Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

মোঃ খালিদ উমর

১০ বছর আগে লিখেছেন

সুরের মেলা

 

যদি আমায় ভুলে যাও তুমি

ভুলো না আমার এ গান

ঘুম ভাঙ্গা রাতে এ গান গেয়ে

জুড়িয়ো তোমার প্রাণ।।

 

যদি নিশীথে জাগে মনে

শিয়ের দীপ জ্বেলে বাতায়নে

খুঁজো আমায় তারার মিছিলে

রাত জাগা পাখি হয়তোবা

শোনাবে আমারই গান।।

 

বিকেলে মিষ্টি রোদে বসে

দৃষ্টি মেলে দিও দূর গগনে

কখনো খুঁজে সন্ধ্যায় সেই

উদাস নদীর তীরে আমারই সুরে

শুনো পাখির গান।।

Likes Comments
০ Share

Comments (1)

  • - ঘাস ফুল

    কেন মারা হল, সেটা জানা গেলো না। তবে যুবকটির মধ্যে কোন অতৃপ্তি ছিল না মনে হয়। জীবনে আদর, ভালোবাসা, সোহাগ সবই পেয়েছে। তাই বুঝি মৃত্যুর পরও মুগ্ধ দৃষ্টিতেই চেয়েছিল। 

    যুবকটির অন্যায় বলতে বড় ভাইয়ের সাথে বেয়াদবির কথা বলা হয়েছে শুধু। কিন্তু কীভাবে এই বেয়াদবি করলো বা তা আদৌ কোন বেয়াদবি কিনা সেটাও জানি না। তবে শুধু বেয়াদবির জন্য মানুষের জীবন যারা নেয়, তারা আর যাই হোক, মানুষ না। কোন মানুষেরই অন্য কোন মানুষের প্রাণ নেবার অধিকার নাই, তা সে যত বড় অন্যায়ই করুক। আইন আছে, আদালত আছে। অন্যায়কারীকে আইনের কাঠগড়ায় দাড়া করানো উচিৎ, মেরে ফেলা নয়। 

    আপনার লেখনী খুব ভালো হয়েছে। ধারাবর্ণনা বেশ সাবলীল। পড়তে খুব ভালো লেগেছে। গল্পটা পূর্বে প্রকাশিত না হলে, প্রতিযোগিতার জন্য বিবেচনা করা যেতে পারে। ধন্যবাদ ফয়সাল আহমেদ। 

    • - শাহিন মোহাম্মাদ ফয়সাল

      মূলত গল্পটি লেখা যখন শুরু করি, তখন আমার মনের মধ্যে ছিল যে একটি মানুষের মৃত্যু কতখানি অসহায় হতে পারে? সেখান থেকেই মাথায় এলো যে ভূল বোঝাবুঝিতে মৃত্যু। গল্পের যুবকটি জানেই না যে সে কি ভূল করেছে, খুনি সাদেকও জানে না, সাদেক কেবল জানে সে টাকা নিয়েছে এবং কাজটা করছে। ভুল করে অন্য একজনকে ধরে এনে খুন করার ব্যাপারটি সাদেক হয়তো বুঝতে পারবে যখন তার বস এসে যুবকটিকে দেখবে।

      আর আমার গল্পের মূল সময়টি হচ্ছে পিস্তলের নল থেকে বুলেটটি বের হয়ে যুবকটির কপালে আঘাত হানার মাঝের কয়েকটি মুহূর্ত। জীবনের প্রতি প্রবল ঘৃণা থাকলেও মৃত্যু নিশ্চিত জেনে যখন যুবকটি পিছনে ফিরে তাকায়, তখন তার চোখের সামনে তার প্রিয় মানুষগুলোর চেহারাই ভেসে উঠে, যাদের সাথে জড়িয়ে আছে তার জীবনের আনন্দময় সময়গুলো। তাই শেষ সময়ের ঘৃণাটি ঠিক ঐ মুহূর্তে ভালোবাসার মানুষগুলোর স্পর্শে মুগ্ধতায় রূপ নেয়। 

       

      গল্পটি আপনার ভালো লেগেছে জেনে বেশ অনুপ্রাণিত হলাম। আর না, লেখাটি আগে আর কোথাও প্রকাশিত হয়নি। আপনাকেও ধন্যবাদ ঘাস ফুল। 

    - নুসরাত জাহান আজমী

    মৃত্যুর কারণটা জানা হল না। মনে হচ্ছে এটা আসলেই ভুল বুঝাবুঝি টাইপ কিছু।
    মৃত্যুর খুব কাছে দাঁড়িয়ে এলোমেলো চিন্তাভাবনা গল্পটাকে আরও সুন্দর করে তুলেছে। ভালো লাগলো।

    - শাহিন মোহাম্মাদ ফয়সাল

    আপনার ভালো লেগেছে জেনে আমারও ভালো লাগলো।

    ধন্যবাদ আপনাকে। 

    Load more comments...