Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

ফাতেমা সুমিন

৮ বছর আগে লিখেছেন

আইন অনুযায়ী সম্পত্তিতে নারীর অধিকার

আমাদের সমজে এখনও নারীরা অনেক কিছু থেকে বঞ্চিত। নারীরা যত শিক্ষিতই হোন না কেন অনেক জায়গায় তাদেরকে এখনও বোঝা হিসেবে মনে করা হয়। এমনকি তাদেরকে সম্পত্তি থেকেও বঞ্চিত করা হয়।   এমন অনেক দেখা গিয়েছে অনেক সময় স্বামী মারা গেলে নারীদেরকে তার স্বামীর সম্পত্তির ভাগ দেওয়া হচ্ছে না। কিন্তু আইন অনুযায়ে স্বামী মারা গেলে স্বামীর সম্পত্তির ভাগ স্ত্রীরা পান। আবার গ্রামে এখনো অনেক নারী উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি থেকে বঞ্চিত হচ্ছেন। কিন্তু মুসলিম আইন অনুযায়ী বাবার সম্পত্তিতে একজন ছেলে সন্তান যেভাবে সম্পদের ভাগ পায়, তেমনি কন্যা সন্তানও তার বাবার সম্পত্তির ভাগ পান।     সম্পত্তিতে নারীর অধিকার একজন পুরুষ যেমন উত্তরাধিকারসূত্রে বাবা মায়ের কাছ থেকে সম্পত্তির অধিকার পান তেমনি একজন মেয়েও বাবা মায়ের সম্পত্তি পাবার অধিকার রাখেন। ইসলাম ধর্ম আনুযায়ী নারীদের পিতার এবং স্বামীর উভয়ের সম্পত্তির ওপর আধিকার আছে। একজন নারী, মেয়ে হিসাবে তার পিতার সম্পত্তিতে ২:১ অনুপাতে সম্পত্তি পেয়ে থাকেন। আবার স্ত্রী হিসাবে স্বামীর সম্পত্তির অংশও পেয়ে থাকেন। মা হিসেবে সন্তানের কাছ থেকেও সম্পত্তি পাওয়ার অধিকার থাকে।   স্বামী মারা গেলেও একজন নারী স্বামীর সম্পত্তির ভাগ পাবেন। আইন অনুযায়ী একজন বিধবা নারীকে তাঁর স্বামীর মৃত্যুর পর কোনোভাবেই তাঁর বাসস্থান থেকে জোর করে বের করে দেওয়া যাবে না। তার প্রাপ্য সম্পত্তি তাঁকে বুঝিয়ে দিতে হবে। একজন বিধবা স্ত্রী স্বামীর রেখে যাওয়া সম্পত্তির সন্তান থাকা অবস্থায় ১/৮ এবং সন্তান না থাকলে ১/৪ অংশ পাবেন। তাই কেউ বিধবাকে সম্পত্তি থেকে বঞ্চিত করতে চাইলে কিংবা তার সম্পত্তি দখল করে নিলে তিনি আদালতের আশ্রয় নিতে পারেন।   স্বামীর সম্পত্তি ভাগের ক্ষেত্রে স্ত্রী সবসময়য় অগ্রধিকার পাবে। প্রথমে স্ত্রী সম্পত্তি পাবে তারপর ছেলে মেয়েদের মধ্যে সম্পত্তি বন্টন... continue reading
Likes Comments
০ Shares

ফাতেমা সুমিন

৯ বছর আগে লিখেছেন

ব্লো জব

দুই বন্ধু বনের ধারে ক্যাম্পিং করতে গেছে।
সারাদিন লাফালাফি জাপাজাপি করে খুব আনন্দে কাটালো।
এবার চন্দ্রিমা রাতটাকে স্মরনীয় করে রাখার পালা, তাই তারা তাবু টানালো, তাবুর বাইরে আগুন জ্বালালো, রক মিউজিক এর তালে তালে চললো মদ্য পান আর গান। রঙ্গীন নেশায় বুদ হয়ে গেল দুই বন্ধু।
“ দুস্ত এই যে আমাদের সামনে যে নদী দেখতে পাচ্ছিস এই নদী বানাইতে না জানি কত্ত লিটার পানি লাগছে !! এতো পানি পাইলো কই?”

দ্বিতীয় বন্ধু “ তোর না কোন আক্কেল হইল না, বেটা এইরকম নদীতো আমি মুইতাই বানাইতে পারি, বইলা দেখ একবার”
“ ওকে, তাইলে তুই এক কাজ কর, আমার পিছনে যে জংগল আছে এইটা মুইতা ভাসাইয়া একটা নদী বানাইয়া দে!”
দ্বিতীয় বন্ধুঃ এইটা কোন ব্যাপারই না, বলে চেইন খুলতে খুলতে জংগলে ঢুকে মুততে বসে গেল। “দুই মিনিট পরেই চীৎকার দিয়ে লাফিয়ে জংগল থেকে বেরিয়ে এলো।
“কি রে চীৎকার করছিস কেন? নদীর মধ্যে কি কুমির দেখলি নাকি?”
দ্বিতীয় বন্ধুঃ না রে দুস্ত আমারে তুই বাচাঁ, আমার লিংগের মাথায় সাপে কামড়েছে !!
“সে কি রে!! তুই ভয় পাস নে, আমি দেখি পাশের শহরে ডাক্তার পাই কিনা। “
এই বলে সে শহরে গেল এবং অবশেষে একজন ডাক্তারও খুজে পেল কিন্তু সে কিছুতেই জংগলে আসবে না, তাই তাকে পরামর্শ দিল তুমি গিয়ে চুষে বিষ বের করে ফেল দেখবে সে ভালো হয়ে গেছে।
ডাক্তারকে ধন্যবাদ দিয়ে সে আবার দৌড়ে ফিরে এলো জংগলে।
দ্বিতীয় বন্ধুঃ কি রে দুস্ত ডাক্তারের কি দেখা পাইলি?
“হ দুস্ত ডাক্তারের দেখা পাইছিলাম, সে একটা পরামর্শ…
দ্বিতীয় বন্ধুঃ কি পরামর্শ? ডাক্তার কি বলল দুস্ত, ডাক্তার কি বলেছে…!
“ ডাক্তার বলল একজন নারীই কেবল... continue reading
Likes Comments
০ Shares

Comments (1)

  • - তাহমিদুর রহমান

    চমৎকার 

    • - সোহেল আহমেদ পরান

      ধম্যবাদ তাহমিদ ভাই ।।

      শুভেচ্ছা emoticons

ফাতেমা সুমিন

৯ বছর আগে লিখেছেন

এই কেমন জরিপে বাংলাদেশ

সম্প্রতি গুগলে প্রকাশিত 'সেক্স' শব্দটি অনুসন্ধানের ক্ষেত্রে কোনো দেশের অবস্থানবিষয়ক এক প্রতিবেদনে বাংলাদেশের নাম উঠে এসেছে। 
এক্ষেত্রে চলতি বছর বাংলাদেশের অবস্থান তৃতীয়। শ্রীলঙ্কা প্রথম এবং ভারত দ্বিতীয় অবস্থানে রয়েছে। খবর মিররের।   গুগলের প্রতিবেদন অনুযায়ী দেশের অবস্থানবিষয়ক তালিকা করতে প্রথমে কোনো দেশের নির্দিষ্ট শব্দের অনুসন্ধান কতটা করা হয় এর তথ্য নেওয়া হয়। এর ওপর ভিত্তি করে ওই দেশে নির্দিষ্ট শব্দটি অনুসন্ধানের মান দেওয়া হয়। পরে সব দেশের পাওয়া নাম একসঙ্গে নিয়ে তৈরি হয় তালিকা। ‘সেক্স’ শব্দটি অনুসন্ধানের ক্ষেত্রে দেশের অবস্থানের তালিকা করতেও এ পদ্ধতি অনুসরণ করা হয়েছে।
  continue reading
Likes Comments
০ Shares

Comments (1)

  • - আলমগীর সরকার লিটন

    ওরে মরণ নাথ

    ঢেউ তুলিস অশ্রুধারা

    বেদনা -------

ফাতেমা সুমিন

৯ বছর আগে লিখেছেন

মাল্টিটাস্কিং স্মৃতির জন্য মোটেই ভালো নয়

মোবাইল ফোনে কথা বলতে বলতে ফেসবুক চ্যাট, হাতে রান্নার খুন্তি – এমন দৃশ্য তেমন বিরল নয়৷ কিন্তু এমন ‘মাল্টিটাস্কিং’ নাকি স্মৃতিভাণ্ডারের জন্য মোটেই ভালো নয়৷
 

 
  continue reading
Likes Comments
০ Shares

Comments (0)

  • - টোকাই

    বেশ ভালো তথ্য।

ফাতেমা সুমিন

৯ বছর আগে লিখেছেন

নারীর চাকরি ছাড়ার যত কারণ

চাকরিটা সোনার হরিন। সোনার হরিন হাতে পাওয়ার পর সোনার হরিনের কারণে যদি ব্যক্তিগত জীবন বিষাদে পরিণত হয় তাহলে অনেক নারী চাকরি ছেড়ে দেন।
অধিকাংশ অফিসে মাতৃত্বকালীন ছুটি দেয়া হয় না। দিলেও পুরো ছয় মাস দেয়া হয় না। এসব কারণে অনেক নারী চাকরি ছেড়ে দেন। এছাড়া মাতৃত্বকালীন ছুটি শেষে সন্তানের দেখভালের কেউ না থাকায় সন্তানের সুস্বাস্থ্য ও ভবিষ্যতের কথা চিন্তা করে অনেক নারী কর্মক্ষেত্রে আর যোগদান করেন না।
বিয়ের পর স্বামীর বাড়ির লোকজন বিশেষ করে শ্বশুড়-শ্বাশুড়ি চায় না ছেলের বউ চাকরি করুক। স্বামীর বাড়ির লোকজনের অসহযোগীতা এবং সংসারের শান্তির কথা ভেবে অধিকাংশ নারী চাকরি ছেড়ে দেন।
চাকরি করে অনেক নারী সংসারের সব কাজ সামালে নিতে পারেন না। ফলে সংসার-চাকরি টালমাটাল অবস্থায় চলতে থাকে। সংসারকে টালমাটাল অবস্থা থেকে মুক্তি দিতে অনেক নারী চাকরি ছেড়ে দেন।
বদলির চাকরি হলে নারীরা থাকা-খাওয়া বিশেষ করে নিরাপত্তার কথা ভেবে এবং স্বামীর কর্মস্থল এবং নিজের কর্মস্থল যদি একই জায়গায় না হয় সে কারণেও চাকরি ছেড়ে দেন।
একই অফিসে একজন পুরুষ এবং একজন নারী একই কাজ করলেও বেতন বৈষম্য কিংবা পদন্নোতির বৈষম্য করা হলে, অফিসের অতিরিক্ত কাজের চাপে ব্যক্তিগত জীবন ক্ষতিগ্রস্থ হলে কিংবা নারীর কাজের স্বীকৃতি না দিলে ক্ষোভে চাকরি ছেড়ে দেন।
অফিসের বস কিংবা অন্যান্য সহকর্মীরা যদি নানাভাবে যৌন হয়রানি করে থাকেন তাহলে নারীরা নিজের নিরাপত্তা ও মানসম্মানের কথা চিন্তা করে কিংবা নিজের কাজ নিয়ে অসন্তুষ্ট, কাজের প্রতি আগ্রহ না থাকলেও কর্মক্ষেত্র থেকে বিদায় নেন।
শুধুমাত্র রাজনীতিবিদরাই রাজনীতি করেন না। অনেক অফিসেও নোংরা রাজনীতির চর্চা হয়। একবার অফিসে নোংরা রাজনীতির শিকার হলে তা থেকে নিজেকে বের করে আনা কষ্টকর। অফিসের নোংরা রাজনীতি... continue reading
Likes Comments
০ Shares

Comments (0)

  • - রব্বানী চৌধুরী

    ভালো লাগার শব্দ মালায় লেখা কবিতা খুব ভালো লাগলো। শুভেচ্ছা জানবেন, ভালো থাকবেন।  

    - টোকাই

    অসাধারণ ! দারুণ !

     

    যদি অনুমতি দেন আমি কি আপনার কবিতাটি নিয়ে গান বানাতে পারি??

Load more writings...