Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

এস, আর, জনি

১০ বছর আগে লিখেছেন

আমি কে?

 আমি এস আর জনি (s r jony),বাংলাদেশে জন্ম নেওয়া, তেলা কচু শাক খাওয়া একজন বাংলাদেশের নির্লজ্য দালাল। আমি সব সময় বাংলাদেশের দালালি করি। আমি বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করি। আমি ১৯৭১  কে স্বরন করি আমার প্রতিটি কাজে, আমার ভালবাসায়। সবার সাথে মিসতে চাই, শুধু ৭১ যারা আমার ৩০ লক্ষ ভাইকে হত্যা ও ২ লক্ষ মা-বোন'কে নস্ট করেছে সেই সব পাকিস্তানী ও তাদের দোসরদের সাথে নয়, আমি মনে প্রানে ঘৃণা করি তাদের। আমার লেখালেখির অভ্যাস ছিল স্টুডেন্ট লাইভ থেকেই। স্কুলের ম্যাগাজিনে, দেয়ালিকায় ও ততকালিন বিভিন্ন ফান ম্যাগাজিনেও লিখে টাইম পাস করতাম। এর পরে লেখালিখি করি somewhereinblog.net নামে একটি বাংলাদেশি ব্লগ সাইটে। সত্যি কথা বলতে আমি আমার পরিচিতি বা জনপ্রিয়তা যাই বলা হোক না কেন, সেটা পেয়েছি এই somewherein ব্লগ  থেকেই। আজকের ব্লগার হিসেবে আমি টিভিতে বা পত্রিকায় বা চায়ের দোকানে, যেখানেই কথা বলি আমি এই কৃতজ্ঞতা স্বিকার করি। এই হল somewherein blog এ লেখা আমার লেখার লিংক

 

আমি আমার নিজের অনলাই ভার্চুয়াল এক্টিভিটিস ও অফলাইনে বাস্তবে রাজ পথে পদার্পনের জন্যেই "একজন ব্লগার" হতে পেরেছি। কোনো ব্যাক্তি বিশেষ বা কোনো সিন্ডিকেট আমাকে তৈরি করেনিতাই আমি আমার স্বাধীন ভাবে লিখতে ও বলতে চাই, কাউকে কোনো পরামর্শ দিলে যেমন সরাসরি বলি তেমনি কারো ভুল হলেও সরাসরি বলে দেই। কোনো মিথ্যা/ হেপোক্রেসি/ভন্ডামি সোজা বাংলায় কাউকে তৈল দিয়ে তোষামোদি করতে পারি না। এর কারনেই আমার প্রিয়তমার থেকেও প্রিয় somewherein blog কে ছেড়ে আসলাম। আমাকে ব্যান করা হয় নি, আমি নিজেই ছেড়ে চলে আসলাম। জানি না, আর কোনো দিনও somewherein blog কে কাছে পাব কি না, বা ওখানে লিখব কি না।   
এইখানে "নিক" খুলবার তেমন ইচ্ছা আমার ছিল না, কারন কিছু "কুচক্রি" মানুষের নির্বুদ্ধিতার কারনে আমার লেখালিখি "আত্মাটা" মরে গিয়েছে। হ্যা, আমার "ব্লগিয় আত্মাটার" মরন হয়েছে। তারপরেও একান্ত কিছু প্রিয় মানুষদের জন্যে টুকটাক লেখা লিখি/আকি বুকি করতে পারি, তাই এই সাইটে আমার প্রবেশ। হয়ত আপনাদের মন রাখতে পারব না, তার পরেও চেস্টা করব আপনাদের সাথে থাকতে, ভুল হলে ক্ষমা করে দিবেন।  
আমি অনুকরন নয়, অনুশরন নয়, শুধু নিজেকে খুজি, নিজেকে জানি ও নিজের পথে চলি

এস, আর, জনি। ঢাকা। আমার ফেসবুক লিংক
Likes ১৮ Comments
০ Share

Comments (18)

  • - মো: সাজিদ খান

    ১ম পর্ব তেমন ভাল হয়নি । পরের পর্ব গুলোর অপেক্ষায় খাকলাম ।শুভকামনা রইলৌ ।

    • - নাজনীন পলি

      পরের পর্ব পড়ার আমন্ত্রণ রইলো 

    - মাসুম বাদল

    লিখা চলুক অবিরাম...

    • - নাজনীন পলি

      আপনারা সাথে থাকলেই চলবে ............। 

    - ধ্রুব তারা

    কাহিনীর একটু গভীরে গিয়ে পর্ব শেষ করলে ভাল লাগত

    • - নাজনীন পলি

      আসলে গল্পটা তো পর্ব করে লিখিনি । 

      অনেক বড় গল্প তাই ছোট করে পোস্ট করেছি । 

      এরপর থেকে আকর্ষণ রেখে শেষ করার চেষ্টা করবো । 

    Load more comments...