Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.
মোহাম্মদ মুশফিকুর রহমান মুশফিক

মোহাম্মদ মুশফিকুর রহমান মুশফিক

৯ বছর আগে লিখেছেন

রেলমন্ত্রির বিয়ে... ও কিছু নোংরা কথা ...!!!

রেলমন্ত্রির বিয়ে হল যে...!! তো কিছু কথা আমার আছে...

উনি ধর্মীয় রীতি মেনেই বিয়ে করছেন ...। কার কি ক্ষতিটা হয়ে গেছে বুঝলাম না... সবাই দেখি উনার "বয়স" নিয়ে খুবই চিন্তিত...!!!

মুশফিকের বিয়ের কথা মনে আছে...?? সাকিব-শিশির এর জুটিতে তো সারা বাংলাদেশের ঘুম হারাম ছিলো... পাড়লে সবাই তাদের বাসর রাতে ঢুঁকে পড়ে... ।

গতকাল সারাদিন যেভাবে মিডিয়া আর আমাদের ফেইসবুকে রেলমন্ত্রির বিয়ে নিয়ে কথা উঠেছে... সেটা "‪#‎নোংরামি‬" ছাড়া আর কিছু না...।

মাত্রা ছাড়া ‪#‎রুচিহীন‬ কথাবার্তা ... আর কত ... ???

ফেইসবুকে পাওয়া কিছু রুচির নমুনা দেখে নেই

>>
** রেল মন্ত্রী তার বাসায় কোন জোয়ান পোলা কাজে না রাখলেই হইলো...!
** তেল ছাড়া তো আর ইঞ্জিন চলে না! বিয়ে যখন করছে...দ্যান ইঞ্জিনে তেলও আছে!
*** 67 বছরের পুরনো রেল লাইনে 25 বছরের নতুন train চলতে পারবে তো?
** ৬৮ বছরের পুরনো বগি আর ২৯ বছরের নতুন ইঞ্জিন ...!
** কেডা কইল এই মাইয়ার বয়স ২৯! মেক আপ খুললে ৪০ বছইরা বুড়ি দেখাইব! .
** ঠীক মতো রেল চালাতে না পারলে পরে কিন্ত অন্য কেউ ওঠে চালাবে ( লুল )
<<

এগুলো এতো রুচিহীন যে সামনা সামনি কেউ বলতে পারবে না ।।

বিয়ে চমৎকার বিষয় অবশ্যই যে করবে শুধু তার জন্য... কিন্তু আমার বাংলাদেশে এটা একটু যেন ভিন্নরকম...!

কারো কোন কাজিন বা ফ্রেন্ড বা পরিচিত কারো বিয়ের খবর শুনলেই ... টিকা- টিপ্পনী / খোঁচা দেওয়া / একটু মজা করে নেওয়া খুবই স্বাভাবিক ঘটনা ,

সব কিছুরেই একটা লিমিট আছে... সমস্যা শুরু হয় যখন আপনি অপরিচিত অথবা পরিবারের বাইরের কারো বিয়ে বা ‪#‎ব্যক্তিগত‬ বিষয় নিয়ে একই কাজ করেন । ঐটা তখন "নোংরামি" ছাড়া আর কিছু না ।

এগুলো আমরা করতেই থাকি... আরে ভাই কারো ব্যক্তিগত ব্যাপার দিয়ে "খোচা" না দিলে কি পেটের ভাত হজম হয় না...???

প্রবলেম টা আমাদের প্রত্যেকের মানুসিক...। ‪#‎চিন্তাধারার_পরিবর্তন_জরুরী‬ ।।

চলুন শুধরে যাই ... আরেকবার ভেবে দেখি... তারপর শুধরে যাই ।। ???

Likes Comments
০ Share