা পূর্বে প্রকাশিত না হলে, প্রতিযোগিতার জন্য বিবেচনা করা যেতে পারে। ধন্যবাদ ফয়সাল আহমেদ। 

    • - শাহিন মোহাম্মাদ ফয়সাল

      মূলত গল্পটি লেখা যখন শুরু করি, তখন আমার মনের মধ্যে ছিল যে একটি মানুষের মৃত্যু কতখানি অসহায় হতে পারে? সেখান থেকেই মাথায় এলো যে ভূল বোঝাবুঝিতে মৃত্যু। গল্পের যুবকটি জানেই না যে সে কি ভূল করেছে, খুনি সাদেকও জানে না, সাদেক কেবল জানে সে টাকা নিয়েছে এবং কাজটা করছে। ভুল করে অন্য একজনকে ধরে এনে খুন করার ব্যাপারটি সাদেক হয়তো বুঝতে পারবে যখন তার বস এসে যুবকটিকে দেখবে।

      আর আমার গল্পের মূল সময়টি হচ্ছে পিস্তলের নল থেকে বুলেটটি বের হয়ে যুবকটির কপালে আঘাত হানার মাঝের কয়েকটি মুহূর্ত। জীবনের প্রতি প্রবল ঘৃণা থাকলেও মৃত্যু নিশ্চিত জেনে যখন যুবকটি পিছনে ফিরে তাকায়, তখন তার চোখের সামনে তার প্রিয় মানুষগুলোর চেহারাই ভেসে উঠে, যাদের সাথে জড়িয়ে আছে তার জীবনের আনন্দময় সময়গুলো। তাই শেষ সময়ের ঘৃণাটি ঠিক ঐ মুহূর্তে ভালোবাসার মানুষগুলোর স্পর্শে মুগ্ধতায় রূপ নেয়। 

       

      গল্পটি আপনার ভালো লেগেছে জেনে বেশ অনুপ্রাণিত হলাম। আর না, লেখাটি আগে আর কোথাও প্রকাশিত হয়নি। আপনাকেও ধন্যবাদ ঘাস ফুল। 

    - নুসরাত জাহান আজমী

    মৃত্যুর কারণটা জানা হল না। মনে হচ্ছে এটা আসলেই ভুল বুঝাবুঝি টাইপ কিছু।
    মৃত্যুর খুব কাছে দাঁড়িয়ে এলোমেলো চিন্তাভাবনা গল্পটাকে আরও সুন্দর করে তুলেছে। ভালো লাগলো।

    - শাহিন মোহাম্মাদ ফয়সাল

    আপনার ভালো লেগেছে জেনে আমারও ভালো লাগলো।

    ধন্যবাদ আপনাকে। 

    Load more comments...

মোঃ খালিদ উমর

১০ বছর আগে লিখেছেন

ইন্টার্ভিউ

বড় আশা নিয়ে চলেছি ঢাকা
ফেরাতে যদি পারি
জীবনের চাকা।
কাল যে সেখানে ইন্টার্ভিউ
জানি না ভাই
চাকরী দাতার মনের ভিউ।
মামা নেই খালু নেই
আছে শুধু আশা
জানি এ যুগে তার
নেই কোন ভরসা।
পথে যেতে বলি মনে
কি জানি কি প্রশ্ন হেঁকে বসে,
ভেবে হই অস্থির
জবাব দিব কিসে?
ঘামে জলে মিশে একাকার হয়ে
যেই এসে দাঁড়ালাম
টেবিলের ওপাশে বড় সাহেব বলে হেসে
নামটা তোমার বল শুনি।
যেই ভাবা সেই কাজ
হাটিতে যে শুরু হলো কাঁপুনি।
নিজের নাম ভুলে বললাম বাবার নাম
সাহেব রেগে বলে থাম বেটা থাম।
কি আর করি ভেবে হই দিশে হারা
কোথায় কি ভুল করলাম
চাকুরীটা বুঝি খোয়ালাম।
কি জানি কি ভেবে
সাহেব বলল অবশেষে,
বলতে যদি পার তুমি
কোথায় বিলাতের রাজধানী
চাকরীটা তোমায় দেব ঠিক জানি।
ভ্যাবাচ্যাকা খেয়ে বললাম
আগে তো কখনো এ নাম শুনিনি,
মনে মনে খুঁজে পেয়ে
সাহস করে বললাম
হলেও হতে পারে নয়া দিল্লী-
শুনেই সাহেব রেগে বলে দাঁড়িয়ে
চোপ ব্যাটা ভাগ।
 
continue reading
Likes Comments
০ Shares

Comments (1)

  • - আসাদুস জামান বাবু

    ভালো লিখছেন  অভিন্দন আপনাকে প্রথম ভোট দিলাম আমি

    • - সকাল রয়

      আপনার ভোট দেয়ার পরও শূন্য দেখাচ্ছে__

      লেখাটা ভালো লাগলো  তা ই____ 

    - জাকিয়া জেসমিন যূথী

    কবিতার শিরোনাম লেখায় সামান্য ভুল খুঁজে পেলাম। সেটি সংশোধন না হয়েও কেন এটি সেরা লেখার নির্বাচনে আসলো তার সদুত্তর পেলে ভালো লাগতো। 'গ্রেট পয়েম বাই গাজী সাইফুল ইসলাম' শিরোনাম পছন্দ হয় নাই। খুউব আগ্রহ নিয়েই ভোট দেয়ার জন্য প্রবেশ করেছিলাম এখানে। 

    'ঘুণে ধরা মন, মসজিদ ও মন্ডব থেকে সাবধান' কবিতার শিরোনাম দেয়া হলে পছন্দ হতো। 

    কিছু বানানে মিসটেক চোখে পরলো। লেখা সাবমিটের সময় লেখায় অনেক ভুলই থেকে যায়। পরে সেটা পড়ে দেখা এবং তা সংশোধন করে দেয়া লেখকের কর্তব্য। 

    আমার চোখে যেসব ভুল চোখে পরলো সেগুলো একটু ধরিয়ে দিয়ে যাচ্ছি; ... 

    মন্ডব=মন্ডপ

    কুলশিত=কলুশিত/কলুষিত (সঠিক বানানটা অবশ্যই কুলশিত নয়!)

    ...জবাব পেলে আরও কিছু বলার অপেক্ষায় আছি। 

    ধন্যবাদ ও শুভকামনা। 

Load more writings...