Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

মোহাম্মদ মুশফিকুর রহমান মুশফিক

৯ বছর আগে লিখেছেন

[টাকার মায়া]

সাদা শার্ট ভিজে চপচপ করছে ...
ঘাম নাকি রক্তে... অন্ধকারে বোঝা মুশকিল...
পেছন থেকে দুইজন মুখোশধারি ধরে ছিল হাত-মুখ...
সামনে দাড়িয়ে থাকা লোকটার...হাতে রগরগে ছুরি...
সেখানে আমার শরীরেরই... তাজা রক্ত লেগে আছে...
টপ টপ করে পড়ে গেলো রক্ত ... দুই এক ফোঁটা...!
এতো কিছুর পরেও গলির মাঝে...
মুখে আমার আতঙ্কের বদলে... বিজয়ের হাসি ...!
প্রান গেলেও চাঁদার টাকা দেই নি কুকুরগুলোকে...
মুখে নিয়ে... গিলে ফেলেছি... !!!
--------------------------
[টাকার মায়া]-কাল্পনিক
continue reading
Likes Comments
০ Shares

মোহাম্মদ মুশফিকুর রহমান মুশফিক

৯ বছর আগে লিখেছেন

নভেম্বর ব্ল্যাক আউট ...!!!

সারাদিন কারেন্ট না থাকার পর... রাত পৌনে বারো টায় কারেন্ট যখন আসলো...
আনন্দে চারিদিকে চিৎকার...!! খুশিতে আত্মহারা... এলাকার ভাইয়েরা মিছিল শুরু করে দিলো... একজন তো মিছিলের স্লোগান ঠিক করতে না পেরে "জয় বাংলা" চিৎকার দিয়ে উঠছে ...!!!
 
এলাকার বড় ভাই "বিদ্যুৎ ভাই" দরজা খুলে উকি দিতেই আনন্দিত মানুষজন উনাকে 'কোলে করে' বাইরে নিয়ে আসলো...! কারেন্ট তো আর ধরা যায় না...! তাই ... "বিদ্যুৎ ভাই" কেই ওরা মাথায় তুলে মিছিল করতে লাগছে...!!!
 

কে যেন অতি উৎসাহে ''লিকলিকে'' গড়নের "বিদ্যুৎ-ভাই" কে শূন্যে ভাসিয়ে আর ধরতে পারলো না...। মাটিতে পড়ে যাবার সময়... ডান কোমরে হাল্কা 'মটমট' করে শব্দ হল...! ততক্ষণে বিদ্যুৎ ভাই এর "মাগো... ও মাগো... " বলে চিৎকার করায়
মিছিল ওখানেই শেষ...।।    
সবাই তাকে 'চ্যাংদোলা' করে নিয়ে বাসায় বিছানায় 'উপুথ করে' শোয়ায় দিয়ে আসছে...
সকালে উনাকে বাসার সামনে সারা মুখে পেস্ট নিয়ে দাঁত ব্রাশ দেখা গেছে ...!
((যদিও বাম সাইডে একটা দেয়ালের উপর ঠেশ দেয়া অবস্থায়...।। ))
কিন্তু উনার হাসি দেখলে মনে হবে কাল রাতে যেন কিছুই হয় নি ...!

প্রচণ্ড বেলাইনে কিউট জাতি আমরা... ...
কাল সারাদিন এতো বড় দুর্যোগ গেলো..!. অথচ সকালে উঠেই বেমালুম ভুলে গেলাম...! আশেপাশের সবার কথা শুনে মনে হচ্ছে... "১২ ঘণ্টা সারাদেশে কারেন্ট থাকবেনা এটাই স্বাভাবিক...।।"
আমি গ্রামের বাড়িতে ফোন দিছিলাম... চাচা কইলো...
-- বাবা রে..."" আমাদের এহানে কারেন্ট খুব বেশি থাহেনা... তাই কারেন্ট কহনও যায় না বরং কারেন্ট আসে...! আইজকা কারেন্ট আসতে একটু বেশি দেরি করসে... এই যা...!!! ""
"সারাদেশ অন্ধকারে ডুবলো কেন" তার জবাবদিহি তো... continue reading
Likes Comments
০ Shares

মোহাম্মদ মুশফিকুর রহমান মুশফিক

৯ বছর আগে লিখেছেন

উৎসুক জনতা ...!!!

বিএসইসি ভবনে আগুন ...!!!
উৎসুক জনতার সবাই 'মাথা কাইত' কইরা ভবনের সামনে... তাদের মধ্যে দুই চিন্তিত ব্যক্তির কথোপকথন ...।
- ব্রাদার..., কি দেখেন ...?
- আগুন দেহি... আর কি দেহুম...!
-ব্রাদার... আমি তো আগুন দেখতে পারতাছিনা... খালি ধুঁয়া দেখি...!
- ধোঁয়া কি এমনি এমনি বাইর হইছে নাকি মিয়া...!! আগুন লাগছে দেইখাই ধুঁয়া বাইর হইছে,...!!
******* ****** ******
-আগুন ক্যামনে লাগছে ভাইজান ...???
-ঐটা আমি কইবার পারুম না... শুনছি... "সাত বছর আগে এইখানে আট তলায় যখন আগুন লাগছিলো... ঐটার তদন্ত এখনও চলতেছে...!!!"  
- ও আচ্ছা ... আচ্ছা..!! তো ব্রাদার... ! "ঐযে... খাম্বার মত 'বড় সিঁড়ি' লালগাড়ী থেইকা বাইর করছে... ঐটা দিয়ে কি করবো...??? "
- ঐটার উপর মানুষ উইঠেই তো পানি ছাড়বো...
- এতো উঁচুতে মানুষ উঠতে পারবো তো... নাগোল পাইবো ক্যামনে ...???
- ধুর মিয়া...! বেশি প্যাঁচাল পারতাছেন...!! চুপচাপ আগুন দেখেন... । 
- ভাইজান " আগুন তো দেখি না... খালি ধুঁয়া... ...? "
-আপনি থামবেন...? আমারে আগুন দেখতে দেন ...।।
******* ****** ******
- ব্রাদার ঐখানে দূরে মনে হয় একটা লালগারি দেখা যাইতেছে... ঐটা থেমে আছে ক্যান???
- থাইমা নাই...ঐটা ভীরের জন্য আসতে পারতাছেনা...
-ভীর...!! ভীর কিসের...???
- কিসের আবার ... উৎসুক মানুষের ভীর... !   :p   :p  
-উৎসুক মানুষ...!! ওরা এইখানে কি করতেছে...?
-ওরাও আমাদের মত আগুন দেখতেছে...
-আগুন ...!! আগুন কই...!!! ব্রাদার... "আমি তো শুধু ধুঁয়া ... ... ! "
(চলতেছে চলবে )
এরকম ঘটনা  আমরা  প্রতিনিয়ত দেখি...  দেখা যায়,  উৎসুক জনতার ভীরের ঠেলায়... continue reading
Likes Comments
০ Shares

Comments (2)

  • - আলমগীর সরকার লিটন

    হু গান সহ যদি দিতেন ভাল লাগত

     

    • - দিলারা জামান

      অডিও ? 

মোহাম্মদ মুশফিকুর রহমান মুশফিক

৯ বছর আগে লিখেছেন

রেলমন্ত্রির বিয়ে... ও কিছু নোংরা কথা ...!!!

রেলমন্ত্রির বিয়ে হল যে...!! তো কিছু কথা আমার আছে...
উনি ধর্মীয় রীতি মেনেই বিয়ে করছেন ...। কার কি ক্ষতিটা হয়ে গেছে বুঝলাম না... সবাই দেখি উনার "বয়স" নিয়ে খুবই চিন্তিত...!!!
মুশফিকের বিয়ের কথা মনে আছে...?? সাকিব-শিশির এর জুটিতে তো সারা বাংলাদেশের ঘুম হারাম ছিলো... পাড়লে সবাই তাদের বাসর রাতে ঢুঁকে পড়ে... ।
গতকাল সারাদিন যেভাবে মিডিয়া আর আমাদের ফেইসবুকে রেলমন্ত্রির বিয়ে নিয়ে কথা উঠেছে... সেটা "‪#‎নোংরামি‬" ছাড়া আর কিছু না...।

মাত্রা ছাড়া ‪#‎রুচিহীন‬ কথাবার্তা ... আর কত ... ???
ফেইসবুকে পাওয়া কিছু রুচির নমুনা দেখে নেই
>>
** রেল মন্ত্রী তার বাসায় কোন জোয়ান পোলা কাজে না রাখলেই হইলো...!
** তেল ছাড়া তো আর ইঞ্জিন চলে না! বিয়ে যখন করছে...দ্যান ইঞ্জিনে তেলও আছে!
*** 67 বছরের পুরনো রেল লাইনে 25 বছরের নতুন train চলতে পারবে তো?
** ৬৮ বছরের পুরনো বগি আর ২৯ বছরের নতুন ইঞ্জিন ...!
** কেডা কইল এই মাইয়ার বয়স ২৯! মেক আপ খুললে ৪০ বছইরা বুড়ি দেখাইব! .
** ঠীক মতো রেল চালাতে না পারলে পরে কিন্ত অন্য কেউ ওঠে চালাবে ( লুল )
<<
এগুলো এতো রুচিহীন যে সামনা সামনি কেউ বলতে পারবে না ।।
বিয়ে চমৎকার বিষয় অবশ্যই যে করবে শুধু তার জন্য... কিন্তু আমার বাংলাদেশে এটা একটু যেন ভিন্নরকম...!
কারো কোন কাজিন বা ফ্রেন্ড বা পরিচিত কারো বিয়ের খবর শুনলেই ... টিকা- টিপ্পনী / খোঁচা দেওয়া / একটু মজা করে নেওয়া খুবই স্বাভাবিক ঘটনা ,
সব কিছুরেই একটা লিমিট আছে... সমস্যা শুরু হয় যখন আপনি অপরিচিত অথবা... continue reading
Likes Comments
০ Shares

মোহাম্মদ মুশফিকুর রহমান মুশফিক

৯ বছর আগে লিখেছেন

রাতুলের অল্প বয়সে স্কুল ভর্তি...!!!

সামনের বাসায় একটা বাচ্চা গলা ফাটিয়ে কানতেছে... !!
আমার দুর্বল হার্টে সহ্য করতে না পেরে ডাইরেক্ট বাসায় চলে গেলাম ।
আমি দরজা দিয়ে ঢুকার সময় অ্যান্টি মিষ্টি হাসি দিলেন । ততক্ষনে রাতুলের কান্না থেমে গেছে...!
সে একটা খাতার উপর ঝুকে বসে কি যেন আকি ঝুকি দিচ্ছে... আর থেকে থেকে হেচকি দিয়ে নাকের সর্দি টানছে... !!!
অ্যান্টি চা নিয়ে আসলো... ঘটনা কি জিজ্ঞাস করতেই রীতিমতো ক্ষোভের বিশাল অভিযোগ শুনলাম...
যার সারমর্ম হল রাতুল নাকি এবার ড্রয়িং পরীক্ষায় 'দশের' মধ্যে 'এক' পেয়েছে ...!
আমি রাতুলের কাছে গিয়ে বসলাম... দেখি সে নাক টানতে টানতে বাংলাদেশের মানচিত্র আবার আকছে... !
কিন্তু বাম পাশের উপরের দিক টা আঁকতে যেয়ে ও একটা বিড়ালের মুখ একে ফেলেছে...!!
শুধু তাই না...! জ্যান্তব রুপ দিতে স্মাইলি (হাসি হাসি মুখ )ও দিয়ে দিছে...!!!
আমি বললাম ...
- খুব সুন্দর একেছ তো...? এটা কি ?
- -মানচিত্ত (( নাক টানতে টানতে...! ))
- হুম... তা তো বুঝলাম কিন্তু মাথার উপর কি ঐটা...?
- - বিলাল ... ( বিড়াল ) ...!
- তোমাকে আঁকতে বলছে মানচিত্র... তুমি বিড়াল কেন আঁকছো ...?
- -বিলাল টা বাংলাদেচের উপলে বসে আচে ...।
- ও আচ্ছা... আচ্ছা... তো ওখানে বসে সে কি করছে...?
-কেন ... ও তো মানচিত্ত দেখছে... !!! (( বলতে বলতে ওর নাক থেকে সর্দি টুপ করে বিড়ালের মুখে পড়ে গেলো ))
 

আমি ভাষা হারায় ফেলে... কিছুক্ষণ চুপ থেকে পকেট থেকে একটা চকলেট বের করে ওকে দিলাম...।
বললাম ... "... continue reading
Likes Comments
০ Shares

Comments (2)

  • - লুৎফুর রহমান পাশা

    ব্লগারদের মধ্যে মন্তব্য করা প্রবনতা কমে গেছেই বললে চলে। তবে পড়েনা এমনটা বলা যাবেনা। অনেকেই হয়তো পড়েন। একটা বিষয় আমি লক্ষ্য করেছি। আগে সমালোচনা মুলক মন্তব্য হতো। সমস্যা হলো এটা সবাই নিতে পারেনা। ফলে সেই মন্তব্য কারী হতাশ হনা।

    তবে মন্তব্য আসাটা জরুরি।

    • - রব্বানী চৌধুরী

      মন্তব্য ও আলোচনায় লেখার রাস্তা আরও খুলে যায়,নানান ভাবনার জন্ম হয়,আর সেখান থেকে আবার শুরু হয় লেখা। তাই মন্তব্য আসাটা খুব বেশি প্রয়োজন।

    - রব্বানী চৌধুরী

    আপনার সাথে একমত তবে কোন পোষ্টে মন্তব্য, আলোচনা, সমালোচনা করতে গেলে পাঠককে বেশ মনযোগি হয়ে পোষ্ট পড়তে হয়। তবে পোষ্টে অনেক গঠন মূলক মন্তব্য থাকলে লেখক বিশেষ করে নবীন লেখকরা অনেক উৎসাহ পায় আর লেখার মান সম্পর্কে ধারণা আনতে পারে।  শুভেচ্ছা রইলো, ভালো থাকবেন পাশা ভাই।   

    - টোকাই

    ভালো বলেছেন ভাই ।

    • - রব্বানী চৌধুরী

      ধন্যবাদ, তবে আমি চাই আমার প্ররিশ্রমে যেন ভালো পাঠকের সমাগম হয়, ভালো থাকবেন অনেক। 

    Load more comments...
Load more writings...