Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

এস, আর, জনি

৯ বছর আগে লিখেছেন

নিষ্পাপ ভালোবাসা ও সৃষ্টিকর্তার নস্ট খেলা।

সময়টা ২০০৬ সাল। মোবাইল সহজ লভ্য হলেও স্কুল কলেজের বাচ্চাদের হাতে তখনো আসেনি। পুর্বের কথা অনুযায়ী কিশোরী মেয়েটি নীল শাড়ী পরে দারিয়ে আছে। আগোছাল হাতে শাড়ী পরা, যায়গায় বে জায়গায় সেফটি পিন দেওয়া, তথাপি নীল শাড়ী ও নীল চুড়িতে মেয়েটিকে অপরুপ লাগছে, যেন বেহেস্তের হুর পরী দারিয়ে আছে। কিশোর ছেলেটি অপলক নয়নে দেখছে।
-কি তাকিয়ে থাকবে? নাকি আমাকে রিক্সায় উঠতে বলবে?, 
এই বলে মেয়েটিই নিজেই রিক্সায় উঠে বসল। তারা আজ হানিমুনে যাচ্ছে। 
হ্যা, গতকাল তারা খুব সাহাসী একটা কাজ করেছে। গোপনে বিয়ে করেছে। ছেলেটি মেয়েটিকে পাগলের মত ভালোবাসে, তাই তাকে হারাতে চায় নি। ছেলেটি খুদ্র পরিসরে বড় হয়েছে, কাউকে আপন করে পায়নি, মেয়েটিকেই আপন হিসেবে পেয়েছে তাই দুঃসাহস দেখিয়ে তাকে আপন করে নিয়েছে।
সদ্য বিয়ে করা বৌকে আজ দেখছে। কিছুটা লজ্জা, কিছুটা শঙ্কা মিশ্রিত মনে মেয়েটির দিকে তাকিয়ে আছে ছেলেটি, হাত ধরার অবস্থাও নেই তার, হাত কাপছে। মেয়েটি বুঝতে পেরে নিজেই নিজের স্বামীর হাত ধরল। রিক্সা চলছে।বসে আছে অবুঝ দুই কিশোর কিশোরী।
 
বাস স্ট্যান্ড থেকে তারা নন্দনের বাসে চরে বসল, ট্যাক্সিতে যাবার পয়সা ছিলনা, ছেলেটি হয়ত বাসার বাজারের টাকা মেরে বা আব্বুর পকেটের টাকা চুরি করে এসেছে। মেয়েটি কলেজ পালিয়ে এসেছে, তাকে আবার সন্ধ্যার আগেই ফিরতে হবে, তাই হানিমুনে দুরে কোথাও যাবার সুযোগ নেই।
 
জানালার পাশে বসা মেয়েটির মৃদু বাতাসে চুল উড়ছে, সাদা হাত দুটিতে নীল চুড়ি রিনিঝিনি শব্দ করছে। ছেলেটি অসম্ভব সুখি আজ, কোনোদিনও এতটা সুখ অনুভব করেনি। স্বর্গের সকল সুখ আজ এই দুজনাতে এসে আবদ্ধ হয়েছে।
 
কিন্তু উপরে বসে ঈশ্বর আল্লাহ্‌ সৃষ্টিকর্তা খেলছিল এক ভিন্ন খেলা, তিনি এই কিশোর মনের ভালোবাসা ও সুখ... continue reading
Likes Comments
০ Shares

Comments (1)

  • - মাইদুল আলম সিদ্দিকী

    কবিতাটা খুব ভালো লাগলো শ্রদ্ধাভাজন, আত্মার কথামালার আওয়াজ কানে ভাসছে।

    - মাহদি হাসান রনী

    আপু, এত হতাশা কেন, অভিজ্ঞতা কি মানুষকে শুধু হতাশ করে ?

    • - বর্ণা আহমেদ

      no, not at all. Thanks for reading.

    • Load more relies...
    - ছড়াবাজ

    রুষ্ট, ভীত হৃদয় নিয়ে, লিখলে ভীষন কড়া,
    মুক্ত হয়ে হোক না শুরু, স্বপ্ন জগত গড়া।

    Load more comments...

এস, আর, জনি

১০ বছর আগে লিখেছেন

আবারো ক্লিন বোল্ড হইলাম!!!!!!!! আমার কি হবে গোওওওও

আমার ছুড বেলার খেলার সাথি, বান্ধবি ও কাজিন (যার সাথেই একমাত্র আমার ভাল সম্পর্ক,) সে যখন “বিশ্ব ব্যাচেলর সংঘ” এর সেক্রেটারির পদ ছাড়িয়া দিয়া বিবাহ করিবার সিধ্যন্ত নিয়াছিল তখন যথেষ্ট ব্যাধিত হইলাম।  কিন্তু পরক্ষনেই মনে পড়িল বিবাহ ও গায়ে হলুদ অনুষ্ঠানে খানাপিনার পাশাপাশি অনেক সুন্দরি ও ষোড়শী’র আনা-গোনা হইবে, আমার একটা চান্স/গতি হইলেও হইতে পারে।  
এইরুপ মনোবাসনা লইয়া গতকাল “সুটেড বুটেড” হইয়া গায়ে হলুদ অনুষ্ঠানে উপস্থিত হইলাম। সবার পাজামা-পাঞ্জাবির ভিড়ে নিজে “স্যুটেড বুটেড” অবস্থায় প্রথমে কিঞ্চিৎ বিব্রত হইলেও, পরবর্তিতে এই ভাবিয়া খুশি হইলাম যে, যাক!!বাবা!! অনেকেরই দৃষ্টি আকর্শন করিতে তো সক্ষম হয়েছি।  
যখনই সবাই গলুদ লইয়া বিদি-ব্যাস্ত হইল তখন আমি আমার অপারেশন“খোজ দ্যা সার্চ” চালু করিলাম।প্রথমে নিজের পরিচিত মানুষ গুলকে আলাদা করিলাম। যদিও উহা বড়ই কস্ট সাধ্য ছিল,কেননা সকল নারীগন আগে থেকেই মনে হয় “একই ডঙ্গে হলুদ রঙের” শাড়ী পরিবার সিধ্যান্ত নিয়া ছিল।  
মনে মনে এই রুপ সিধ্যান্তের ত্রিব্য নিন্দা জানাইয়া “ফেবুতে স্টাটাস” দিব ভাবিতেছিলাম, সে সময় দেখিতে পারিলাম, ছাদের এক কোনে “এক একুশী রূপবতী” কন্যা আপন মনে গানের তালে তালে মাথা দুলিয়ে দুলিয়ে গান উপভোগ করিতেছে। আমিও আর সময় ক্ষেপন না করে তাহার পিছনে উদয় হইলাম এবং আমিও এমন ভাবে মাথা দুলাইতে লাগিলাম যেন গান’টা আমার খুব প্রিয়। যদিওঁ গাইতে পরিবেশন করছিল এলাকার উড়তি চ্যাঙারা পোলাপানের “ব্যান্ড”, এবং উহাদের গান শুনিয়া উহাদের কে “ব্যান” করার মনোবাসনা উপলব্দধি করিয়া ছিলাম। তথাপি এই “একুশী রূপবতী” কন্যা’র মন জয় করার জন্যে কিঞ্চিৎ “একটিং” মারিলাম।  
এরপর “শুভ পরিনয়ের” বাসনা লইয়া তাহার সাথে পরিচয় হইলাম। আমার সাপোর্ট পাইয়া তার গান শ্রবনের ইচ্ছা চরম আকার ধারন করিল। সে তার প্রিয় কিছু গান যেমন “দূরে কোথাও আছি বসে”, বিদায় বলেছি বন্ধু -ক্ষমা কর আমায়, বাহির বলে দূরে থাক-ভিতর বলে আস না। ইত্যাদি গান গাইবার জন্যে “চেংরা শিল্পি গুলকে” অনুরোধ করিতে... continue reading
Likes Comments
০ Shares

এস, আর, জনি

১০ বছর আগে লিখেছেন

ভ্যালেন্টাইনস ডে স্পেশাল পোস্টঃ জেনে নিন কিভাবে মেয়েদেরকে প্রপোজ করলে সফল হবেন

 
১৪ইফেব্রুয়ারি, বিশ্বভালোবাসাদিবস! ফেব্রুয়ারিমাসআসারসাথেসাথেইএইবিশেষদিনটিকেকিভাবেকাটানোযায়তানিয়েনানারকমজল্পনাকল্পনাশুরুহয়েযায়।একেকজনেরএকেকরকমপরিকল্পনা।যারাঅলরেডিএকটারিলেশনশিপেআছেনতাদেরপরিকল্পনাএকরকম, যারাসিঙ্গেলতাদেরএকরকমআবারযারাকারোপ্রেমেহাবুডুবুখাচ্ছেনকিন্তুভালোবাসারকথাটাসাহসকরেবলতেপারেননিতাদেরআরেকরকম।তবেএদেরসবারমধ্যেযারাপছন্দেরমানুষটিকেপ্রপোজকরতেযাচ্ছেন, এইদিনেতাদেরঅবস্থাইমনেহয়সবচেয়েবেশিদোদুল্যমানথাকে! সঠিকভাবেপ্রপোজকরতেপারলেসিঙ্গেলথেকেযেমনডাবলহয়েযাওয়ারব্যাপকসম্ভাবনাথাকেআবারঅপমানিতহওয়ারবাদৌড়ানিখাওয়ারওসম্ভাবনাকমনাকিন্তু! সুতরাংএকটুভেবেচিন্তেপদক্ষেপনিতেহবেযাতেবিফলনাহতেহয়!
আপনিকিএইভ্যালেন্টাইনেপছন্দেরমেয়েটিকেভালোবাসারকথাটিজানাবেনবলেভাবছেন?কিন্তুকিভাবেজানালেভালহয়, কিভাবেজানালেমেয়েরাখুশিহয়, মেয়েরাঠিককিআশাকরেকিংবাকোনভাবেপ্রপোজকরলেমেয়েটিফিরিয়েদেবেনাএসবনিয়েচিন্তিত? অনেকভেবেওকোনকুলকিনারাকরতেপারছেননা? তাহলেএইপোস্টআপনারজন্যই!
এখানেইহয়তআপনিপেয়েযেতেপারেনসেইসবপ্রশ্নেরউত্তরএবংপ্রপোজকরারচমৎকারসবআইডিয়া! সেইঅনুযায়ীপ্লানকরেভালোবাসারমানুষটিকেজানিয়েদিতেপারবেনআপনারভালোবাসারকথা।
 
 -কিভাবেকেউপ্রপোজকরলেতাকেএকসেপ্টকরবে continue reading
Likes Comments
০ Shares

Comments (6)

  • - নুসরাত জাহান আজমী

    ইস!!! সব তো আপনার হাতে ছিল। শেষটা না হয় বাস্তবেই করতেন...

    • - অমিত বাগচী (অন্তহীন)

      ভালই বলছেন।
      ধন্যবাদ মন্তব্যের জন্য। শুভ কামনা রইলো আপনার জন্য।  

    - পিপীলিকা

    ক্ষণিকের কল্পনাগুলা বাস্তব হয় না ক্যান?  গল্পে ভালো লাগা রইলো অমিত ভাই। 

    • - অমিত বাগচী (অন্তহীন)

      ধন্যযোগ :)
      ক্ষনিকের কল্পনাগুলো বাস্তব হলে কল্পনার আর মূল্য থাকলো কোথায় বলুন...

    • Load more relies...
    - মোঃসরোয়ার জাহান

    ভালো লাগলো লেখাটি পড়ে,শুভ কামনা রইল।

    • - অমিত বাগচী (অন্তহীন)

      ধন্যবাদ ভাইজান। ভাল থাকবেন।

এস, আর, জনি

১০ বছর আগে লিখেছেন

স্বর্গিয় ভালোবাসা ও তার অকাল পরিনতি,

আজ কপালে খারাপই আছে, গত তিন দিন ধরে চন্দ্রার সাথে দেখা করব বলে কথা দিয়েছি, দেখা করতেই পারি নি।, শুক্রবার মেয়েটা এত আশা করে বের হয়েছিল কিন্তু হটাৎ করে অফিস থেকে ফোন আসায় আমি আর যেতে পারি নি।, শুক্রবার আমাকে অফিস করতে হল এটা কি সে বিশ্বাস করবে?, আবার শনিবার তার শুটিং ছিল আমারই অফিসের নিচে ATN বাংলায়, তখনো ১ ঘন্টার জন্যে তার সাথে দেখা করতে পারি নাই।, কিভাবে পারব, এত কাজের চাপ!!!! আজ তার সাথে দেখা করতেই হবে, প্রয়োজনে চাকুরীটাই ছেড়ে দিব।
 
-যাক, আজ অন্তত তুমি আসলে?
-এভাবে বলছ কেনো? আমি তো সব সময়ই আসতে চাই, চাই তোমার পাশে থাকতে।
-হয়েছে হয়েছে, গত দুই দিন ইকটু দেখাই করতে পারলে না, আবার ভাব নিচ্ছ!
-আহা রাগ করো কেন? OK baby, SORRY.
-কান ধরো
-তোমার কানে তো দুল, কিভাবে ধরব?
-আমার কান ধরতে বলি নি গর্ধব, তোমার কান ধরো।
- হাঃ হাঃ হাঃ  ঠিক আছে বাবা ধরলাম।, এবার বাইকে উঠ, তোমার মত সেলিব্রেটি বেশিক্ষন রাস্তায় থাকলে লোক জমা হয়ে যাবে।
-Ok চলো, আজ আশুলিয়ার দিকে যাই।
 
-  পৃথিবীর সব চেয়ে বড় হ্যাপিনেস কি জানো ডার্লিং?
-কি?
- এই যে তুমি যখন বাইকের পিছনে বসে আমাকে জড়িয়ে ধরো।
- হাঃ হাঃ হাঃ হাঃ হাঃ হাঃ
- দ্বিতীয় হ্যাপিনেস কি জানো?
-না, তুমিই বলো।
- এই তোমার খিল খিল হাসি।
- ওরে দুষ্ট!!
 
আজ আমাদের ভালবাসার ১ম বছর পুর্ন হল, গত বছর এই দিনে চন্দ্রা লাক্স ফটো সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেয়, স্টেজে উঠার ঠিক আগ মুহুর্তে আমি ওকে বলে ছিলাম... continue reading
Likes Comments
০ Shares

Comments (1)

  • - সুখেন্দু বিশ্বাস

    সুন্দর গল্প শিবাশীষ । ভালো লেগেছে।  

     

    শুভকামনা রইলো  

    • - শিবাশীষ বিশ্বাস

      ধন্যবাদ দাদা। 

    - মোঃসরোয়ার জাহান

    দারুন লাগলো লেখাটি পড়ে,শুভ কামনা রইল।

    • - শিবাশীষ বিশ্বাস

      ধন্যবাদ ভাই। ভাল থাকবেন। 

    - ঘাস ফুল

    ব্যাপারকে কী শিবাশীষ আপনার প্রায় প্রতিটা লেখায় রনির উপস্থিতি টের পাচ্ছি? এই নামটার প্রতি মনে হচ্ছে বিশেষ কোন কারণে আপনার বিশেষ কোন দুর্বলতা আছে। তা যাই হোক, গল্প ভালো লেগেছে। আরও ভালো লেগেছে রনির মধ্যে ভালোবাসা বাসা বেঁধেছে বলে। কিন্তু কীভাবে বাসা বাঁধলো রনির বুঝার উপায় নাই। আসলেই ভালোবাসাটা বড়ই অদ্ভুত। 

    • - শিবাশীষ বিশ্বাস

      প্রিয় ঘাসফুল, ভাল লাগলো আপনার মন্তব্য। আসলে এমন দুই একটি মন্তব্য অনেক ভাললাগা যোগায়।

      ধন্যবাদ।  

এস, আর, জনি

১০ বছর আগে লিখেছেন

স্বর্গিয় ভালোবাসা ও তার অকাল পরিনতি,

আজ কপালে খারাপই আছে, গত তিন দিন ধরে চন্দ্রার সাথে দেখা করব বলে কথা দিয়েছি, দেখা করতেই পারি নি।, শুক্রবার মেয়েটা এত আশা করে বের হয়েছিল কিন্তু হটাৎ করে অফিস থেকে ফোন আসায় আমি আর যেতে পারি নি।, শুক্রবার আমাকে অফিস করতে হল এটা কি সে বিশ্বাস করবে?, আবার শনিবার তার শুটিং ছিল আমারই অফিসের নিচে ATN বাংলায়, তখনো ১ ঘন্টার জন্যে তার সাথে দেখা করতে পারি নাই।, কিভাবে পারব, এত কাজের চাপ!!!! আজ তার সাথে দেখা করতেই হবে, প্রয়োজনে চাকুরীটাই ছেড়ে দিব।
 
-যাক, আজ অন্তত তুমি আসলে?
-এভাবে বলছ কেনো? আমি তো সব সময়ই আসতে চাই, চাই তোমার পাশে থাকতে।
-হয়েছে হয়েছে, গত দুই দিন ইকটু দেখাই করতে পারলে না, আবার ভাব নিচ্ছ!
-আহা রাগ করো কেন? OK baby, SORRY.
-কান ধরো
-তোমার কানে তো দুল, কিভাবে ধরব?
-আমার কান ধরতে বলি নি গর্ধব, তোমার কান ধরো।
- হাঃ হাঃ হাঃ  ঠিক আছে বাবা ধরলাম।, এবার বাইকে উঠ, তোমার মত সেলিব্রেটি বেশিক্ষন রাস্তায় থাকলে লোক জমা হয়ে যাবে।
-Ok চলো, আজ আশুলিয়ার দিকে যাই।
 
 
 
-  পৃথিবীর সব চেয়ে বড় হ্যাপিনেস কি জানো ডার্লিং?
-কি?
- এই যে তুমি যখন বাইকের পিছনে বসে আমাকে জড়িয়ে ধরো।
- হাঃ হাঃ হাঃ হাঃ হাঃ হাঃ
- দ্বিতীয় হ্যাপিনেস কি জানো?
-না, তুমিই বলো।
- এই তোমার খিল খিল হাসি।
- ওরে দুষ্ট!!
 
আজ আমাদের ভালবাসার ১ম বছর পুর্ন হল, গত বছর এই দিনে চন্দ্রা লাক্স ফটো সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেয়, স্টেজে উঠার ঠিক আগ... continue reading
Likes Comments
০ Shares

Comments (3)

  • - মোঃসরোয়ার জাহান

    ভালো লাগলো লেখাটি পড়ে তথ্য নির্ভর অনেক কিছু জানলাম ,শুভ কামনা রইল।

    • - নূর মোহাম্মদ নূরু

      আমার ব্লগে আপনাকে স্বাগতম।
      অসংখ্য ধন্যবাদ লেখায় মন্তব্য
      করার জন্য। ভালো থাকবেন

    - ঘাস ফুল

    বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি পরিচালক ঋত্বিক ঘটকের ৩৮তম মৃত্যুদিনে আমার শ্রদ্ধাঞ্জলি। 

    মহান পরিচালক সম্বন্ধে অনেক কিছু জানলাম। সত্যজিৎ রায়ের মতো বিশ্বখ্যাত পরিচালক যার প্রশংসা করেছেন, তাকে কেন অবমূল্যায়ন করে হয়েছে জানি না। দুনিয়াতে বুঝি এখনো তৈল মর্দনকারীদেরই মূল্যায়ন হয় বেশী। ধন্যবাদ নুরু ভাই। 

Load more writings...