Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.
মোহাম্মদ মুশফিকুর রহমান মুশফিক

মোহাম্মদ মুশফিকুর রহমান মুশফিক

৯ বছর আগে লিখেছেন

রাতুলের অল্প বয়সে স্কুল ভর্তি...!!!

সামনের বাসায় একটা বাচ্চা গলা ফাটিয়ে কানতেছে... !!
আমার দুর্বল হার্টে সহ্য করতে না পেরে ডাইরেক্ট বাসায় চলে গেলাম । emoticons

আমি দরজা দিয়ে ঢুকার সময় অ্যান্টি মিষ্টি হাসি দিলেন । ততক্ষনে রাতুলের কান্না থেমে গেছে...!
সে একটা খাতার উপর ঝুকে বসে কি যেন আকি ঝুকি দিচ্ছে... আর থেকে থেকে হেচকি দিয়ে নাকের সর্দি টানছে... !!!

অ্যান্টি চা নিয়ে আসলো... ঘটনা কি জিজ্ঞাস করতেই রীতিমতো ক্ষোভের বিশাল অভিযোগ শুনলাম...

যার সারমর্ম হল রাতুল নাকি এবার ড্রয়িং পরীক্ষায় 'দশের' মধ্যে 'এক' পেয়েছে ...! emoticons

আমি রাতুলের কাছে গিয়ে বসলাম... দেখি সে নাক টানতে টানতে বাংলাদেশের মানচিত্র আবার আকছে... !
কিন্তু বাম পাশের উপরের দিক টা আঁকতে যেয়ে ও একটা বিড়ালের মুখ একে ফেলেছে...!!
শুধু তাই না...! জ্যান্তব রুপ দিতে স্মাইলি (হাসি হাসি মুখ )ও দিয়ে দিছে...!!! emoticons

আমি বললাম ...
- খুব সুন্দর একেছ তো...? এটা কি ?
- -মানচিত্ত (( নাক টানতে টানতে...! ))
- হুম... তা তো বুঝলাম কিন্তু মাথার উপর কি ঐটা...?
- - বিলাল ... ( বিড়াল ) ...!

- তোমাকে আঁকতে বলছে মানচিত্র... তুমি বিড়াল কেন আঁকছো ...?
- -বিলাল টা বাংলাদেচের উপলে বসে আচে ...।

- ও আচ্ছা... আচ্ছা... তো ওখানে বসে সে কি করছে...?
-কেন ... ও তো মানচিত্ত দেখছে... !!! (( বলতে বলতে ওর নাক থেকে সর্দি টুপ করে বিড়ালের মুখে পড়ে গেলো ))

 

emoticons

আমি ভাষা হারায় ফেলে... কিছুক্ষণ চুপ থেকে পকেট থেকে একটা চকলেট বের করে ওকে দিলাম...।

বললাম ... " রাতুল শুনো, তুমি খুব সুন্দর একেছ... শুধু এর পরের বার মানচিত্র আকার সময় বিড়াল কে দেখতে দিও না কেমন...?
রাতুল খুশি হয়ে বলল, "আচ্ছা...!!!"

 

আমি হতাশ হয়ে অ্যান্টির কাছ থেকে বিদায় নিলাম...।
আজকাল স্কুলভর্তি হয় লটারিতে ... তাই অভিভাবকরা বাচ্চার বয়স পুরোপুরি হবার আগেই লটারিতে টিকে গেলে ভর্তি করায় দেয় । বাচ্চা টা এত বড় প্রেসার নিতে পারবে কিনা তা মাথায় রাখে না...।।

তাই যা হবার তাই হয়... বাচ্চারা খেলার সময়টুকুও হারিয়ে ফেলে... আর পড়াশুনার মাঝেই চলে যায় তাদের অসম্ভব সুন্দর শৈশব...!!!

অভিভাবক রা একটু সচেতন হলেই এই অল্প বয়সে অপরিপক্ক অবস্থায় রাতুলের মত বাচ্চাদের শৈশব টা সুন্দর কাটতে পারবে...।

একদিন হাসতে হাসতেই মানচিত্র একে ফেলবে বেড়াল ছাড়া...!
Likes Comments
০ Share

Comments (2)

  • - লুৎফুর রহমান পাশা

    ব্লগারদের মধ্যে মন্তব্য করা প্রবনতা কমে গেছেই বললে চলে। তবে পড়েনা এমনটা বলা যাবেনা। অনেকেই হয়তো পড়েন। একটা বিষয় আমি লক্ষ্য করেছি। আগে সমালোচনা মুলক মন্তব্য হতো। সমস্যা হলো এটা সবাই নিতে পারেনা। ফলে সেই মন্তব্য কারী হতাশ হনা।

    তবে মন্তব্য আসাটা জরুরি।

    • - রব্বানী চৌধুরী

      মন্তব্য ও আলোচনায় লেখার রাস্তা আরও খুলে যায়,নানান ভাবনার জন্ম হয়,আর সেখান থেকে আবার শুরু হয় লেখা। তাই মন্তব্য আসাটা খুব বেশি প্রয়োজন।

    - রব্বানী চৌধুরী

    আপনার সাথে একমত তবে কোন পোষ্টে মন্তব্য, আলোচনা, সমালোচনা করতে গেলে পাঠককে বেশ মনযোগি হয়ে পোষ্ট পড়তে হয়। তবে পোষ্টে অনেক গঠন মূলক মন্তব্য থাকলে লেখক বিশেষ করে নবীন লেখকরা অনেক উৎসাহ পায় আর লেখার মান সম্পর্কে ধারণা আনতে পারে।  শুভেচ্ছা রইলো, ভালো থাকবেন পাশা ভাই।   

    - টোকাই

    ভালো বলেছেন ভাই ।

    • - রব্বানী চৌধুরী

      ধন্যবাদ, তবে আমি চাই আমার প্ররিশ্রমে যেন ভালো পাঠকের সমাগম হয়, ভালো থাকবেন অনেক। 

    Load more comments...