Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.
Lifestyle Image

টিভি কোথায় রাখবেন

প্রয়োজন ও গুরুত্ব অনুসারে যে সকল আসবাবপত্র প্রায় নিত্য প্রয়োজনীয় তার মধ্যেই অন্যতম হলো টিভি। টেলিভিশন কোথায় রাখবেন বা কোথায় রাখা উচিত আজ আমরা তাই জানবো-

* টিভি সেটটি বেডরুমে না রাখাই ভালো৷ যদি একান্তই রাখতে চান তাহলে শয়নকক্ষের উত্তর-পশ্চিম কোণে রাখতে পারেন৷
* সব থেকে ভালো হয় ড্রয়িং/লিভিং রুমের দক্ষিণ-পূর্ব দিকে যদি আপনার টিভি সেটটি রাখতে পারেন৷
* বেডরুমে যদি রাখেন তবে খাটের থেকে কমপক্ষে দু'মিটার দূরে রাখবেন৷
* আর তা যদি ড্রয়িং/লিভিং রুমে হয়, তাহলে তার সিটিং অ্যারেঞ্জমেন্টের থেকে দু-তিন মিটার দূরে রাখা উচিত৷

...ডিভিডি প্লেয়ার, সেট-টপ বক্স, ডিটিএইচ, মিউজিক সিস্টেমের ক্ষেত্রেও উপরিউক্ত টিপস প্রযোজ্য। তাই টেলিভিশনের অবস্থানের সঙ্গে সামঞ্জস্য ও মিউজিক সিস্টেমের প্লেসমেন্ট হওয়া উচিত৷

টিপস- এই সমস্ত ইলেকট্রিকাল গ্যাজেটের 'ভলিউম লেবেল' অত্যন্ত চড়া না হওয়াই বাঞ্ছনীয়৷ অত্যন্ত উচ্চ স্তরের যেকোনো শব্দ গৃহস্থ বাড়ির পক্ষে অমঙ্গলজনক।