Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

মোঃ খালিদ উমর

১০ বছর আগে লিখেছেন

ইন্টার্ভিউ

বড় আশা নিয়ে চলেছি ঢাকা
ফেরাতে যদি পারি
জীবনের চাকা।
কাল যে সেখানে ইন্টার্ভিউ
জানি না ভাই
চাকরী দাতার মনের ভিউ।

মামা নেই খালু নেই
আছে শুধু আশা
জানি এ যুগে তার
নেই কোন ভরসা।
পথে যেতে বলি মনে
কি জানি কি প্রশ্ন হেঁকে বসে,
ভেবে হই অস্থির
জবাব দিব কিসে?

ঘামে জলে মিশে একাকার হয়ে
যেই এসে দাঁড়ালাম
টেবিলের ওপাশে বড় সাহেব বলে হেসে
নামটা তোমার বল শুনি।
যেই ভাবা সেই কাজ
হাটিতে যে শুরু হলো কাঁপুনি।
নিজের নাম ভুলে বললাম বাবার নাম
সাহেব রেগে বলে থাম বেটা থাম।

কি আর করি ভেবে হই দিশে হারা
কোথায় কি ভুল করলাম
চাকুরীটা বুঝি খোয়ালাম।
কি জানি কি ভেবে
সাহেব বলল অবশেষে,
বলতে যদি পার তুমি
কোথায় বিলাতের রাজধানী
চাকরীটা তোমায় দেব ঠিক জানি।

ভ্যাবাচ্যাকা খেয়ে বললাম
আগে তো কখনো এ নাম শুনিনি,
মনে মনে খুঁজে পেয়ে
সাহস করে বললাম
হলেও হতে পারে নয়া দিল্লী-
শুনেই সাহেব রেগে বলে দাঁড়িয়ে
চোপ ব্যাটা ভাগ।

 

Likes Comments
০ Share

Comments (1)

  • - আসাদুস জামান বাবু

    ভালো লিখছেন  অভিন্দন আপনাকে প্রথম ভোট দিলাম আমি

    • - সকাল রয়

      আপনার ভোট দেয়ার পরও শূন্য দেখাচ্ছে__

      লেখাটা ভালো লাগলো  তা ই____ 

    - জাকিয়া জেসমিন যূথী

    কবিতার শিরোনাম লেখায় সামান্য ভুল খুঁজে পেলাম। সেটি সংশোধন না হয়েও কেন এটি সেরা লেখার নির্বাচনে আসলো তার সদুত্তর পেলে ভালো লাগতো। 'গ্রেট পয়েম বাই গাজী সাইফুল ইসলাম' শিরোনাম পছন্দ হয় নাই। খুউব আগ্রহ নিয়েই ভোট দেয়ার জন্য প্রবেশ করেছিলাম এখানে। 

    'ঘুণে ধরা মন, মসজিদ ও মন্ডব থেকে সাবধান' কবিতার শিরোনাম দেয়া হলে পছন্দ হতো। 

    কিছু বানানে মিসটেক চোখে পরলো। লেখা সাবমিটের সময় লেখায় অনেক ভুলই থেকে যায়। পরে সেটা পড়ে দেখা এবং তা সংশোধন করে দেয়া লেখকের কর্তব্য। 

    আমার চোখে যেসব ভুল চোখে পরলো সেগুলো একটু ধরিয়ে দিয়ে যাচ্ছি; ... 

    মন্ডব=মন্ডপ

    কুলশিত=কলুশিত/কলুষিত (সঠিক বানানটা অবশ্যই কুলশিত নয়!)

    ...জবাব পেলে আরও কিছু বলার অপেক্ষায় আছি। 

    ধন্যবাদ ও শুভকামনা।