Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

বিপুল হাজং

৮ বছর আগে লিখেছেন

বৈশাখী দহন

আদিবাসী কাব্য ও কবিতা (বিরহ সংকলন)
----------------------------
বৈশাখী দহন
>>>>>>>
হঠাত ঝড়ের ক্ষিপ্রতায় 
উড়ে চলে আশ্রয়ের কুটির, দেবালয়, 
বৃক্ষ, তুলশীতলা, ঝোপঝাড়, নিস্বর্গ জীবন । 
বৈশাখী আগুনে পুড়ে গেছে স্মৃতিঘর
তকলে বন বনাশ্রয় ভূমি জন্মভূমি
বাস্তুদেবতার দীপশিখা শ্বাশ্বত মাটির গন্ধ
শিমূলের রাঙা বন বিস্তির্ণ বনাঞ্চল ।

হাল-গেরস্তি নেই, নেই হিসেবের খাতায় হালখাতা,
বন্ধ্যা সন্ধ্যায় নেই প্রহরের শীতলতা,
সারিসারি পায়ের মুদ্রায় তাল নেই
জলাশয়ে জলকন্যার জাখায়,
মনে নেই সুখ-দু:খ, হাসি-আনন্দ-বেদনা, 
বিরহ-মিলনের বারোমাসী গান ...

ক্রুদ্ধ ক্ষুব্ধ দগ্ধ স্তদ্ধ হয় উলুধ্বণী, 
মৃদঙ্গের তাল, সজল জলঝিরি !
অভিমানে নির্বাক নিয়তির জাগরণ,
সংহতি অধিকার সকলই তল্পিবাহক সংক্রান্তির ...

পরপুরুষের পরবাসী করুণার আলিঙ্গনে
পিঠা-পায়েশ মুড়ি-মুড়কি-বাতাসার সংসার 
ঝলসে গেছে তপ্তছলে ছলছল জ্বলজ্বল বৈশাখ !

ছবিঘরে আসেনা হাসেনা ভাসেনা ক্ষয়িষ্ণু মানুষের জনপদ,
শূণ্য পায়ে চলি অনিবার্য নিত্য নিয়তির 
বৈশাখী বরণ রুক্ষ কাঁটাবন !

জননীর শীতল আঁচল হারানোর ব্যাথা সেই বোঝে
যে হারিয়েছে কখনও বৈশাখী দহনে ...
-----------------------------------
শব্দার্থ : - জাখা- হাজং, কোচ, বানাই, ডালুদের মাছধরার কুটির নির্মিত যন্ত্র বিশেষ ।
তকলে বন - পাহাড়ের সুস্বাদু ফলের বন।
-----------------------------------
বিপুল হাজং-এর আদিবাসী কাব্য ও কবিতা

Likes Comments
০ Share