Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

নীল কাব্য

১০ বছর আগে লিখেছেন

আমি ভাল মানুষ, লোক দেখানো ভাল মানুষ

 
ঘটনা ঘটার জন্য কোন পুর্ব নির্ধারিত শিডিউল ঠিক করতে হয় না। ঘটনা ঘটে তার নিজস্ব গতিতে, আমরা শুধু ঘটনার সাক্ষী হয়ে পরে থাকি আজীবন। ছুটির দিন, সকাল বেলা, কি যেন একটা জরুরী কাজে ফার্মগেইট যাব, কাউন্টার সার্ভিস বা ডাইরেক্ট বাস বলতে যা বুঝায় সেই বাসের দেখা পাচ্ছিনা দির্ঘক্ষণ!! রোদে দাড়িয়ে থাকতে থাকতে চামড়া পুরে তামাটে বর্ণ ধারন করেছে অনেক আগেই, এখন ঘামে শরীরের সাথে শার্ট লেপ্টে আছে! ভাগ্যিস আমি পুরুষ! এই ভাবে একটা মেয়ে দাড়িয়ে থাকলে কতজনের দৃষ্টি দ্বারা যে ধর্ষনের শিকার হতো তা বলা মুস্কিল!। ঘেমে নেয়ে একাকার অবস্থায় কোনমতে ঠেলেঠুলে "লোকাল বাস" নামক এই আজিব যন্ত্রটায় সাওয়ার হলাম!! লোকাল বাসে উঠতে অবশ্য হেব্বি মজা লাগে!! কোনমতে শরীরটাকে বাসের গেট পর্যন্ত নিলেই কেল্লা ফতে!! পেছনের লোকেরা নিজ উদ্দেগ্যে ঠেলা দিয়ে বাসের মধ্যে ঢুকিয়ে দেয়!!! যাই হোক!! মানবশ্রোত নামক আজব লিফটে চড়ে আপাতত বাসের ঠিক মাঝ বরাবর দাড়িয়ে আছি, বাসের ছাদের সাথে লটকানো জং ধরা স্টিলের একটা রড ধরে শরীরের ভাসসম্য ঠিক রাখার চেষ্টা করছি। গরম আর ঘাম এই দুইয়ের যন্ত্রনায় এতই অস্থির ছিলাম যে আমার ঠিক ডান পাশের জোরা সিটের একটিতে যে একজন সুদর্শনা তরুনী বসে আছে সেটা খেয়ালই করি নাই!! জিন্স প্যান্ট আর শার্ট পরিহিত আল্ট্রা মর্ডান ওই মেয়েটার ঠিক পাশেই কালো মতন একলোক! শ্রমিক শ্রেনীর হবে হয়তো!! শালার কপাল একখান!! জীবনে তো কম বাসে চড়লাম না এখন পর্যন্ত কোন সুন্দরীর পাশে বসার মধুর অভিজ্ঞতা হয় নাই কখনো!! আফসোস!! বিরাট আফসোস!!!
একজন মোটামতন লোকের ধাক্কায় সুন্দরী দেখার সুবর্ন সুযোগটা বাদ দিয়ে তার দিকে তাকালাম!! ভাই পিছে যান!! আদেশের সুরে বলল লোকটা!! ইচ্ছা ছিল কান বরাবর একটা... continue reading
Likes ১০ Comments
০ Shares

Comments (10)

  • - লুৎফুর রহমান পাশা

    হুমায়ুন আহমেদের জন্ম দিনের শুভেচ্ছা।

    - সনাতন পাঠক

    তিনি শায়িত ছিলেন গাঢ় কব্বরে
    যার দৈর্ঘ্য-প্রস্থ বেঁধে দেয়া,
    গভীরতা নয়।
    কব্বরে শুয়ে তাঁর হাত কাঁপে পা কাঁপে
    গভীর বিস্ময়বোধ হয়।
    মনে জাগে নানা সংশয়।
    মৃত্যু তো এসে গেছে, শুয়ে আছে পাশে
    তবু কেন কাটে না এ বেহুদা সংশয়?

    শুভ জন্মদিন হুমায়ুন আহমেদ। 

     

    ধন্যবাদ আপনাকে।

    - ফেরদৌসী বেগম ( শিল্পী )

    প্রিয় লেখক এবং কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের ৬৫ তম জন্মদিনে আমার বিনম্র শুভেচ্ছা আর শ্রদ্ধাঞ্জলী।

    Load more comments...

নীল কাব্য

১০ বছর আগে লিখেছেন

চলতি পথের গল্প

 
রাত নেমেছে মাত্র, সন্ধ্যেটাকে জোর করে সরিয়ে দিয়েসময়।  একটা মায়াবী সন্ধ্যার শেষে দারুন একটা রাতের শুরু হতে যাচ্ছে। আমার মত মজুরেরা বাড়ি ফেরার জন্য উসখুস করছে। মাঝ আকশে ঘোলাটে চাঁদ নিজের অস্তিত্বের জানান দিচ্ছে মেঘের ফাক থেকে। হালকা বাতাসে ধুলোর সাথে উড়ছে কতগুলো কাগজ। আমার মতই হাজারো শহুরে হেটে চলছে ফুটপাত ধরে, সবাই নিজেকে নিয়ে ব্যস্ত, পাশে কে বা কারা আছে দেখার সময় নাই। আমিও এর ব্যতিক্রম নই। শরীরের ক্লান্তিটাকে দুর করার জন্য এককাপ চা হলে মন্দ হয় না। কয়কেজন মাঝ বয়সী লোক বসে আছে মোড়ের টং দোকানটায়, চায়ের কাপে চুমুক দিয়েই সিগারেটে টান দিচ্ছে কেউ, পরম তৃপ্তির ছাপ চোখেমুখে অতুপ্ত আত্মাটাকে সাময়িক তৃপ্তির স্বাদ দিতে আমিও দাড়িয়ে গেলাম ওখানে। কড়া লিকারের চা, কিছুটা তিতকুটে, প্রতিটা চুমুকেই মুখটা ভিন্ন রকম স্বাদে ভরে গেল। এই মুহুর্তে প্রেয়সির হাসি নজর এরিয়ে যাবে নিমিশেই, তার চোখের অব্যত্ত ভাষা বুঝতে চাইবেনা মন, চা-সিগারেটেই ডুবে থাকবে সারাক্ষন। প্রেমিকার স্পর্শ পাওয়ার আকুলতাও ভুলিয়ে দেয় এই টং দোকানের চা। ঠোটের কোণে কর্পোরেট স্টাইলের মাপাহাসি নিয়ে বিল দিয়ে বিদেয় হই। কানে হেডফোন গুজে ডুবে যাই আমার নিজস্ব জগতে........... আমার এই পথ চলাতেই আনন্দ।
 
মাঝ রাস্তায় দাড়িয়ে থাকা ট্রাফিকের পাশে কেউ এসে দাড়ায়, হাসি মুখে শুভেচ্ছা বিনিময়, হাতে হাতে টাকা। লেনদেন চুকিয়ে চলে যায় যে যার মত। আমিও চলে যাই আমার মতই, জঞ্জালে ভরা, ধুলোভরা আমার প্রিয়তমার বুকে হেটেচলি আমি আমাকে নিয়েই। টুংটাং শব্দে বেলবাজিয়ে চলে রিক্সাওয়ালা। দুইজন বৃদ্ধ উচ্চস্বরে জিকির করতে থাকে, অনেকেই চোখ ঘুড়িয়ে দেখছে তাদের, কেউ কেউ কানাঘুসা করছে। কেউ হাসছে, ওদিকে তাদের খেয়াল নেই, তারা জিকিরে ব্যস্ত!! পাশ থেকে কেউ বলে ওঠে... continue reading
Likes ১৪ Comments
০ Shares

Comments (14)

  • - মাসুম বাদল

    ভালো লাগলো কবিতার কথা ... 

    • - ইখতামিন

      অনেক ধন্যবাদ মাসুম ভাই

    - নীল সাধু

    বেদনার আবহ কবিতা জুড়েই 

    • - ইখতামিন

      অনেক অনেক ধন্যবাদ নীল সাধু ভাই

    - সনাতন পাঠক

     

    শুভেচ্ছা রইলো।

    • - ইখতামিন

      অনেক অনেক ধন্যবাদ

    Load more comments...

নীল কাব্য

১০ বছর আগে লিখেছেন

ব্লগে আজই রেজিষ্ট্রেশন করলাম! সবাই কেমন আছেন ?

Likes Comments

Comments (0)

  • - কামরুন নাহার ইসলাম

    বিফল------

    • - ফেরদৌসী বেগম ( শিল্পী )

      নাহার আপা, চিন্তাইয়েন্না, একসময় ঠিকই সব হয়ে যাবে ইনশা আল্লাহ।

    • Load more relies...
    - ফেরদৌসী বেগম ( শিল্পী )

    আপা, চেষ্টা চালিয়ে যান, আপনি শুধু একাই নন আমিও চেষ্টা চালাচ্ছি।

    - ফেরদৌসী বেগম ( শিল্পী )

    হাহাহাহা আপা, ছবি তো দিলাম বড় করে আর মন্তব্যে গিয়ে হয়ে যায় ছোট, কি মুশ্কিলরে বাবা!!!

    Load more comments...